Anurag Kashyap: কেন যশরাজ ফিল্মসের ছবি পর-পর ব্যর্থ হচ্ছে? কারণ জানালেন অনুরাগ কাশ্যপ
যশরাজ ফিল্মসের ছবি পর-পর কেন ব্যর্থ হচ্ছে? সে প্রসঙ্গে নিজের মত দিলেন বলিউডের আর এক নামী পরিচালক অনুরাগ কাশ্যপ।
মুম্বই: চলতি বছরটা এখনও পর্যন্ত বিশেষ ভালো যাচ্ছে না যশরাজ ফিল্মসের (Yash Raj Films)। বেশ কয়েকটি ছবি তাদের মুক্তি পেয়েছে। আর প্রায় সবকটিই বক্স অফিসে ব্যর্থ হয়েছে। 'জোয়েসভাই জোরদার' (Jayeshbhai Jordaar), 'শামশেরা' (Shamshera), 'সম্রাট পৃথ্বীরাজ'-এর (Samrat Prithviraj) মতো বিগ বাজেট এবং হাই স্কেল ছবি মুক্তি পেয়েছে তাদের প্রযোজনা সংস্থা থেকে। কিন্তু কোনও ছবিই একশো কোটি তো অনেক দূর, তার থেকে অনেক কম বক্স অফিস কালেকশনে থেমে গিয়েছে। কিন্তু যশরাজ ফিল্মসের ছবি পর-পর কেন ব্যর্থ হচ্ছে? সে প্রসঙ্গে নিজের মত দিলেন বলিউডের আর এক নামী পরিচালক অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap)।
যশরাজ ফিল্মসের ছবির ব্যর্থতা প্রসঙ্গে অনুরাগ কাশ্যপ-
চার বছরের বিরতির পর পর্দায় আসতে চলেছে পরিচালক অনুরাগ কাশ্যপের ছবি। 'দোবারা' ছবি দিয়ে কামব্যাক করছেন তিনি। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে তাপসী পান্নুকে। সায়েন্স ফিকশন মিস্ট্রি থ্রিলার 'দোবারা'কে ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস চোখে পড়ছে। তিনিই এবার মুখ খুললেন যশরাজ ফিল্মসের ছবির ব্যর্থতা প্রসঙ্গে। 'জোয়েসভাই জোরদার', 'সম্রাট পৃথ্বীরাজ' এবং 'শামশেরা'। যশরাজ ফিল্মসের বিগ বাজেট এই তিনটি ছবি বক্স অফিসে কার্যত মুখ থুবড়ে পড়েছে। মুখ্য চরিত্রে যতই রণবীর কপূর, রণবীর সিংহ, অক্ষয় কুমাররা থাকুন না কেন, ব্যবসা করতে পারেনি এই তিন ছবি। কিন্তু কেন এই ব্যর্থতা? সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'যশরাজ ফিল্মসের সবথেকে বড় সমস্যা হচ্ছে ট্রায়াল রুম এফেক্ট। তুমি একটা গল্প নির্বাচন করছ। তৈরি করতে চাইছো 'পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান'। আর ছবিটা তৈরি হচ্ছে 'ঠগস অফ হিন্দুস্তান'। তুমি ফের একটা গল্প ভাবছ। তৈরি করতে চাইছো 'ম্যাড ম্যাক্স ফারি রোড'। আর সেটা তৈরি হচ্ছে 'শামশেরা'। দর্শকের চাহিদা এখন বদলে গিয়েছে। সেটা বোঝা দরকার।'
আরও পড়ুন - Bipasha Basu Pregnancy: বিশেষ ছবি পোস্ট করে মা হতে চলার ঘোষণা বিপাশা বসুর
অনুরাগ কাশ্যপ জানান, বর্তমানে দর্শকদের ছবি দেখার চাহিদা অনেকটাই বদলে গিয়েছে। কী ধরনের ছবি দর্শকেরা দেখতে চাইছেন, সেটা আগে বোঝা জরুরি। এরপরই আদিত্য চোপড়ার সমালোচনা করে তিনি বলেন, 'তোমার কাছে যদি মানুষকে খুশি করার ক্ষমতা থাকে, তাহলে তোমাকে মানুষকে জোর করে বোঝানোর দরকার নেই। আগের সময়টা এখন অনেক বদলে গিয়েছে। আর আদিত্য চোপড়া, যদি তোমার অনেক মানুষকে নেওয়ার ক্ষমতা থাকে, তাহলে তাঁদের নির্দেশ দেওয়ার দরকার নেই। কাস্টিং নিয়ন্ত্রণ করার দরকার নেই। কোনও কিছুই নিয়ন্ত্রণে রাখার দরকার নেই। তুমি তোমার অফিসে বসে থাকো। ভালো কর্মীদের নিয়োগ করো আর তাদের বিশ্বাস করো। তারাই তোমায় ভালো ছবি উপহার দেবে। কারও উপর ছড়ি ঘোরানোর দরকার নেই।' 'জোয়েসভাই জোরদার' ব্যর্থ হওয়ার প্রসঙ্গেও গুজরাট প্রসঙ্গে টানেন তিনি।
প্রসঙ্গত, আগামী ১৯ অগাস্ট মুক্তি পাবে অনুরাগ কাশ্যপের পরিচালিত ছবি 'দোবারা'।