Aprana-Anjan on RG Kar: আরজি কর কাণ্ডে ন্যায় বিচার চেয়ে পথে নামতেই বিরূপ স্লোগান অপর্ণাকে ঘিরে, 'আমি চূড়ান্ত লজ্জিত' বললেন অঞ্জন
Aparna Sen and Anjan Dutt on RG Kar Issue: সোশ্যাল মিডিয়ায় একটি খোলা চিঠিতে অঞ্জন দত্ত লিখেছেন, 'অপর্ণা সেন, আমি লজ্জিত।'
কলকাতা: আরজি কর কাণ্ডে রাজ্য তোলপাড় গোটা রাজ্য। আর সেই ঘটনায় সরব হয়েছেন গোটা রাজ্যের বহু মানুষ। জুনিয়র চিকিৎসকেরা ধর্নায় বসেছেন, একাধিক জায়গায় বন্ধ রয়েছে আউটডোর। রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী। আর এই আন্দোলনের পাশে দাঁড়াতে গিয়ে নিজেই আন্দোলনের মুখে পড়েছেন অভিনেত্রী পরিচালক অপর্ণা সেন (Aparna Sen)। তাঁর বিরুদ্ধে স্লোগান তোলা হয় একাধিকবার। আর এই ঘটনায় এবার মুখ খুললেন অভিনেতা পরিচালক অঞ্জন দত্ত (Anjan Dutt)।
সোশ্যাল মিডিয়ায় একটি খোলা চিঠিতে অঞ্জন দত্ত লিখেছেন, 'অপর্ণা সেন, আমি লজ্জিত। আরজি করের ঘটনার প্রতিবাদ করতে গিয়ে আপনি যে পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, তার জন্য আমি লজ্জিত। আমি আরও অবাক হচ্ছি এটা দেখে যে আপনাকে যে সমস্ত পোস্টে অপমান করা হচ্ছে, সেখানে আমাদেরই ইন্ডাস্ট্রির সহকর্মীরা লাইকও করেছেন! রাজ্যের বেশিরভাগ রাজনৈতিক দলগুলি যখন নৈতিকভাবে দেউলিয়া হয়ে যায়, তখন তারা সেইসব বুদ্ধিমান এবং সংবেদনশীল ব্যক্তিদের চূড়ান্ত অপমান করেন, যাঁরা কোনও দলের অঙ্গুলি হেলনে চলেন না। তাঁদের তোষামোদ করেন না। আমি আমার কাজের বাইরের কোনও বিষয়েই কখনোই খুব সোচ্চার হইনি। এই বিষয়টা আমার স্বভাবযাত নয় বললেই হয়। তবে আপনি করেছেন, আমি আপনাকে তাই কুর্নিশ জানাচ্ছি। নিজের মাথা উঁচু রাখুন। এই শহরে যথেষ্ট সংবেদনশীল, বুদ্ধিমান, সৎ লোক রয়েছেন যাঁরা আপনার কণ্ঠস্বরের কদর করেন। আর, এই অন্ধকার সময়ে আপনার মতো একজন সাহসী মানুষেরই প্রয়োজন।'
অন্যদিকে আজ, আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছেন সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্র-ছাত্রী ও প্রাক্তনীরা। আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ মিছিলে হাঁটেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে কোনও কথা বলতে চাননি তিনি, মোমবাতি হাতে, জামায় কালো ব্যাজ পরে মিছিলে পা মেলান প্রসেনজিৎ। এদিন এই মিছিলে পা মিলিয়েছিলেন টোটা রায়চৌধুরীও। তিনি বলেন, 'একটা কোথাও তো আমাদের কন্ঠস্বরটা পৌঁছে দেওয়া দরকার। আমাদের কথা ছেড়ে দিন, শুনতে পাচ্ছেন তো বাচ্চা ছেলে মেয়েরা কী চাইছে? এদের একেবারে অন্তরের ভিতর থেকে এই দাবিটা আসছে, এটা শোনা দরকার।'আজকের মিছিয়ে পা মিলিয়েছিলেন অরিন্দম শীল। তিনি বলেন, 'এখন কেবল আমি, ও সে নয়... আরজি কর মেডিক্যাল কলেজে ধর্ষণ খুনের ঘটনায় যারা যারা জড়িত তাদের প্রত্যেকের কঠোর থেকে কঠোরতম সাজা হোক। আজ ফাদার বলেছিলেন শান্তিপূর্ণ মার্চ করা হবে প্রার্থনা করতে করতে। কিন্তু এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের বুকের মধ্যে যে যন্ত্রণাটা আছে সেটাকে তো লুকিয়ে রাখা যাবে না। আমাদের বাচ্চাদের একবারও বলতে হয়নি মিছিলে যাওয়ার কথা। আসলে কলকাতা তো এই ছবি আগে দেখেনি। কোথাও না কোথাও গিয়ে তো সবাই ভীষণ ভীষণ কষ্ট পাচ্ছে।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।