Anupam Kher: ৭০ বছরেও রোজ শরীরচর্চা, অবাক করা ফিটনেস! অনুপম খেরের ভিডিও দেখে অবাক নেটদুনিয়া
Anupam Kher Fitness Tips: সোশ্যাল মিডিয়ায় অভিনেতার অধ্যাবসায় দেখে অবাক হয়েছেন সবাই । সবাই অভিনেতার প্রশংসাও করেছেন

কলকাতা: তাঁর বয়স বাড়লেও, এখনও চুটিয়ে অভিনয় করে চলেছেন তিনি । একের পর এক নতুন নতুন চরিত্র ফুটিয়ে তুলেছেন বড়পর্দায় । সেই সঙ্গে, তাঁর ফিটনেস ও ঈর্ষণীয় । সদ্য সোশ্যাল মিডিয়ায় নিজের শরীরচর্চার ছবি শেয়ার করে নিয়েছেন অনুপম খের (Anupam Kher) । ৭০ বছর বয়সী অনুপম নিয়মিত শরীরচর্চা করেন, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন বিভিন্ন ছবি । সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অনুপম খের লিখেছেন, 'জীবনটা একটা বাইসাইকেলের মতো । ব্যালেন্স রাখার জন্য সবসময় এগিয়ে যেতে হয় ।' সোশ্যাল মিডিয়ায় অভিনেতার অধ্যাবসায় দেখে অবাক হয়েছেন সবাই । সবাই অভিনেতার প্রশংসাও করেছেন । অনুপম খেরের এই পোস্টটা দেখে অনেকেই উদ্দীপ্ত হয়েছেন । প্রত্যেকেই বলেছেন, ৭০ বছর বয়সে এই ফিটনেস সত্যিই অবাক করা ।
সদ্য মুক্তি পেয়েছে অনুপম খেরের নতুন সিনেমা 'দ্য বেঙ্গল ফাইলস' (The Bengal Files) । সেই সিনেমায় গাঁধীর চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের । ছবিটির পরিচালনা বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) । এর আগেও বিবেক অগ্নিহোত্রীর সঙ্গে কাজ করেছেন অনুপম খের । এই ছবিটি নিয়ে অনুপম খের বলেছিলেন, 'পহেলগাঁও-তে হিন্দুদের যেভাবে গণহত্যা করা হয়েছে, ২৭ জন হিন্দুকে বেছে বেছে খুন করা হয়েছে, তাতে মনখারাপ তো বটেই, কিন্তু ক্রোধ আর ক্ষোভের কোনও সীমা পরিসীমা নেই । জীবনে অনেক কিছু এমন দেখেছি । কাশ্মিরী হিন্দুদের সঙ্গে কাশ্মীরে এটাই হয় । 'কাশ্মীর ফাইলস' ছবিটাও এই সমস্ত ঘটনার একটা হালকা আঁচকে নিয়েই তৈরি হয়েছিল । কিন্তু সেই সময়ে অনেকেই ছবিটাকে প্রচারমূলক বলে নিন্দা করেছিলেন । কিন্তু এখন, ভারতের বিভিন্ন জায়গা থেকে আসা যে সমস্ত মানুষেরা কাশ্মীরে ছুটি কাটাতে গিয়েছিলেন, তাঁদের ধর্ম বেছে বেছে তাঁদের মারা.. আমার বর্ণনা করার ভাষা নেই । মাঝে মাঝে পরিস্থিতি বর্ণনা করতে ভাষাও কম পড়ে । যা অনুভূতিতে আসে, তা মুখে কখনও বলা যায় না ।' সদ্য অনুপম খেরের সিনেমা দেখানো হয়েছে 'কান'-এর মঞ্চে ।
View this post on Instagram






















