Badhon on Bangladesh Situation: কেউ ফেরত দিয়েছেন লুঠ করা শাড়ি, কেউ রাস্তা পরিষ্কার করছেন..বাংলাদেশের অন্য ছবি তুলে ধরছেন বাঁধন
Azmeri Haque Badhon on Bangladesh: বাংলাদেশের আন্দোলনে রাস্তায় দেখা গিয়েছিল তাঁকে, যোগদান করেছিলেন। কিন্তু তারপরেই, সোশ্যাল মিডিয়ায় বাঁধন লিখছেন, 'এখনই সহিংসতা ও অগ্নিসংযোগ বন্ধ করার ডাক দিচ্ছি।'
কলকাতা: তিনি আন্দোলন করতে রাস্তায় নেমেছিলেন। ছাত্রদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পথনাটিকা করেছেন, স্লোগান দিয়েছেন আন্দোলনের। কিন্তু তার পরে? ছবিটা যখন বদলে গেল? গান-পথনাটিকার সংস্কৃতি যখন বদলে গেল সহিংস আন্দোলনে, তখন যারপরনাই ব্যথিত তিনি। যাঁর সোশ্যাল মিডিয়া জুড়ে ছিল আন্দোলনের ভাষা, তিনিই এবার ডাক দিলেন শান্ত হওয়ার জন্য। হিংসা বন্ধ করার জন্য। তিনি অভিনেত্রী আজমেরি হক বাঁধন (Azmeri Haque Badhon)।
বাংলাদেশের আন্দোলনে রাস্তায় দেখা গিয়েছিল তাঁকে, যোগদান করেছিলেন, গলা ফাটিয়েছিলেন। কিন্তু তারপরেই, সোশ্যাল মিডিয়ায় বাঁধন লিখছেন, 'এখনই সহিংসতা ও অগ্নিসংযোগ বন্ধ করার ডাক দিচ্ছি। আমি সবাইকে শান্ত থাকার এবং শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করছি। সাম্প্রদায়িক সহিংসতার খবর গভীরভাবে উদ্বেগজনক এবং তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। আমাদের কষ্টার্জিত স্বাধীনতা অর্থহীন যদি আমাদের হিন্দু ভাই-বোন এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ করা হয়। আমরা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলাম, কিন্তু বর্তমান সহিংসতা নিন্দনীয়। এই বিপ্লব অযৌক্তিক আক্রমণের কারণে কলঙ্কিত হতে দেওয়া যাবে না। আমরা প্রতিবাদকারীদের কাছে অনুরোধ করছি, শান্ত হয়ে দাঁড়িয়ে থাকুন এবং সেনাবাহিনীকে ছাত্রদের সাথে সরাসরি আলোচনা করতে দিন, যারা আবারও আমাদের জাতিকে রক্ষা করেছে। আসুন, আমরা একসাথে একটি শান্তিপূর্ণ সমাধান এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য কাজ করি। দয়া করে বাড়ি ফিরে যান এবং সকল ধরণের সহিংসতা প্রত্যাখ্যান করুন।'
শুধু তাই নয়, বাঁধনের প্রোফাইল জুড়ে এখন শুধুই ইতিবাচক খবর। যেখানে ভাইরাল হচ্ছে সংসদ ভবন লুঠ করে নিয়ে যাওয়ার ছবি, সেখানে বাঁধনের প্রোফাইলে দেখা যাবে অনেকেই নাকি সংসদ ভবনের জিনিস ফেরত দিয়েছেন। যেখানে ভাইরাল হচ্ছে ব্রীজ থেকে মৃতদেহ ঝুলিয়ে রাখার দৃশ্য, সেখানে বাঁধন প্রচার করতে চাইছেন সেই সমস্ত ছাত্রদের কথা যারা ঝাঁটা হাতে রাস্তায় নেমেছে। রাস্তা পরিস্কারে। লুঠের পরে সংসদভবনও পরিষ্কার করেছেন নিজের হাতে। যেখানে গোটা বাংলাদেশ জ্বলছে, সেখানেই বাঁধন তুলে ধরতে চাইছেন টুকরো টুকরো ইতিবাচক ছবি। তার মধ্যে কখনও রয়েছে মুসলিমদের ভারত সেবাশ্রম পাহারা দেওয়ার ছবি তো কখনও রয়েছে হিংসা প্রত্যাহার করা, দেশকে শান্ত করার ডাক।
বাঁধনের ডাকে সাড়া দেবেন আন্দোলনকারীরা? কবে শান্ত হবে বাংলাদেশ? অপেক্ষার প্রহর গুনছে শান্তিপ্রিয় মানুষেরা।
আরও পড়ুন: 'এভাবে মৃত্যু কারও প্রাপ্য নয়', নিহত সহ-অভিনেতা শান্ত খান! শোকস্তব্ধ কৌশানী মুখোপাধ্যায়
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।