(Source: ECI/ABP News/ABP Majha)
Anupam Roy Interview: প্রায় ৮টি গান বাতিল করেছেন সৃজিত, 'হতাশ' হয়ে অনুপম লিখেছিলেন, 'আমি বাউন্ডুলে ঘুড়ি'
Anupam Roy Exclusive: সোশ্যাল মিডিয়া জুড়ে 'বাউন্ডুলে ঘুড়ি' নিয়ে মিম, কেমন লাগত অনুপমের?
কলকাতা: পায়ে পায়ে ইন্ডাস্ট্রিতে তিনি কাটিয়ে ফেলেছেন ১৩ বছর। তৈরি করেছেন নিজের পরিচিতি, শ্রোতারাও ভালবেসেছেন তাঁকে। এক্কেবারে জীবনের রোজনামচার কথা সাদামাটা ভাষায় সুর দিয়ে বলাই যেন হয়ে গিয়েছে তাঁর সিগনেচার স্টাইল। তিনি অনুপম রায় (Anupam Roy)। তাঁর প্রত্যেক গানেই তাঁকে নতুনভাবে আবিষ্কার করেন দর্শক... ভালবাসেন।
'দশম অবতার' (Dawshom Awbotaar) ছবি মুক্তির আগে থেকেই চর্চায় ছিল এই ছবির একটি গান.. 'আমি বাউন্ডুলে ঘুড়ি'। সেই গান শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) ও অরিজিৎ সিংহের (Arijit Singh) কন্ঠে দর্শক ইতিমধ্যেই শুনে ফেললেও, আবদার ছিল সেই গান শ্রষ্টার কন্ঠে একবার শোনার। 'দশম অবতার' ছবিতে সঙ্গীত পরিচালনার কাজ করলেও, গায়ক অনুপমের অনুরাগীদের সংখ্যা নেহাত কম নয়। সেই কথা ভেবেই ফের অনুপমের কন্ঠে 'বাউন্ডুলে ঘুড়ি' শোনার আয়োজন করল SVF Music। আজই মুক্তি পেয়েছে এই গানটি।
কিন্তু যেন গান কার্যত ছেয়ে ফেলেছিল সোশ্যাল মিডিয়ায়, ছড়িয়ে পড়েছিল মানুষের মুখে মুখে... সেই গান তৈরি হওয়ার পিছনেও ছিল একটি গল্প। কী সেটি? অনুপম বলছেন, 'বাউন্ডুলে ঘুড়ি গানটি দশম অবতার ছবির জন্য লেখা। সৃজিতদা (মুখোপাধ্যায়) আমায় ছবির দৃশ্য বুঝিয়ে দিয়েছিল.. ও চেয়েছিল একটি প্রেমের গান। আমি এক একটা করে গান লিখছি আর সৃজিত বাতিল করছে। কিছুতেই ওর পছন্দ হয় না। ৭-৮টা গান লেখার পরে আমি তখন হতাশ হয়ে পড়েছি। আর কি গান লিখব! শেষে বোধহয় ৯ নম্বর গান ছিল এই বাউন্ডুলে ঘুড়ি। এই গানটা শেষমেশ সৃজিতের পছন্দ হওয়ায় আমিও একটু আশ্বস্ত হয়েছিলাম। তবে এই গানটা বেশ জটিল। প্রথমটা অনির্বাণ আর জয়ার প্রেমের দৃশ্য়ের কথা ভেবে লেখা আর শেষভাগটা ছিল বুম্বাদা (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়)-এর জন্য।'
দীর্ঘ ১৩ বছরের সফরে, কোন গান নিজের কেরিয়ারের মোড় ঘুরিয়েছিল বলে মনে করেন অনুপম? সঙ্গীতশিল্পী বলছেন, 'অবশ্যই প্রথমে বলব 'আমাকে আমার মতো থাকতে দাও'-এর কথা। ওই গানটার হাত ধরেই প্রথম ইন্ডাস্ট্রিতে পা রাখা, জনপ্রিয়তা পাওয়া। এরপরে অবশ্য অনেক গানই রয়েছে। সম্প্রতি 'আলাদা আলাদা' গানটিও বেশ জনপ্রিয়তা পেয়েছিল। আর অবশ্যই 'বাউন্ডুলে ঘুড়ি'-র কথা বাদ দেওয়া চলে না। পুজোর সময় গোটা ফেসবুকে দেখতাম সবাই স্টেটাসে দিচ্ছেন, 'মানুষ নয়, সবাই নাকি বাউন্ডুলে ঘুড়ি'। এই ভালবাসা, উন্মাদনা আমার কাছে বিশাল পাওয়া। শ্রোতাদের ভালবাসা এভাবেই তো আসে।'
এতদিন ধরে সঙ্গীত জগতে কাজ করছেন, গান তৈরি করার সময় কি বিশেষ কোনও অভ্যাস রয়েছে অনুপমের? শিল্পী বলছেন, 'গায়ক হিসেবে ভালবাসা পেলেও, আমি নিজেকে সবচেয়ে বেশি খুঁজে পাই গান তৈরি করার কাজের মধ্যেই। আমার কোনও বিশেষ অভ্যাস নেই, তবে কেবল নিজের ঘর, শান্ত পরিবেশ হলেই গান লিখতে পারি। আর যে গান নিজে লিখি... সেই গান তৈরি থেকে মুক্তি পর্যন্ত গোটা সফরের তত্ত্বাবধান করতে পারলে বেশ ভাল লাগে।'
আরও পড়ুন: Theaters: শহরের গণ্ডি ছাড়িয়ে জেলার মন জিতলেন চঞ্চল-দেবশঙ্কররা, হাসি দুঃস্থ নাট্যকর্মীদের মুখে
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।