এক্সপ্লোর
Prosenjit-Tota-Arindam on RG Kar Issue: প্রসেনজিৎ, টোটা, অরিন্দম... আরজি কর কাণ্ডের ন্যায় বিচার চেয়ে পথে সেন্ট জেভিয়ার্সের ছাত্রছাত্রী ও প্রাক্তনীরা
Prosenjit-Tota-Arindam on RG Kar Doctor Death: কালো পোশাক পরে, প্ল্যাকার্ড হাতে নিয়ে আজ রাস্তায় নামেন সেন্ট জেভিয়ার্সের পড়ুয়া এবং প্রাক্তনীরা। অংশ নিয়েছিলেন একাধিক তারকারারাও।
কালো পোশাক পরে, প্ল্যাকার্ড হাতে নিয়ে আজ রাস্তায় নামেন সেন্ট জেভিয়ার্সের পড়ুয়া এবং প্রাক্তনীরা
1/10

আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। আর এবার সেন্ট জেভিয়ার্সের পড়ুয়া আর প্রাক্তনীরা রাস্তায় নেমে মিছিল করলেন আজ।
2/10

কালো পোশাক পরে, প্ল্যাকার্ড হাতে নিয়ে আজ রাস্তায় নামেন সেন্ট জেভিয়ার্সের পড়ুয়া এবং প্রাক্তনীরা। অংশ নিয়েছিলেন একাধিক তারকারারাও।
3/10

আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ মিছিলে হাঁটেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে কোনও কথা বলতে চাননি তিনি, মোমবাতি হাতে, জামায় কালো ব্যাজ পরে মিছিলে পা মেলান প্রসেনজিৎ।
4/10

এদিন এই মিছিলে পা মিলিয়েছিলেন টোটা রায়চৌধুরীও। তিনি বলেন, 'একটা কোথাও তো আমাদের কন্ঠস্বরটা পৌঁছে দেওয়া দরকার। আমাদের কথা ছেড়ে দিন, শুনতে পাচ্ছেন তো বাচ্চা ছেলে মেয়েরা কী চাইছে? এদের একেবারে অন্তরের ভিতর থেকে এই দাবিটা আসছে, এটা শোনা দরকার।'
5/10

আজকের মিছিয়ে পা মিলিয়েছিলেন অরিন্দম শীল। তিনি বলেন, 'এখন কেবল আমি, ও সে নয়... আরজি কর মেডিক্যাল কলেজে ধর্ষণ খুনের ঘটনায় যারা যারা জড়িত তাদের প্রত্যেকের কঠোর থেকে কঠোরতম সাজা হোক। আজ ফাদার বলেছিলেন শান্তিপূর্ণ মার্চ করা হবে প্রার্থনা করতে করতে। কিন্তু এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের বুকের মধ্যে যে যন্ত্রণাটা আছে সেটাকে তো লুকিয়ে রাখা যাবে না'
6/10

অরিন্দম শীল আরও বলেন, 'আমাদের বাচ্চাদের একবারও বলতে হয়নি মিছিলে যাওয়ার কথা। আসলে কলকাতা তো এই ছবি আগে দেখেনি। কোথাও না কোথাও গিয়ে তো সবাই ভীষণ ভীষণ কষ্ট পাচ্ছে'
7/10

সুরকার বিক্রম ঘোষ বলছেন, 'আমরা প্রথমে সাইলেন্ট মার্চ করছিলাম। যে শব্দটা ব্যবহার হচ্ছে সেটাই আমাদের সবার চাই। জাস্টিজ। বিচার চাই আমাদের সবার। আমরা সবাই একজোট হয়ে চাইছি ন্যায় বিচার আসুক।'
8/10

প্রত্যেকের পোশাকেই আজ ছিল সাদা আর কালো রঙ। প্রথমে ঠিক হয়েছিল এই মিছিল মৌন মিছিল হিসেবে যাবে, প্রার্থনা করতে করতে। কিন্তু তারপরে এই মিছিল মুখরিত হয়ে ওঠে ন্যায় বিচারের স্লোগানে। গলা মেলান সবাই।
9/10

এদিনের মিছিলে অংশ নিয়েছিলেন সেন্ট জেভিয়ার্স কলেজের প্রচুর ছাত্র ছাত্রী। উপস্থিত ছিলেন সেন্ট জেভিয়ার্স কলেজের ফাদারও। তিনিও মিছিলে পা মেলান।
10/10

মিছিল শেষে রাস্তায় মোমবাতি জ্বালিয়ে, আরজি করের নির্যাতিতাকে স্মরণ করে মিছিল শেষ করেন পড়ুয়া ও প্রাক্তনীরা
Published at : 16 Aug 2024 07:51 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















