Top Social Post: বিয়ের আসরে আরবাজের গান, সৌম্য-সন্দীপ্তার মধুচন্দ্রিমা, নজরে আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি
Top Social Post Today: আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন পোস্ট? নজর রাখা যাক আজকের সোশ্যালের সেরা পোস্টগুলির দিকে।
![Top Social Post: বিয়ের আসরে আরবাজের গান, সৌম্য-সন্দীপ্তার মধুচন্দ্রিমা, নজরে আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি Arbaaz Khan New Video gone Viral Sandipta went to a trip with Soumya know more about todays top social post Top Social Post: বিয়ের আসরে আরবাজের গান, সৌম্য-সন্দীপ্তার মধুচন্দ্রিমা, নজরে আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/29/3a3452d9c452be949627beb4647495b8170386753786049_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বিয়ের পরে ঘুরতে যাওয়ার সময় পাননি তিনি.. মুক্তি পেয়েছে তাঁর নতুন ওয়েব সিরিজ। সেই প্রচারের কাজেই ব্যস্ত ছিলেন তিনি। তবে... সেই কাজ সামলে আপাতত সন্দীপ্তা সেন (Sandipta Sen) আর সৌম্য মুখোপাধ্যায়ের (Soumya Mukherjee)-র ঠিকানা এখন পাহাড়। সোশ্যাল মিডিয়ার স্টেটাসে দেখা গেল সেই ঝলক। অন্যদিকে, গত ২৪ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আরবাজ খান (Arbaz Khan) ও শৌরা। তাঁদের বিয়ের অনুষ্ঠানের হাজির হয়েছিলেন আত্মীয়-বন্ধুবান্ধব থেকে শুরু করে বলিউডের একাধিক তাবড় শিল্পীরা (Bollywood Actors)। আর সেখানেই স্ত্রী'র উদ্দেশ্যে 'দাবাং' (Dabang)-এর রোমান্টিক ট্র্যাক 'তেরে মস্ত মস্ত দো ন্যান' গাইতে দেখা যায় অভিনেতাকে। আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন পোস্ট? নজর রাখা যাক আজকের সোশ্যালের সেরা পোস্টগুলির দিকে।
স্ত্রী'র জন্য আরবাজের গলায় রোম্য়ান্টিক গান, নেটদুনিয়ায় ভাইরাল ভিডিও
গত ২৪ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আরবাজ খান (Arbaz Khan) ও শৌরা। তাঁদের বিয়ের অনুষ্ঠানের হাজির হয়েছিলেন আত্মীয়-বন্ধুবান্ধব থেকে শুরু করে বলিউডের একাধিক তাবড় শিল্পীরা (Bollywood Actors)। আর সেখানেই স্ত্রী'র উদ্দেশ্যে 'দাবাং' (Dabang)-এর রোমান্টিক ট্র্যাক 'তেরে মস্ত মস্ত দো ন্যান' গাইতে দেখা যায় অভিনেতাকে। একহাতে মাইক ও একহাতে ফোন নিয়ে হাসি মুখে গান গাইছেন আরবাজ। আর সেইমুহূর্তই ক্য়ামেরাবন্দি করেছেন অনুষ্ঠানে আসা কোনও এক অতিথি। সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে (Insgram Profile) সেই ভিডিও শেয়ার করেছেন তিনি, যা ইতিমধ্য়েই ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্য়ে।
View this post on Instagram
অবশেষে ছুটি.. পাহাড়ের কোলে সৌম্য-সন্দীপ্তার মধুচন্দ্রিমা?
বিয়ের পরে ঘুরতে যাওয়ার সময় পাননি তিনি.. মুক্তি পেয়েছে তাঁর নতুন ওয়েব সিরিজ। সেই প্রচারের কাজেই ব্যস্ত ছিলেন তিনি। তবে... সেই কাজ সামলে আপাতত সন্দীপ্তা সেন (Sandipta Sen) আর সৌম্য মুখোপাধ্যায়ের (Soumya Mukherjee)-র ঠিকানা এখন পাহাড়। সোশ্যাল মিডিয়ার স্টেটাসে দেখা গেল সেই ঝলক। সদ্য 'হইচই' (Hoichoi)-তে মুক্তি পেয়েছে সন্দীপ্তার নতুন ওয়েব সিরিজ 'বোধন ২' (Bodhon 2)। সেই প্রচারের কাজেই ব্যস্ত ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অবশ্য এর ফাঁকেই তিনি শেয়ার করে নিয়েছেন 'ডিনার ডেট'-এর টুকরো ছবি। একটি পাঁচতারা হোটেলে বসে খাবার খেতে দেখা গিয়েছিল সদ্যবিবাহিত দম্পতিকে। তবে এবার.. সন্দীপ্তার ইনস্টাগ্রাম স্টেটাসে ভেসে উঠল পাহাড়ের দিন ও রাতের সৌন্দর্য্য। চাঁদের আলোয় অপূর্ব পাহাড়ের একটি ছোট্ট ভিডিও শেয়ার করে নিয়েছেন সন্দীপ্তা। কখনও আবার পাহাড়ি বনের মধ্যে আগুনের আঁচে শান্তির ছবি শেয়ার করে সন্দীপ্তা। অভিনেত্রী কোথায় গিয়েছেন তার হদিশ অবশ্য তিনি দিলেন না। কেবল স্টেটাসে ট্যাগ করে দিলেন সৌম্য মুখোপাধ্যায়কে। যা দেখে অনুরাগীদের ধারণা.. বিয়ের পরে অবশেষে ছুটি পেয়ে মধুচন্দ্রিমা কাটাচ্ছেন সন্দীপ্তা-সৌম্য।
আরও পড়ুন: Shah Rukh Khan: চোর সাজছেন না শাহরুখ ! 'ধুম ৪' নিয়ে জল্পনা কি মিথ্যে ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)