Arunita Pavandeep: রসগোল্লার স্বাদ, ঠোঁটে বাংলা গান, অরুণিতার সঙ্গে কলকাতায় এসে 'বাঙালি বাবু' পবনদীপ
Arunita Pavandeep: ছোটপর্দার রিয়্যালিটি শো-এর মঞ্চ থেকে যাঁদের প্রেমের জল্পনা ছড়িয়ে পড়েছিল, সেই অরুণিতা কাঞ্জিলালের (Arunita Kanjilal) শহরে, তাঁরই সঙ্গে পা রাখলেন পবনদীপ। উস্কে দিলেন প্রেমের গুঞ্জন?
কলকাতা: দীর্ঘদিন পরে ঘরে ফিরলেন ঘরের মেয়ে। আর কলকাতার মেয়ের টানেই কী প্রথমবার কলকাতায় পা রাখলেন পবনদীপ রাজন (Pavandeep Rajan)? হবেও বা! কারণ ছোটপর্দার রিয়্যালিটি শো-এর মঞ্চ থেকে যাঁদের প্রেমের জল্পনা ছড়িয়ে পড়েছিল, সেই অরুণিতা কাঞ্জিলালের (Arunita Kanjilal) শহরে, তাঁরই সঙ্গে পা রাখলেন পবনদীপ। উস্কে দিলেন প্রেমের গুঞ্জন? নাকি ঝরঝরে বাংলার মিষ্টি সুরের যাদুতে ভুলিয়ে দিলেন সবটা?
সদ্য কলকাতার এই সংস্থার 'ই বাইক' উদ্বোধনের অনুষ্ঠানে হাজির ছিলেন সঙ্গীতশিল্পী পবনদীপ রাজন ও অরুণিতা কাঞ্জিলাল। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেত্রী রাইমা সেনও। ই বাইক উদ্বোধনের পরে আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। সেখানে একাধিক গানের সঙ্গে 'গাতা রহে মেরা দিন' গানে গলা মেলাল পবনদীপ-অরুণিতা।
আরও পড়ুন: Abir Chatterjee: বলিউডে বাংলার ব্যোমকেশের অভিষেক, মুক্তি পেল আবীরের প্রথম হিন্দি সিরিজের ঝলক
এবিপি লাইভের সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে বেশ কিছু ভিডিও। সেখানে পবনদীপ ভাগ করে নিয়েছেন, অরুণিতার সঙ্গে কলকাতার মঞ্চে অনুষ্ঠান করার জন্য উৎসুক তিনি। সলজ্জ মুখে প্রশংসা করেছেন কলকাতার বাঙালি খাবারেরও। বিশেষ করে জানিয়েছেন, এখানকার মিষ্টি নাকি তাঁর বেশ মনে ধরেছে। আর অরুণিতা? লাল পোশাকে পবনদীপের পাশেই ঝলমল করছিলেন তিনি। সঙ্গীতশিল্পী বলছেন, 'অনেকদিন পরে বাড়ি ফিরলাম। মা-বাবার সঙ্গে দেখা হল। ওঁনাদের আশীর্বাদ নিলাম। সবসময়েই কলকাতা আমার জন্য বিশেষ। এরপরে একসঙ্গে বাংলা গান শোনা গেল অরুণিতা আর পবনদীপের মুখে। 'আজ ঠোঁটের কোলাজ, থামাল কাজ.. মন তোমাকে ছুঁয়ে দিলাম।'
ইতিমধ্যেই একসঙ্গে মিউজিক অ্যালবাম বের করে ফেলেছেন পবনদীপ-অরুণিতা। আর সেই 'ইন্ডিয়ান আইডল' - এর সময় থেকেই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে হ্যাশট্যাগ অরুদীপ (#AruDeep)। এইসবে অবশ্য পাত্তা দিতে নারাজ পবনদীপ-অরুণিতা। মুম্বই থেকে ফিরে এবিপি লাইভকে (ABP LIVE) দেওয়া প্রথম সাক্ষাৎকারে পবনদীপকে নিয়ে অরুণিতা বলেছিলেন, 'আমরা ২ জন প্রচুর ডুয়েট গেয়েছি আইডলে। মানুষ সেটাকে ভালোবেসেছেন। মানুষের ভালো লেগেছে তাই তাঁরা এটা বলেন। আমি এগুলো নিয়ে খুব একটা ভাবি না।'