Anubhav Kanjilal: রোজ বাড়িতে ফোন করে বলতাম, কাল কী হবে জানি না
Anubhav Kanjilal on Doaansh: ছোট বাজেটের কাজ, শ্যুটিংও বিপজ্জনক। তবু কেন 'দোয়াঁশ' ছবিটিকে বেছেছিলেন অনুভব? অভিনেতা বলছেন..
তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: শ্যুটিং করতে গিয়ে মাঝেমধ্যে মনে হত, একটু বেশিই রিস্ক নেওয়া হয়ে গেল না কি! রোজ শ্যুটিং শেষে বাড়িতে ফোন করে বলতেন, 'আজকের শ্যুটিংটা শেষ হল, আগামীকাল কী হবে জানি না।' সুন্দরবনে গিয়ে দিনের পর দিন থাকা, শ্যুটিং করা.. 'দোয়াঁশ'-এর যাত্রা সহজ ছিল না অভিনেতা অনুভব কাঞ্জিলাল (Anubhav Kanjilal)-এর কাছে। ছবি মুক্তির আগে, এবিপি লাইভকে (ABP Live) সেই গল্পই শোনালেন অনুভব।
ছোট বাজেটের কাজ, শ্যুটিংও বিপজ্জনক। তবু কেন 'দোয়াঁশ' ছবিটিকে বেছেছিলেন অনুভব? অভিনেতা বলছেন, 'ধারাবাহিক 'মিলি'-র আগে দোয়াঁশ শ্যুটিং করা হয়েছিল। এই ছবিটা পছন্দ করার সবচেয়ে বড় কারণ ছিল ছবির চিত্রনাট্য। সুন্দরবনে শ্যুটিং শুনেই আমি ভীষণ আগ্রহী ছিলাম কাজটা করতে। তবে শ্যুটিং শুরু হওয়ার পরে বুঝতে পারি, কাজটা মোটেই সোজা হয়। ওখানকার মানুষেরা রোজ অনেক কঠিন জীবনযাপন করেন। আমরা এমন এমন জায়গায় শ্যুটিং করেছি যেখানে ভালভাবে হাঁটা পর্যন্ত যায় না। কুমির-কামোট এসবের ভয় তো রয়েছেই। আমি দিল্লির ছেলে। শ্যুটিং করার সময় দেখছি পায়ে কাঁকড়া উঠছে, গাছের ডালে ঝুলছে সাপ। আমি এসবে একেবারেই অভ্যস্থ নই। ভয় করত একথা অস্বীকার করব না।'
এমন কোনও ঘটনার কথা মনে পড়ে অনুভবের? অভিনেতা বলছেন, 'একটা দৃশ্য রয়েছে যেখানে আমি নৌকা করে মধু নিয়ে যাচ্ছি। ওই দৃশ্যটা শ্যুটিং করার সময় বৃষ্টি আসে। নৌকা থেকে যে উঠে আসব, কোনও ঘাটই নেই। প্রায় ২০০ মিটার কাদা-পাঁকের মধ্যে দিয়ে হেঁটে তারপরে ঘাটে উঠি। প্রত্যেকটা পদক্ষেপে মনে হচ্ছিল, যদি কামোট এসে পায়ে ধরে, বুঝতেও পারব না। ক্রু মেম্বারদের বলেছিলাম, আমার কিছু হলে যেন তখনই মেডিক্যাল টিমকে খবর দেওয়া হয়। তবে এই পরিস্থিতি অভিনয়কে অনেক বেশি জীবন্ত করে তোলে। ছবির একটা শটও চিট করে কলকাতায় নেওয়া নয়। গোটাটাই আমরা শ্যুট করেছি সুন্দরবনে। কিন্তু হ্যাঁ.. রোজ শ্যুটিং শেষে হোটেলে ফিরে, বাড়িতে ফোন করে বলতাম, 'আজকের দিনটা তো হয়ে গেল, কাল কী কপালে আছে জানি না।'
ছোট বাজেটের টিমে কাজ করতে কী অসুবিধা হয়? হাসতে হাসতে অনুভব বললেন, 'ছোট টিম হলে একটা ভয় কাজ করে যে বিপদ হলে পর্যাপ্ত লোক নেই উদ্ধার করার। তবে হ্যাঁ, এটা অভিনয়ে কোনও প্রভাব ফেলে না।' দীর্ঘদিন টলিউডে কাজ করছেন অনুভব, কাজ পেতে গেলে কী কী শর্ত প্রয়োজন বলে মনে করেন? প্রশ্ন শুনে অভিনেতা বললেন, 'আমি তো কাজ পাওয়ার চেষ্টা করি না। কাজ এর আগেও নিজে আমার কাছে এসেছে। আমার ধারণা ভবিষ্যতেও আসবে। আমি আমার কেরিয়ার নিয়ে খুশি। যখন ওয়েব সিরিজ করতে চেয়েছি, পেয়েছি। ধারাবাহিকেও কাজ করেছি। পরিচালনা নিয়ে পরিকল্পনা চলছে অনেকদিন ধরে। আমি একসঙ্গে একাধিক কাজ করতে পারি না। যখন যে কাজ করব, সেটাকেই সময় দিয়ে, মনপ্রাণ সঁপে নিজের সেরাটা দিতে চাই।'
আরও পড়ুন: Sidharth Malhotra: সিদ্ধার্থ-কিয়ারার নাম করে বড়সড় আর্থিক জালিয়াতি, ঘটনা নিয়ে মুখ খুললেন অভিনেতা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।