Shah Rukh Khan: চোর সাজছেন না শাহরুখ ! 'ধুম ৪' নিয়ে জল্পনা কি মিথ্যে ?
SRK on Dhoom 4: 'ধুম ৪' নিয়ে কোনও আপডেট ইতিমধ্যে নেই বলেই জানা যাচ্ছে। তার সঙ্গে যশরাজ ফিল্মসের হয়ে এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিটির চতুর্থ সিকোয়েলে শাহরুখকে কোনওভাবেই দেখা যাবে না, এমনটাই সূত্রের খবর।
নয়াদিল্লি: এক সপ্তাহ আগেই প্রেক্ষাগৃহে ফিরেছেন শাহরুখ খান (Shah Rukh Khan), চলতি বছরে তৃতীয়বার। মুক্তি পেয়েছে রাজকুমার হিরানি (Rajkumar Hirani) পরিচালিত 'ডাঙ্কি' (Dunki)। তিন ছবির দারুণ সাফল্যের হাত ধরে ২০২৩-কে বিদায় জানানোর অপেক্ষায় কিং খান। এরই মাঝে গুঞ্জন তাঁকে নাকি দেখা যাবে 'ধুম' (Dhoom) ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবিতে। সত্যিই কি তাই? কিছুদিন ধরেই সমাজমাধ্যমে জল্পনা চলছে 'ধুম ৪'-এ শাহরুখের অভিনয় নিয়ে। এবার সত্যিটা প্রকাশ্যে এল।
'ধুম ৪' (Dhoom 4) নিয়ে কোনও আপডেট ইতিমধ্যে নেই বলেই জানা যাচ্ছে। তার সঙ্গে যশরাজ ফিল্মসের হয়ে এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিটির চতুর্থ সিকোয়েলে শাহরুখকে কোনওভাবেই দেখা যাবে না, এমনটাই সূত্রের খবর। শাহরুখের অভিনয় করা শুধু নয়, ছবির কাস্টিংই এখনও সম্পূর্ণরূপে ঠিক হয়নি। এই সপ্তাহের শুরুর দিকেই 'ধুম ৪'-এ শাহরুখ এবং রামচরণের অভিনয়ের কথা ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।
২০২৩ সালে বক্স অফিসে ঝড় তুলেছেন শাহরুখ (Shah Rukh Khan)। প্রথমে 'পাঠান', তারপর 'জওয়ান', পরপর দুটি ছবিই বক্স অফিসে ১০০০ কোটির ক্লাবে পৌঁছেছে অনায়াসে। তবে আগামী বছরে কোন ছবি আসছে বা কী কাজ করবেন কিছুই সেভাবে জানাননি অভিনেতা। কিন্তু এরই মাঝে তাঁর অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড তৈরি করে ফেলেছেন, 'ধুম ৪' ছবিতে তাঁকে দেখা যাবে সেই তথ্য দিয়ে। যদিও এর কোনও নিশ্চিত তথ্য মেলেনি।
সোশ্যাল মিডিয়া এক্সে (পূর্ববর্তী ট্যুইটার) 'ধুম ৪' ট্রেন্ড করছে যেখানে অনুরাগীদের দাবি, এই ছবির জন্য পারফেক্ট কাস্ট হবেন শাহরুখ খান। এখানেই শেষ নয়। আরও একাধিক সূত্রের দাবি, 'ধুম ৪' ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যেতে পারে 'আর আর আর' অভিনেতা রাম চরণকে (Ramcharan)। শোনা যাচ্ছে প্রযোজনা সংস্থা 'যশ রাজ ফিল্মস' (YRF) এই ছবির জন্য ইতিমধ্যেই কিং খানের সঙ্গে প্রাথমিক কথাবার্তা সেরে ফেলেছেন এবং যে কোনও দিনই নাকি ঘোষণা করা হতে পারে ছবির কথা।
এর আগেও 'ধুম ৪' নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছে। শোনা গিয়েছিল, এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবিতে অভিনয় করবেন সলমন খান (Salman Khan)। যদিও পরবর্তীকালে সেই গুঞ্জন উড়িয়ে দেওয়া হয়। এছাড়া শোনা গিয়েছিল স্পাই ইউনিভার্সের পরবর্তী ছবি 'টাইগার ভার্সেস পাঠান'-এর জন্য একসঙ্গে কাজ করবেন শাহরুখ খান ও সলমন খান। ২০২৪ সালের জানুয়ারিতেই শ্যুটিং শুরুর কথা জানা গিয়েছিল।
আরও পড়ুন: Malaika Arora: 'একবার আঘাত পেয়েছি... আরবাজের বিয়ে হতেই আর কী বললেন মালাইকা ?