New Movie: ভেনিসে পাঁচ বন্ধুর 'রোড ট্রিপ'! আসছে নতুন ছবি 'গুডবাই ভেনিস'
Goodbye Venice: বড়পর্দায় এবার ভেনিসের গল্প। মুক্তি পেল নতুন বাংলা ছবি 'গুডবাই ভেনিস'-এর টিজার পোস্টার। পরিচালনার দায়িত্বে থাকছেন পরিচালক নিলাঞ্জন মুখোপাধ্যায়।
কলকাতা: এবার বড়পর্দায় ঠিক চিরাচরিত প্রেমের গল্প নয়, সম্পর্কের ভাঙা গড়ার গল্প দেখা যাবে। ঘোষণা করা হল নতুন ছবির নাম। মুক্তি পেয়েছে টিজার পোস্টার (teaser poster)। ছবির নাম 'গুডবাই ভেনিস' (Goodbye Venice)। ছবি সম্পর্কিত সমস্ত তথ্য রইল।
আসছে নতুন ছবি 'গুডবাই ভেনিস'
সম্পর্কের ভাঙা গড়ার গল্প বলবে এই ছবি। ঘোষণা করা হল নতুন ছবির নাম 'গুডবাই ভেনিস'। মুক্তি পেল টিজার পোস্টার।
বড়পর্দায় এবার ভেনিসের গল্প। মুক্তি পেল নতুন বাংলা ছবি 'গুডবাই ভেনিস'-এর টিজার পোস্টার। পরিচালনার দায়িত্বে থাকছেন পরিচালক নিলাঞ্জন মুখোপাধ্যায় (Nilanjan Mukherjee)। এক সম্পর্কের গল্প বলবে 'গুডবাই ভেনিস' ছবিটি।
ছবির গল্প, এক ঝলকে
কলেজের পর সময়ের স্বাভাবিক নিয়মে ছাড়াছাড়ি হয়ে যায় পাঁচ বন্ধুর। এর বহুদিন পর আবার মিলিত হন তাঁরা। একটি রোড ট্রিপের জন্য একত্রিত হন তাঁরা এবং সেই রোড ট্রিপের শেষে কী হয় তাই নিয়েই এই গল্প।
প্রকাশিত পোস্টারে যদিও দেখা মিলেছে চার জনের। পিছনে ভেনিসের প্রেক্ষাপট। তাহলে পাঁচ নম্বর বন্ধু কোথায়? পরিচালক জানিয়েছেন, সেটারই উত্তর দেবে এই সিনেমা। অন্যান্য রোড ট্রিপ সিনেমায় সাধারণত যা হয়ে থাকে, এই সিনেমার গল্প তার থেকে একেবারেই আলাদা হতে চলেছে বলে জানিয়েছেন পরিচালক।
ছবির ক্রিয়েটিভ প্রোডিউসার জয়ব্রত দাশ এবং সিনেমাটোগ্রাফির দায়িত্বে আছেন অর্ণব লাহা। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন সৌম্য ঋত। ছবিটি প্রযোজনা করছেন 'কুইনটেলস স্টুডিও' এবং কার্যনির্বাহী প্রযোজনা করছে 'সিনেনিক স্টুডিও'। তবে কারা অভিনয় করেছেন এই ছবিতে সেই ব্যাপারে এখনও ধোঁয়াশা রেখেছেন ছবির পরিচালক। শোনা যাচ্ছে শীঘ্রই জানা যাবে অভিনেতাদের নাম।
আরও পড়ুন: Dev as Byomkesh: নববর্ষে চমক! প্রকাশ্যে 'ব্যোমকেশ' রূপে দেবের আগামী ছবির প্রথম লুক
এই ছবির অধিকাংশ অংশ শ্যুট হবে ইতালির ভেনিসে এবং বাকি অংশ হবে রোম ও ফ্লোরেন্সে। সম্ভবত এটিই প্রথম বাংলা ছবি যার প্রিন্সিপাল ফটোগ্রাফি ইতালিতে হবে। আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা এই ছবিটির।