Arjun-Srjia: 'চিরকাল আমায় উন্নতির পথে এগিয়ে দাও', বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে স্ত্রীর সঙ্গে সম্পর্কের ১৮ বছর উদযাপন অর্জুনের
Arjun Chakraborty News: স্ত্রীয়ের সঙ্গে একগুচ্ছ ফটোশ্যুটের ছবি শেয়ার করে নিয়ে অর্জুন শেয়ার করে নিলেন ভালবাসার বর্ষপূর্তির কথা। ভালবাসার কথা লিখতে গিয়েই অর্জুন শেয়ার করে নিলেন অজানা এক গল্প।
কলকাতা: এখন তাঁর প্রোফাইল খুললে শুধুই স্ত্রী সৃজার (Srija Sen) সঙ্গে তাঁর ছবি। এ কি নিছক ভালবাসা নাকি কিছু প্রমাণ করার তাগিদ? সেই উত্তর কেবল জানেন অভিনেতা অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)। আজ সোশ্যাল মিডিয়ায়, স্ত্রীয়ের সঙ্গে একগুচ্ছ ফটোশ্যুটের ছবি শেয়ার করে নিয়ে অর্জুন শেয়ার করে নিলেন ভালবাসার বর্ষপূর্তির কথা। সেই বর্ষপূর্তির কথা, ভালবাসার কথা লিখতে গিয়েই অর্জুন শেয়ার করে নিলেন অজানা এক গল্প। ছোটবেলার গল্প। না বোঝা এক প্রেমের গল্প।
অর্জুন লিখছেন, 'আমাদের যখন প্রি-বোর্ড পরীক্ষার রেজাল্ট বের হল, দেখলাম আমার পরীক্ষার ফলাফল আগের অনেক বারের থেকে অনেক ভাল হয়েছে। আমাদের ক্লাসটিচার আমায় বললেন, 'কেউ তোমায় টেনে তুলেছে।' টিচার আমাদেরই ক্লাসের নতুন মেয়েটিকে ইঙ্গিত করেছিলেন। মেয়েটি তার আগের বছর আমাদের স্কুলে ভর্তি হয়েছিল আর তারপরে ২টো বছর প্রথম হয়েছিল। ক্লাসের অন্যান্যরা অবাক হয়েছিলেন, কেন রেজাল্ট ভাল হওয়া সত্ত্বেও শিক্ষিকা অর্জুনের প্রশংসা না করে ওই মেয়েটির প্রশংসা করছেন।' বুঝতে পারেননি স্বয়ং অর্জুনও। পরবর্তীতে বুঝতে পেরেছিলেন সেই কথার অর্থ।
অর্জুন লিখছেন, '২ দশক বাদে আমি বুঝতে পেরেছি আমায় সেই টেনে তোলার অর্থ কী? হ্যাঁ, ক্লাসের সেই নতুন মেয়েটাই আমায় টেনে তুলেছিল। প্রত্যেকটা শিক্ষক যেমন তাঁর ছাত্রকে উন্নতির পথে এগিয়ে দেন.. তুমিও সেটাই করেছো আমার সঙ্গে। একজন স্ত্রী যেমন তাঁর স্বামীর সঙ্গে থাকে, তাকে উন্নতির পথে এগিয়ে দেয় সবসময়, তুমি আমার মধ্যে থেকে আমার সেরাটা বের করে এনেছো। তোমায় অনেক ধন্যবাদ। তোমার তুমি থাকার জন্য ধন্যবাদ। আমাদের ভালবাসার ১৮ বছর পূর্তিতে.. আমায় চিরকাল এমনভাবেই টেনে তুলতে থাকো। তোমায় ভালবাসি।'
সদ্য প্রকাশ্যে এসেছিল সৃজা ও অর্জুনের সম্পর্কের ভাঙনের গুঞ্জন। তবে সেই সমস্ত গুঞ্জন উড়িয়ে এখন সৃজার সঙ্গে ভালবাসা উদযাপন করতেই ব্যস্ত অর্জুন।
View this post on Instagram
আরও পড়ুন: Dev-Swastika-Rukmini: এবার হাতে বন্দুক... দুই 'রানি'-কে নিয়ে এবার কী বার্তা দিতে চান দেব?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।