Aruna Arya: আমেরিকা থেকে এসে তাজপুরে গানের শ্যুটিং! অভিজ্ঞতা ভাগ করলেন শিল্পী
নতুন কাজ ও শ্যুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে এবিপি লাইভের মুখোমুখি ভারতীয় ও আমেরিকান তারকা অরুণা আর্য গুপ্ত (Aruna Arya Gupta)।
কলকাতা: তাঁর জন্ম কলকাতাতে হলেও আপাতত তিনি আমেরিকাবাসী। লকডাউনে ঘরবন্দি হয়ে নিজের লেখা বেশ কিছু কবিতা মনে ধরেছিল তাঁর। মনে হয়েছিল তাঁর লেখাকে দর্শকের কাছে পৌঁছানো দরকার। প্রথমে পরিকল্পনা ছিল কবিতার বই প্রকাশ করবেন তিনি। কিন্তু তারপর মনে হল, কবিতাকে গানের রূপ দিলে কেমন হয়? যেমন ভাবা তেমনই কাজ। তৈরি হল, মুক্তি পেল, দর্শকদের মন জয় করল 'লজমি' (Laazmi)। নতুন কাজ ও শ্যুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে এবিপি লাইভের মুখোমুখি ভারতীয় ও আমেরিকান তারকা অরুণা আর্য গুপ্ত (Aruna Arya Gupta)।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এক মিলিয়নেরও বেশি মানুষ দেখে ফেলেছেন অরুণা আর্য গুপ্তের 'লজমি'। কেমন ছিল শ্যুটিংয়ের অভিজ্ঞতা? এবিপি লাইভকে অরুণা বলছেন, 'আমরা তাজপুরে শ্যুটিং করেছি। আমি বছর কলকাতা যাই কিন্তু তাজপুরে যাইনি কখনও। গ্রামের ভিতরে গিয়ে কয়েকটা দিন কাটানোর অভিজ্ঞতা দারুণ ছিল। আমরা খাবার পাচ্ছিলাম না একটা সময়। সেসময় গ্রামের মানুষ সাইকেলে করে আমাদের খাবার এনে দিয়েছিলেন। ওদের আন্তরিকতা মুগ্ধ করেছিল আমাদের। রাতে কটেজের বাইরে বসতাম আমরা। গান , আড্ডায়, গল্পে জমে উঠত আসর। গ্রামের মানুষেরা ভীষণ ভালো আর সরল। সবরকম সাহায্য করতেন আমাদের সবাইকে।'
আরও পড়ুন: Nora Fatehi: পূর্ব পরিচিতি ছিল না, মাত্র ৫ হাজার টাকা নিয়ে মুম্বইতে পা রেখেছিলেন নোরা ফতেহি!
করোনাকাল বিনোদনকে বন্দি করেছে ল্যাপটপ বা মোবাইলের পর্দায়। দাপট দেখাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম। বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে কী ভাবেন শিল্পী? অরুণা বলছেন, 'বিনোদনকে একেবারে হাতের মুঠোয় এনে দিয়েছে ওটিটি। আমার পরিকল্পনা রয়েছে ওটিটিতে একটা স্বল্পদৈর্ঘ্যের ছবি তৈরি করার। ইচ্ছা আছে সেখানে আমি অভিনয় করব। তবে যদি আমি উপযুক্ত হই তবেই। সামনেই আমার নতুন একটি গানের শ্যুটিং রয়েছে রাজস্থানে। সেখানে আমি রাজস্থানের রানি সাজব আর গানটি গাইবেন পিউ মুখোপাধ্যায়।'