Annie Wersching: ক্যানসার লুকিয়ে চালিয়ে গিয়েছিলেন শ্যুটিং ‘ভ্যাম্পায়ার ডায়েরিজ়’-এর অভিনেত্রী
Annie Wersching Death: ক্যানসারে আক্রান্ত ছিলেন অভিনেত্রী। যদিও সেই মারণরোগের কথা কাউকে জানাননি তিনি।
মুম্বই: প্রয়াত অভিনেত্রী অ্যানি ওয়ারশকিং (Annie Wersching)। টেলিভিশন শো 'ভ্যাম্পায়ার ডায়েরিজ' (Vampire Diaries)-এর জন্য জনপ্রিয় ছিলেন তিনি। মাত্র ৪৫ বছর বয়সেই থামল তাঁর অভিনয় সফর, ক্যানসারে আক্রান্ত ছিলেন অভিনেত্রী।
আজ অভিনেত্রীর প্রয়াণের খবর জানান তাঁর স্বামী। সোশ্যাল মিডিয়ায় তাঁর চলে যাওয়ার খবর দিয়ে স্বামী স্টিফেন ফুল লেখেন, 'আজ পরিবারের একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল। কিন্তু সেই ক্ষত ভরার জন্য জিনিসেও ও রেখে গেল নিজেই। খুব সাধারণ জিনিসেও অবাক হওয়ার মতো, ভালবাসার মতো অনুভূতি খুঁজে পেত ও। নাচ করার জন্য ওর মিউজিকের প্রয়োজন হত না। ও বোধহয় হারিয়ে গেল অ্যাডভেঞ্চার করে ওকে খুঁজে পাওয়ার জন্য। কখনও না কখনও আমরা খুঁজে পাব ওকে। আমি আমার দুই ছেলেকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। শেষবারের মতো বিদায় জানালাম ওকে। বিদায় বন্ধু, তোমার পরিবার তোমায় ভালবাসে।'
ক্যানসারে আক্রান্ত ছিলেন অভিনেত্রী। যদিও সেই মারণরোগের কথা কাউকে জানাননি তিনি। ক্যানসার লুকিয়েই নিয়মিত শ্যুটিং করে গিয়েছিলেন অভিনেত্রী। দীর্ঘদিন ধরেই ক্যানসারের চিকিৎসার অধীনে ছিলেন অ্যানি। এই চিকিৎসা করাতে গিয়ে প্রায় সর্বস্বান্ত হয়ে যেতে বসেছিল অভিনেত্রীর পরিবার। শেষে মারভেলের ‘রানওয়েজ়’-এ সহ-অভিনেত্রী এভার কারাদিন অসুস্থ অ্যানির জন্য সাহায্যের আবেদন জানিয়েছিলেন সবার কাছে। সেই টাকা দিয়ে দীর্ঘদিন চিকিৎসাও চলেছিল অভিনেত্রীর। তবে বাঁচানো গেল না প্রতিভাবান অভিনেত্রীকে।
অভিনেত্রীর প্রয়াণে সোশ্যাল মিডিয়ায় তাঁকে শোকবার্তা জানিয়েছেন অনেকেই। ডি টেফলন অ্যানির ছবি শেয়ার করে লিখেছেন, ফিল্ম আর টেলিভিশনের জগতে একজন খুব ভাল মানুষ আর একজন ভাল অভিনেতাকে হারিয়ে ফেললাম আমরা। আমার মন ভেঙে গেল।'
My friend @Wersching , passed away
— D-TEFLON (@DTEFLON_) January 29, 2023
We just lost a beautiful soul one of the most talented artist in our biz of film & tv
My heart is shattered. My heart goes out to @stephenfull
There’s a go fund me set up for her her kids Freddie, Ozzie and Archie https://t.co/t6a3gMwzUQ