(Source: ECI/ABP News/ABP Majha)
New Bengali OTT Platform: অরিন্দম, কমলেশ্বর, সৃজিত, শ্রীলেখার নতুন গল্প নিয়ে আসছে নতুন এক ওটিটি প্ল্যাটফর্ম
Entertainment News Update Tollywood: ওয়েব প্ল্যাটফর্মের নির্মাতারা জানাচ্ছেন, প্রথমে সাতটি নতুন ওয়েব সিরিজ নিয়ে শুরু হবে এই প্ল্যাটফর্ম। এর মধ্যে রয়েছে অরিন্দম শীল পরিচালিত উনিশে এপ্রিল।
কলকাতা: বাংলা ওটিটির দুনিয়ায় একগুচ্ছ নতুন ওয়েব সিরিজ নিয়ে আসছে নতুন এক প্ল্যাটফর্ম। নাম 'ফ্রাইডে' (Fridaay)। একগুচ্ছ নতুন ওয়েব সিরিজ নিয়ে লঞ্চ হচ্ছে, ক্যামেলিয়া প্রযোজনা সংস্থার নতুন এই ওটিটি প্ল্যাটফর্ম। ইতিমধ্যেই বাংলা বিনোদনের বাজারে হইচই (Hoichoi), আড্ডাটাইমস (Adda Times)-এর মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলি রয়েছে। এবার এই সমস্ত প্ল্যাটফর্মকেই কড়া টক্কর দিতে আসছে, ফ্রাইডে। পুরনো নয়, নতুন একগুচ্ছ গল্পই এই ওয়েব প্ল্যাটফর্মের মূল আকর্ষণ হতে চলেছে বলে জানাচ্ছেন নির্মাতারা।
কী কী থাকছে এই প্ল্যাটফর্মে? ওয়েব প্ল্যাটফর্মের নির্মাতারা জানাচ্ছেন, প্রথমে সাতটি নতুন ওয়েব সিরিজ নিয়ে শুরু হবে এই প্ল্যাটফর্ম। এর মধ্যে রয়েছে অরিন্দম শীল (Arindam Shil) পরিচালিত উনিশে এপ্রিল। এছাড়াও রয়েছে সাগ্নিক চট্টোপাধ্যায় পরিচালিত 'লেডি চ্যাটার্জি', অরিন্দম চক্রবর্তী পরিচালিত, 'আমি নন্দিনী', আবু হায়াত মামুদ পরিচালিত 'ভালবাসা', কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত 'নাইট অফ ক্রাইম', দীপ মোদক পরিচালিক 'নিক্রো' ও কৌশিক কর পরিচাসিত, 'ফটাশ'।
কেবল এই সাতটি ওয়েব সিরিজ নয়, আগামী এক বছরের পরিকল্পনাও জানিয়েছে এই ওটিটি প্ল্যাটফর্মের নির্মাতারা। আর সেই তালিকায় রয়েছে একাধিক চমক। দীপাঞ্জন সুরঞ্জনা চন্দ ও সৌমিক চট্টোপাধ্যায়ের পরিচালনায় আসবে নতুন ওয়েব সিরিজ, 'মাতঙ্গী'। দেবালয় ভট্টাচার্য্য পরিচালনা করবেন নতুন ওয়েব সিরিজ 'পলিট্রিক্স' ও 'গোর্কির মা'-এর। অভিরূপ ঘোষ পরিচালনা করবেন ওয়েব সিরিজ 'ওঝা'। রঞ্জন ঘোষের পরিচালনায় আসছে 'রঙ বেরঙের কড়ি'। সৌভিক গুহ ও সাহিন আখতারের পরিচালনায় আসছে, 'ধর্মসংকট'। সায়ন্তন মুখোপাধ্যায় নিয়ে আসবেন নতুন ওয়েব সিরিজ '১৯৫৪'। অরিন্দম শীল নিয়ে আসবেন নতুন ওয়েব সিরিজ 'সাহেব বিবি জোকার'। জয়দীপ মুখ্যোপাধ্যায়ের পরিচালনায় আসছে 'মিসিং লিঙ্ক'। অভ্রজিৎ সেনের পরিচালনায় আসছে, 'গুলাবি রাতে'। এছাড়াও রয়েছে সাগ্নিক চট্টোপাধ্যায় পরিচালিত, 'বার্ড অফ প্যারাডাইজ়', উৎসব মুখোপাধ্যায়ের পরিচালনায় 'নাইট অ্যাভিনিউ', অরিন্দম চক্রবর্তীর পরিচালনায় 'শাহবাজ়', সংকেত বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় 'সৎপাত্র', কমলেশ্বরের পরিচালনায়, 'কে কে অ্যান্ড অ্যাসোশিয়েট', সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনার 'রেনেসাঁ', জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় 'বি বি বক্সী', শ্রীলেখা মিত্রের পরিচালনায় 'সুপারি কিলার', শমীক রায়চৌধুরীর পরিচালনায় 'টক্সিন', অরিন্দম শীলের পরিচালনায় 'ইস্কাবনের বিবি' ও ও সুজিত পাইনের 'মেঘ বাড়ি'। প্রত্যেকটা ওয়েব সিরিজই বিশেষভাবে তৈরি করা হচ্ছে এই প্ল্যাটফর্মের জন্য
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।