Arnab Ipshita: বরফ গলল পাহাড়ে! ফের কাছাকাছি অর্ণব-ঈপ্সিতা
Arnab Ipshita's New Photo: ২০২২ এ আইনি বিয়ে আর আংটিবদল সেরেছিলেন ছোটপর্দার এই দুই তারকা। এরপরে অবশ্য অভিনেত্রী পা রেখেছেন বড়পর্দায়।
কলকাতা: 'এই ভাল এই খারাপ... প্রেম মানে মিষ্টি পাপ..' গানের কথা হলেও, কারও কারও প্রেমে তা সত্যিও বটে। কখনও তাঁরা সব বিশেষ দিনেই একে অপরের কাছাকাছি থাকেন, কখনও আবার তাঁদের মধ্যে এক ডিঙোতে না পারার দুরত্ব। তবে মনের টান থাকলেই দূরত্ব পেরিয়ে আসা যায়। ঠিক যেমনটা করতে পারলেন তাঁরা, অর্ণব বন্দ্যোপাধ্যায় (Arnab Banerjee) আর ঈপ্সিতা মুখোপাধ্যায় (Ipshita Mukherjee)। দূরত্ব কমল দার্জিলিংয়ের পাহাড়ের কোলে।
২০২২ এ আইনি বিয়ে আর আংটিবদল সেরেছিলেন ছোটপর্দার এই দুই তারকা। এরপরে অবশ্য অভিনেত্রী পা রেখেছেন বড়পর্দায়। করে ফেলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee)-র সঙ্গে একটি ছবিও। কিন্তু তার আগে থেকেই নাকি দূরত্ব বাড়ছিল এই জুটির মধ্যে। বর্ষশেষ হোক বা একে অপরের জীবনের বিশেষ দিন, সবসময়েই তাঁদের ছবি দেখা যেত পাশাপাশি। কিন্তু ছবি মুক্তি থেকে শুরু করে বর্ষশেষ, সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে দেখা যায়নি তাঁদের। এমনকি সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলেও মুখে কুলুপ এঁটেছিলেন তাঁরা।
আরও পড়ুন: Rani Mukherjee: 'গুলাম'-এর এই অপ্রাপ্তি এখনও ভুলতে পারি না, কেন এই মন্তব্য রানির?
তবে বসন্তে পাহাড়ের কোলে ফের একসঙ্গে অর্ণব ঈপ্সিতা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেতা নিজেই। তাঁদের মুখ স্পষ্ট বোঝা না গেলেও, বুঝতে অসুবিধা হয় না, মনোমালিন্য কাটিয়ে ফের একসঙ্গে সময় কাটাচ্ছেন তাঁরা। ঝাপসা সেই ছবির ক্যাপশানেও লেখা রয়েছে ওই শব্দই। ঝাপসা। অনুরাগীরা অবশ্য বেজায় খুশি প্রিয় জুটিকে একসঙ্গে দেখে। আইনি বিয়ের পরে সামাজিক বিয়েও সারার কথা ছিল তাঁদের। তবে সে নিয়ে এতদিন কোনও কথা বলেননি এই জুটি। তবে কী বরফ গলল পাহাড়ে গিয়েই? একসঙ্গে ছবি শেয়ার করে সেই ইঙ্গিতই দিয়েছেন তাঁরা।
দিদি নম্বর ওয়ানের মঞ্চে এসে প্রথম অর্ণবের সঙ্গে তাঁর প্রেমের স্বীকারোক্তি করেছিলেন ঈপ্সিতা। দুজনেই ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রী, প্রেমের শুরু সেখান থেকেই। সোশ্যাল মিডিয়ায় তাঁদের গাঢ় বন্ধুত্ব দেখে অনেকে প্রেমের কথা আঁচ করেছিলেন বটে, তবে তাতে শিলমোহরও পড়েছিল। সোশ্যাল মিডিয়ায় এখনও উজ্জ্বল তাঁদের সেই সমস্ত প্রেমের দলিল। দূরত্ব পেরিয়ে এক হোক অর্ণব ঈপ্সিতা, অনুরাগীদের কামনা সেটাই।
View this post on Instagram