Aryan Khan Drug Case: আপাতত জেলেই রইলেন আরিয়ান খান, ফের স্থগিত জামিনের শুনানি
একইসঙ্গে স্থগিত হয়ে গেল মাদককাণ্ডে গ্রেফতার মুনমুন ধামেচা ও আরবাজ মার্চেন্টের জামিনের আবেদনের শুনানিও।
মুম্বই: আজ, ২৭ অক্টোবর, বুধবারও স্থগিত হয়ে গেল আরিয়ান খানের জামিনের শুনানি। আগামীকাল অর্থাৎ ২৮ অক্টোবর ফের মাদককাণ্ডে গ্রেফতার শাহরুখ পুত্রের জামিনের আবেদনের শুনানি হবে বলে জানিয়েছে বম্বে হাইকোর্ট। একইসঙ্গে স্থগিত হয়ে গেল মাদককাণ্ডে গ্রেফতার মুনমুন ধামেচা ও আরবাজ মার্চেন্টের জামিনের আবেদনের শুনানিও।
ওঁদের তিনজনের আইনজীবীই আদালতে জামিনের আবেদন রেখেছেন আজ, বুধবার। এনসিবির পক্ষ থেকে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অনিল সিংহ আগামীকাল নিজের বক্তব্য পেশ করবেন।
Drugs-on-cruise case: Lawyers of accused Aryan Khan, Munmun Dhamecha & Arbaz Merchant conclude arguments on their bail applications before Bombay HC; ASG Anil Singh for NCB will respond to the arguments tomorrow pic.twitter.com/M3Cb88m4fK
— ANI (@ANI) October 27, 2021
এর আগে বিশেষ আদালত বলেছিল, হোয়াটস্যাপ চ্যাট থেকে প্রাথমিত দৃষ্টিতে প্রমাণ হয় যে, আরিয়ান খান মাদক কারবারীদের সঙ্গে যুক্ত ছিলেন। আদালত আরবাজ মার্চেন্ট (২৬) ও মুনমুন ধমেচা (২৮)-এর জামিনের আর্জিও খারিজ করে দিয়েছিল। নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) গত ৩ অক্টোবর মুম্বই উপকূল থেকে এক প্রমোদ তরী থেকে মাদক বাজেয়াপ্ত হওয়ার ঘটনায় এই তিন সহ আরও কয়েকজনকে গ্রেফতার করেছিল। আরিয়ান সহ ধৃত তিনজন আপাতত বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। আরিয়ান ও মার্চেন্টকে আর্থার রোড জেলে রাখা হয়েছে। অন্যদিকে, ধমেচা বাইকুল্লার মহিলা জেলে বন্দি। তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনের আওতায় মাদক পদার্থ রাখা, তার ব্যবহার ও পাচারের অভিযোগ রয়েছে। এই মামলায় এখনও পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। মুম্বই হাইকোর্টে আরিয়ানের আর্জির শুনানি আজ কখন হবে তার সময় এখনও জানা যায়নি।
আরও পড়ুন: Mumbai Drugs Cruise Case: মাদককাণ্ডে ঘুষ নেওয়ার অভিযোগে বয়ান রেকর্ড সমীর ওয়াংখেড়ের