Tollywood Celebrity Updates: এ কী কাণ্ড! মিমি-ঐন্দ্রিলার সামনেই একে অপরকে চুম্বন অঙ্কুশ-ওমের!
দুই অভিনেতার এমন কাণ্ডে ইতিমধ্যেই নেট নাগিরকরা প্রশ্ন তুলেছেন যে, তাহলে কি অঙ্কুশ এবং ওম সমকামী?
কলকাতা: 'জারা সা ঝুম লু ম্যায়' গানের সুরে দিব্যি চলছিল নাচ। ট্রেনের মধ্যে দুই জুটি চুটিয়ে নাচছিলেন। একদিকে অঙ্কুশ - ঐন্দ্রিলা, অন্যদিকে ওম - মিমি। কিন্তু তারপরই যা কাণ্ড ঘটল, তাতে নেট নাগরিকদের সঙ্গে চোখ কপালে উঠল মিমি (Mimi Dutta) এবং ঐন্দ্রিলার (Oindrila Sen)। নাচতে নাচতে অঙ্কুশ (Ankush Hazra) এবং ওম (Om Sahani) একে অপরকে চুম্বন করতে গেলেন। আর তারপরই ভিডিও শেষ। দুই অভিনেতার এমন কাণ্ডে ইতিমধ্যেই নেট নাগিরকরা প্রশ্ন তুলেছেন যে, তাহলে কি অঙ্কুশ এবং ওম সমকামী?
এ কী কাণ্ড অঙ্কুশ - ওমের?
সম্প্রতি নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন বাংলা ছবির এবং ছোট পর্দার চার জনপ্রিয় তারকা অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, ওম সাহানি এবং মিমি দত্ত। 'জারা সা ঝুম লু ম্যায়' গানে নানা মজাদার অঙ্গভঙ্গীতে কোমর দুলিয়েছেন তাঁরা। চার তারকার কাণ্ডকারখানায় হতবাক নেট দুনিয়া। সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য় তারকারাও অবাক হওয়ার সঙ্গে সঙ্গে হেসে কূল পাচ্ছেন না। আসলে ভিডিওটিতে তাঁদের যা করতে দেখা যাচ্ছে, তা একেবারেই মজার ছলে। ভিডিও পোস্ট করে আমার ঐন্দ্রিলা সেন লিখেছেন, শেষ পর্যন্ত দেখার জন্য। সেই ভিডিওতে অন্য আর এক অভিনেত্রী মিমি দত্ত আবার কমেন্টে লিখেছেন, 'নতুন প্রেম কাহিনী প্রকাশ্যে এসেছে'। স্বাভাবিকভাবেই চার তারকার এই মজাদার ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। মুহূর্তে তা ভাইরালও হয়ে গিয়েছে।
আরও পড়ুন - Bollywood Gossip: সেটেই অমৃতাকে সপাটে চড় এষার, কী হয়েছিল দুই নায়িকার মধ্যে?
অন্যদিকে, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, ওম সাহানি এবং মিমি দত্ত প্রত্যেকেই নিজেদের নানা নতুন প্রোজেক্ট নিয়ে ব্যস্ত রয়েছেন। অঙ্কুশ এবং ঐন্দ্রিলাকে খুব শীঘ্রই দেখা যাবে একসঙ্গে 'লভ ম্যারেজ' ছবিতে। এছাড়াও তাঁদের হাতে রয়েছে একাধিক কাজ। ওম সাহানিকে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিপরীতে 'ভয় পেও না' ছবিতে। আর ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মিমি দত্তের হাতেও রয়েছে একাধিক কাজ।