Arjun Kapoor: মালাইকার গর্ভবতী হওয়ার গুঞ্জন ওড়ালেন অর্জুন! কী বললেন তিনি?
Arjun Kapoor: মালাইকা আরোরা সন্তানসম্ভবা কিনা তা নিয়ে শুরু হয়েছিল জোর গুঞ্জন।
![Arjun Kapoor: মালাইকার গর্ভবতী হওয়ার গুঞ্জন ওড়ালেন অর্জুন! কী বললেন তিনি? Arjun Kapoor breaks silence on Malaika Arora's pregnancy rumours Arjun Kapoor: মালাইকার গর্ভবতী হওয়ার গুঞ্জন ওড়ালেন অর্জুন! কী বললেন তিনি?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/01/414a3ae6858ae3ec19e4f8eaace6cca8168559478583047_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: অর্জুন কাপুর এবং মালাইকা অরোরা বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি। সম্প্রতি তাঁরা আবারও উঠে এল খবরের শিরোনামে। এক বছর আগে, একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল যে মালাইকা গর্ভবতী। মালাইকার গর্ভাবস্থার গুজব ২০২২ সালের নভেম্বরে শুরু হয়েছিল৷ আর এবার অর্জুন কাপুর একটি ইনস্টাগ্রাম পোস্টে দাবিগুলি খারিজ করেন৷ পাশাপাশি তিনি বলেন, এই খবর সত্য় নয়। তাই বিভ্রান্তি ছড়ানো বন্ধ হোক।
মালাইকার গর্ভাবস্থার রিপোর্ট সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, অর্জুন বলিউড বাবলকে বলেন, “নেতিবাচকতাকে তুলে ধরা সহজ। আমার মনে হয়, মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য়ই এই ধরণের গুজব ছড়ানো হচ্ছে। আমাদের ব্যক্তিগত জীবন সবসময় খুব ব্যক্তিগত হয় না। তবে সেলিব্রিটিদেরও ব্য়াক্তিগত জীবন আছে, সেটাকে সম্মান জানানো উচিত।"
আরও পড়ুন...
Causes of Sweating: গরম বাড়ার সঙ্গে সঙ্গে আমরা ঘামতে শুরু করি কেন, এর পেছনে বৈজ্ঞানিক কারণ কী ?
উল্লেখ্য়, তাঁদের সম্পর্ক একেবারে খোলা খাতার মতো। একে অপরকে আগলে রাখতে, ভালবাসার স্বীকারোক্তিতে সবসময়েই অকপট তাঁরা। বলিউডের এই জুটিকে নিয়ে অনেক চর্চা থাকলেও সেই সবকিছুকে থোড়াই কেয়ার করে তাঁরা প্রমাণ করে দিয়েছেন, শেষ কথা বলে ভালবাসাই।
কিছুদিন আগে, এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে মুখ খুলেছিলেন মালাইকা অরোরা। এর আগেও একবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন মালাইকা। আরবাজ খানের (Arbaaz Khan)-এর সঙ্গে দীর্ঘ সম্পর্ক ছিল তাঁর। এই প্রাক্তন জুটির এক পুত্রও রয়েছে। সেই বৈবাহিক সম্পর্ক ভেঙে অর্জুনের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা। বয়সে অর্জুন অভিনেত্রীর থেকে বেশ কিছুটা ছোট হলেও তাঁদের রসায়ন নিয়ে কখনও কারও মনে প্রশ্ন ওঠেনি। একে অপরের মধ্যে ডুবে থাকেন তাঁরা। সেই সুর সাক্ষাৎকারের উত্তর দিতে গিয়ে ধরা পড়েছিল মালাইকার গলায়।
অভিনেত্রীর সোজাসাপ্টা জানিয়েছিলেন, 'অনেকেই ভাবেন আমি আর বিয়ের বন্ধনে বিশ্বাস করি না। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। আমি বিয়েতে বিশ্বাস করি। অর্জুনের সঙ্গে বিয়ের কথাও আমি ভেবেছি। আমি ভালবাসা, একসঙ্গে থেকে যাওয়ায় বিশ্বাসী। তবে হ্যাঁ, কবে বিয়ের পিঁড়িতে বসছি এই সময় আমি বেঁধে দেব না কখনোই। কারণ আমি বিশ্বাস করি জীবনে সব কিছু পরিকল্পনা মাফিক হয় না। আমার তো হয় ই না। জীবনে কিছু সিদ্ধান্ত হঠাৎ করেই আসে, হঠাৎ নিতে হয় আর সেটাই কাম্য।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)