Aparajita Auddy: 'টাইপকাস্ট হওয়ায় বিশ্বাসী নই, আমার প্রতিযোগিতা নিজের সঙ্গে'
Aparajita Auddy: পর্দায় সংসার জীবন ফুটিয়ে তোলার অনুঘটক হিসেবে কাজ করে নিজের ব্যক্তিগত জীবন? অপরাজিতা বলছেন, 'অনেকে আমায় বলেন, আমি এত বাস্তবসম্মত অভিনয় কী করে করি? আসলে আমি তো ঠিক অভিনয় করি না'
কলকাতা: দুই পৃথিবীর মধ্যে দিব্যি ভারসাম্য রেখে জীবন চালিয়ে যাচ্ছেন তিনি। সংসার আর কেরিয়ার। অনেক অল্প বয়সেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। তবে পরিবার সবসময় পাশে থেকেছে, ভালবেসেছে, সম্মান করেছে তাঁর কাজই। সেই ভালবাসাই যেন পর্দায় সংসারের গল্প ফুটিয়ে তোলার সময় মনে পড়ে যায় তাঁর। অনুপ্রেরণা হয় অভিনয়ের। বড়পর্দায় প্রথমবার কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly)-র সঙ্গে জুটি বেঁধে এক অব্যক্ত দাম্পত্যের গল্প ফুটিয়ে তুলেছেন তিনি। সেই ছবির গল্প করতে গিয়ে, পর্দা আর জীবন যেন মিলেমিশে গেল অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)-র।
১৮ তারিখ বড়পর্দায় মুক্তি পাচ্ছে জিৎ চক্রবর্তী পরিচালিত 'কথামৃত' (Kothamrito)। এই ছবির মুখ্যভূমিকায় রয়েছেন অপরাজিতা আঢ্য ও কৌশিক গঙ্গোপাধ্যায়। কিন্তু এই ছবিতে অভিনয় করার জন্য নাকি প্রথমে রাজি হননি অপরাজিতা? অভিনেত্রী বলছেন, 'ছবির অফার শুনে আমার মনে হয়েছিল চরিত্রটা খুব একঘেয়ে। এই ধরণের চরিত্র আমি আগেও অনেক করেছি। তবে, কৌশিক গঙ্গোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করতে করব, এটাই ছিল আমার 'কথামৃত'-তে কাজ করতে রাজি হওয়ার প্রথম কারণ। দ্বিতীয় কারণ হল, এতদিন বাদে জালান প্রযোজনা সংস্থা এমন একটা বিষয় নিয়ে কাজ করছে যেনে ভাল লেগেছিল। ওঁরা আমায় ছাড়া অন্য কাউকেও ভাবতে পারতেন। কিন্তু তা করেননি। তৃতীয়ত, জিৎ-রা আমায় এত ভাল করে চরিত্র, চিত্রনাট্যটা বুঝিয়েছেন যে আমি রাজি হয়ে যাই। কাজটা করে ভাল লেগেছে ভীষণ।'
আরও পড়ুন: Anirban Bhattacharyya Exclusive: বিশেষ কাউকে কাস্ট করব ভেবে কখনও ছবি তৈরি করব না: অনির্বাণ
পর্দায় সংসার জীবন ফুটিয়ে তোলার অনুঘটক হিসেবে কাজ করে নিজের ব্যক্তিগত জীবন? অপরাজিতা বলছেন, 'অনেকে আমায় বলেন, আমি এত বাস্তবসম্মত অভিনয় কী করে করি? আসলে আমি তো ঠিক অভিনয় করি না। আমার ব্যক্তিগত জীবনে বা আশেপাশে এত মানুষের ওঠাপড়া, চরিত্রের জটিলতা, সরলতা দেখেছি, তাতে আমার কাছে যে কোনও চরিত্রকেই আমার পক্ষে জীবন্ত করে তোলা সহজ হয়।'
পর্দায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) -র বিপরীতেও কাজ করেছেন অপরাজিতা। 'কথামৃত'-তে তিনি ও কৌশিক গঙ্গোপাধ্যায়ের জুটি। অপরাজিতা বলছেন, '২জন মানুষ এক্কেবারে আলাদা। বুম্বাদা চার্ম। আর কৌশিকদা একেবারে অন্য ধাতুর অভিনেতা। আমি কেবল নিজের কাজটা মন দিয়ে করার চেষ্টা করি।'
ইন্ডাস্ট্রিতে কাউকে নিজের প্রতিযোগী বলে মনে হয়? অপরাজিতা বললেন, 'কখনোই নয়। আমার প্রতিযোগিতা নিজের সঙ্গে। আমি জানি, আজ এক পা এগোলে কাল ২ পা এগোব।' কখনও টাইপকাস্ট হয়ে যাওয়ার ভয় হয়? স্বভাবচিত হেসে অপরাজিতার উত্তর, 'আমি তো এক ধরনের চরিত্রই করি। কিন্তু টাইপকাস্ট কথাটায় আমি বিশ্বাসী নই। আমার মনে হয়, ২টো মানুষ, ২টো চরিত্র কখনও এক হতে পারে না। প্রত্যেকে প্রত্যেকের থেকে আলাদা। আমাদের মায়ের প্রত্যেকেই তো শাড়ি পরেন। তাই বলে কী তাঁরা সবাই এক?'