Putul Ami: অনুপমের সুরে প্রথমবার মিউজিক ভিডিওতে জুটি বাঁধছেন ঋদ্ধি-সুরঙ্গনা
অনুপম রায়ের সুরে এই প্রথমবার মিউজিক ভিডিওতে জুটি বাঁধছেন ঋদ্ধি সেন ও সুরঙ্গনা বন্দ্য়োপাধ্যায়। শনিবার অনুষ্ঠানিক ঘোষণা করা হয় মিউজিক সংস্থা ‘সারেগামা’ ও অনুপম রায়ের প্রথম মিউজিক ভিডিও 'পুতুল আমি'-র।
কলকাতা: অনুপম রায়ের (Anupam Roy) সুরে এই প্রথমবার মিউজিক ভিডিওতে জুটি বাঁধছেন ঋদ্ধি সেন (Riddhi Sen) ও সুরঙ্গনা বন্দ্য়োপাধ্যায় (Surangana Banerjee)। শনিবার শহরের একটি হোটেলে অনুষ্ঠানিক ঘোষণা করা হয় মিউজিক সংস্থা ‘সারেগামা’ ও অনুপম রায়ের প্রথম মিউজিক ভিডিও 'পুতুল আমি'-র। ঋদ্ধি আর সুরঙ্গনা ছাড়া মিউজিক ভিডিওতে দেখা যাবে গায়ককে।
সবসময়েই গল্প বলে অনুপম রায়ের গান। এখানেও তার ব্যতিক্রম নেই। পুরনো দিনের প্রেম নয়, এই গানে আধুনিক প্রেমের কথাই বলেছেন অনুপম। গল্পে সুরঙ্গনা পুতুল বানায়। সে অনবরত চেষ্টা করে তার স্বপ্নের পুরুষের একটা প্রতিকৃতি ফুটিয়ে তুলতে। অন্যদিকে তাঁর প্রেমে হাবুডুবু ঋদ্ধি। সে চায় সুরঙ্গনা তাঁকে দেখুক, তার কথা জানুক। ভিডিওতেই অনুপমের গলায় শোনা যাবে, 'ছুঁড়ে ফেলে দে আমায়, কাছে টেনে নে আমায়.. পুতুল আমি।' ভালোবাসার দিনে মুক্তি পাবে এই প্রেমের গান। তবে কী গল্পের শেষে কী মিল হবে এই রিয়েল লাইফ জুটির? উত্তর পেতে গেলে অপেক্ষা করে হবে ভ্যালেন্টাইন্স ডে পর্যন্ত।
আরও পড়ুন: Shruti Das: ৭ মাস কাজ ছিল না স্বর্ণেন্দুর, নিজেকে অপয়া মনে হয়েছিল শ্রুতির!
এই প্রথম মিউজিক ভিডিওতে জুটি বাঁধছেন সুরঙ্গনা আর ঋদ্ধি। অনুপম রায় জানিয়েছেন, এই গানে এমনই একটা সম্পর্ককে তুলে ধরা হয়েছে যেখানে একজন অপরজনের জীবনে তার জায়গাটাই জানে না। তাই বারবার সম্পর্কে বা প্রেমে আঘাত পাচ্ছে সে। জীবন যেন পরিচালিত হচ্ছে অন্য কারও দেখা। জীবনের সুতো যেন অন্য কারও হাতে। এই গানের সাফল্য নিয়ে খুশি সারেগামাপা-র এমডি বিক্রম মেহতা। আঞ্চলিক গান নিয়ে আশাবাদী সারেগামাপা-ও।
আজ মুক্তি পেয়েছে 'পুতুল আমি' গানের টিজার। সেখানে দেখা যাচ্ছে, পুতুল বানাতে মগ্ন সুরঙ্গনা। অন্যদিকে এক তোড়া গোলাপ বিরক্তিতে ছুঁড়ে ফেলে দিচ্ছেন ঋদ্ধি। অস্পষ্ট হলেও এক ঝলক দেখা মিলল অনুপম রায়ের। নতুন কাজ মুক্তির অপেক্ষায় ঋদ্ধি সুরঙ্গনার জুটিও। দুজনেই জানিয়েছেন, একসঙ্গে কাজ করতে দারুণ মজা হয়। 'ওপেন টি বায়োস্কোপ' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। ঋদ্ধি সুরঙ্গনা তখন কিশোর-কিশোরী। সময় পেরিয়ে এখন দুজনেই টলিউডের নতুন প্রজন্মের প্রতিভাবান অভিনেতা।