Aryan Khan: দক্ষিণ দিল্লিতে সম্পত্তি ক্রয় তারকাপুত্র আরিয়ানের, বাড়িটির সঙ্গে শাহরুখ-গৌরীর বিশেষ যোগ রয়েছে
SRK-Gauri: দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের একটি বিশেষ বিল্ডিংয়ের দুটি তলা কিনলেন আরিয়ান খান। সূত্রের খবর, এই সম্পত্তি কিনতে ৩৭ কোটি টাকা ব্যয় করেছেন তিনি।
নয়াদিল্লি: দক্ষিণ দিল্লিতে (South Delhi) সম্পত্তি ক্রয় করলেন শাহরুখ খানের (Shah Rukh Khan) ছেলে আরিয়ান (Aryan Khan)। এমনই খবর সূত্রের। তবে জানেন কি, যে প্রপার্টি তারকা পুত্র কিনেছেন, তার সঙ্গে বিশেষ যোগ রয়েছে শাহরুখ-গৌরীর? নিজের আয় দিয়ে অতীতে প্রাণ প্রতিষ্ঠা করলেন উঠতি পরিচালক?
দিল্লিতে বাসস্থান ক্রয় করলেন আরিয়ান খান
দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের একটি বিশেষ বিল্ডিংয়ের দুটি তলা কিনলেন আরিয়ান খান। সূত্রের খবর, এই সম্পত্তি কিনতে ৩৭ কোটি টাকা ব্যয় করেছেন তিনি। তবে এই বাড়ির একতলা ও দোতলা ইতিমধ্যেই শাহরুখ ও গৌরীর কেনা, যাঁরা কর্মজীবনের শুরুর বছরগুলো এখানে কাটিয়েছিলেন।
দ্য ইকনমিক টাইমস সূত্রে খবর, এই ক্রয়ের রেজিস্ট্রেশন হয় চলতি বছরের মে মাসে এবং ২.৬৪ কোটি টাকা স্ট্যাম্প ডিউটি হিসেবে দেওয়া হয়। ২০২৩ সালে শোনা যায়, শাহরুখের মেয়ে সুহানা আলিবাগে একটি সম্পত্তি কিনেছেন। মুম্বইয়ের ধনী ও জনপ্রিয় মানুষদের জন্য সমুদ্রমুখী গন্তব্যস্থল বলেই পরিচিত ওই স্থান। যার দাম ১২.৯১ কোটি টাকা।
অন্য়দিকে গুরুতর অসুস্থ কিং খান। গত ২১ মে আমদাবাদে IPL-এ কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ম্যাচ দেখতে গিয়ে হিটস্ট্রোকে আক্রান্ত হন শাহরুখ খান। ভর্তি করা হয় তাঁকে হাসপাতালে, এবং একদিন পর ছেড়ে দেওয়া হয়। এবার ফের চিকিৎসার প্রয়োজন পড়ল অভিনেতার। একাধিক জাতীয় সংবাদ প্রতিবেদন সূত্রে খবর, চোখের চিকিৎসার (Eye Treatment) জন্য বিদেশ পাড়ি দিয়েছেন কিং খান।
শোনা যাচ্ছে মঙ্গলবার মার্কিন মুলুকে পাড়ি দিয়েছেন শাহরুখ খান। সূত্রের খবর, সেখানেই চোখের চিকিৎসা করাবেন। বলিউড হাঙ্গামা সূত্রে খবর, 'সোমবার, ২৯ জুলাই, চোখের চিকিৎসার জন্য শাহরুখ খান মুম্বইয়ের এক হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু পরিকল্পনা মাফিক চিকিৎসা হয়নি। যে ক্ষতি হয়েছে তা শুধরাতে তাঁকে তড়িঘড়ি আমেরিকা নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।' যদিও অভিনেতার চোখে ঠিক কী হয়েছে, কী ধরনের চিকিৎসা করাতে হয়েছে বা কী সমস্যা হয়েছে বা অস্ত্রোপচার হয়েছে বা হবে কি না, তেমন কোনও তথ্য দেওয়া হয়নি সূত্রের তরফে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।