Feluda Exclusive: 'সোশ্যাল মিডিয়ার মন্তব্যে কান দিলে চলবে না, বুঝে গিয়েছি'
Sandip Roy Feluda: 'হত্যাপুরী'-র পরে 'নয়ন রহস্য', আগের ছবিটা কী সাহস দিয়েছিল আয়ুষ আর অভিজিৎকে?
![Feluda Exclusive: 'সোশ্যাল মিডিয়ার মন্তব্যে কান দিলে চলবে না, বুঝে গিয়েছি' Avijit Guha and Ayush Das shares their experience of working in Noyon Rohossyo Sandip Roy Feluda Feluda Exclusive: 'সোশ্যাল মিডিয়ার মন্তব্যে কান দিলে চলবে না, বুঝে গিয়েছি'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/29/7bdcf5215062b4e524d13e472670ed70171439138733149_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: যখন প্রথম প্রকাশ্যে এসেছিল ছবির কাস্টিং.. বেশ মিশ্র প্রতিক্রিয়াই পেয়েছিলেন তাঁরা। বেশির ভাগটাই খারাপ.. অনেকেরই মত ছিল, তাঁদের নাকি মানাবে না তোপসে আর জটায়ু হিসেবে। নেতিবাচক মন্তব্য প্রথমদিকে প্রভাব ফেলেছিল তাঁদের মনের ওপরেও। কিন্তু কোন মন্ত্রে নিজেদের তৈরি করেছিলেন তাঁরা? ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজেদের ফেলুদার দুই সহকারী হিসেবে তৈরি করাও সহজ ছিল না। 'হত্যাপুরী' কতটা সাহস দিয়েছিল তাঁদের? এবিপি লাইভ (ABP Live) শুনল পর্দার তোপসে আর জটায়ু অর্থাৎ আয়ুষ দাস (Ayush Das) ও অভিজিৎ গুহ (Avijit Guha)-র মনের কথা।
'হত্যাপুরী'-র পরে 'নয়ন রহস্য', আগের ছবিটা কী সাহস দিয়েছিল আয়ুষ আর অভিজিৎকে? প্রশ্ন শুনে একটু হেসে অভিজিৎ আয়ুষকে বললেন, 'তুই শুরু করবি?' পাল্টা হেসে আয়ুষ বললেন, 'নাহ তুমিই বলো।' এরপরে অভিজিৎ বলতে শুরু করলেন, 'যখন প্রথম আমাদের কাছে এই চরিত্রের অফার এল, আমরা প্রায় কুঁকড়ে ছিলাম। এই চরিত্রে অভিনয় করতে পারব কি না সেটা নিয়ে নয়.. মানুষজনের প্রতিক্রিয়া দেখে। দেখলাম, যাঁরা ছবি বানান না, তাঁরাই আমাদের নিয়ে চিন্তিত হয়ে পড়লেন সবচেয়ে বেশি। সবাই ভেবেই নিলেন, আমাদের দিয়ে হবে না। তবে ঠিক কেন যে পছন্দ না, সেটা তাঁরা বললেন না, আমরাও বুঝলাম না। আমরা তো কারোও প্রেমিক হতে চাইনি, বিয়েও করতে চাইনি। যা হোক, কিছুদিন বাদে বুঝলাম সবার কথায় কান দিলে চলবে না। আবির আমায় বলেছিল, ছবি মুক্তির আগে সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে সরে যেতে। যিনি ছোটপর্দা ও বড়পর্দা মিলিয়ে সবচেয়ে বেশি ফেলুদা পরিচালনা করেছেন, তিনিই বুঝুন মানাবে কি না.. এরপরে হত্যাপুরী মুক্তি পেল। দেখলাম, অনেকেই অনেক কথা বললেন। তবে কিছু মানুষের ভাল ও লাগল। বিশেষ করে আমার চরিত্রটা। আমি কখনও কারও নকল করতে চাইনি। অনেকের মতেই, সেইদিক থেকে ১টা নম্বর অন্তত বেশি পাব আমি।'
আর আয়ুষ? তিনি একটু হেসে বললেন যে, ইন্দ্রনীলদা আর রাণা আঙ্কলের (অভিজিতের ডাক নাম) একটা কথা আমি প্রথম থেকে শুনেছিলাম। ওরা বলেছিলেন, এইসব সোশ্যাল মিডিয়া থেকে ছবির কাজের সময়টা দূরে থাকতে। প্রথম প্রথম আমারও খারাপ লাগত ভীষণ, কিন্তু ওঁদের কথা শুনে কমেন্ট পড়া ছেড়েছিলাম। সবাই বলেছিলেন কাজটা মন দিয়ে করতে পরিচালকের কথা শুনে। তবে শুধুই যে খারাপ মন্তব্য শুনেছি তা নয়। গাড়ি থেকে সবে নেমেছি আর মাঝ রাস্তায় একজন মধ্যবয়স্ক মানুষ এসে, গাড়ি থামিয়ে চিৎকার করে বলেছেন, 'তুমি তোপসে না'! সেলফি তুলতে চেয়েছে.. এই ঘটনাগুলো অনুপ্রেরণা যোগায়।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)