New Bengali Serial: নতুন মোড়কে ফিরছে অন্বেষা-ঋত্বিকের পুরনো জুটি, কবে কোথায় দেখবেন এই ধারাবাহিক?
Anwesha Hazra- as Anandi: পুরনো জুটিকে নতুনভাবে দেখার অপেক্ষায় রয়েছেন অনেকেই। এই গল্পে ঋত্বিকের চরিত্র একজন চিকিৎসকের
কলকাতা: ধারাবাহিকে তাঁদের জনপ্রিয়তাই যেন আবার ফিরিয়ে এনেছে তাঁদের। ধারাবাহিক এই 'পথ যদি না শেষ হয়' (Ai Poth Jodi Na Sesh Hoy)-তে ঠিক যেমনভাবে জনপ্রিয় হয়েছিল ঊর্মি আর সাত্যকির জুটি... সেই রেশ নিয়েই ফের নতুন মোড়কে ফিরে আসছে ঋত্বিক ও অন্বেষার জুটি। জি বাংলার পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'আনন্দী' (Anandi)। আর এই ধারাবাহিকের হাত ধরেই পর্দায় ফিরছে এক জনপ্রিয় জুটি। ঋত্বিক ও অন্বেষার জুটি। ২৩ সেপ্টেম্বর থেকে সন্ধে সাড়ে ৬টার স্লটে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক।
এই ধারাবাহিকের কারণে শেষ হচ্ছে 'কে প্রথম কাছে এসেছি' ধারাবাহিকটি। মোহনা মাইতির এই ধারাবাহিকের বয়সও বেশি নয়। খুব কম সময়েই শেষ হল এই ধারাবাহিক। তবে পুরনো জুটিকে নতুনভাবে দেখার অপেক্ষায় রয়েছেন অনেকেই। এই গল্পে ঋত্বিকের চরিত্র একজন চিকিৎসকের। বাইরে সবার চিকিৎসা করলেও, বাড়ির মানুষ ঠাম্মাকে সামান্য ইঞ্জেকশন দেওয়াও তাঁর পক্ষে নাকি অসম্ভব। কিন্তু সেই কার্যত অসাধ্যসাধন করে দেখায় 'আনন্দী'। এই চরিত্রেই দেখা যাবে অন্বেষা হাজরাকে। একজন নার্স হয়ে বাড়িতে আসে সে। কিন্তু খুব সহজেই অর্জন করে নেন সবার ভালবাসা। এই পরিবারের গল্পই ফুটিয়ে তোলা হবে ধারাবাহিকে।
ইতিমধ্যেই বড়পর্দায় পা রেখেছেন অন্বেষা। মানসী সিংহের একটি ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। ইতিমধ্যেই হয়ে গিয়েছে শ্যুটিং। আর এবার, নতুন ধারাবাহিকে, নতুন চরিত্রে দেখা যাবে অন্বেষাকে। এই চরিত্রটি নিয়ে তিনিও ভীষণ উচ্ছ্বসিত। 'এই পথ যদি না শেষ হয়'-এর পরে একটা বিরতি নিয়েছিলেন অন্বেষা। বেশ কিছুটা সময় পরে তিনি ছোটপর্দায় ফিরছেন। আর তাঁর বিপরীতে দেখা যাবে ঋত্বিককেই। ইতিমধ্যেই হয়ে গিয়েছে প্রোমো শ্যুট। সেই প্রোমো এয়ারও হয়ে গিয়েছে। দর্শকেরা উচ্ছ্বসিত হয়েছেন নতুন চরিত্রে দুই প্রিয় চরিত্রদের দেখে। এবার অপেক্ষা ২৩ তারিখের।
View this post on Instagram
আরও পড়ুন: Deepika Padukone: কন্যাসন্তানকে নিয়েই কাটছে সময়.. মাতৃত্বকালীন ছুটি নিয়ে সাহসী সিদ্ধান্ত দীপিকার
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।