এক্সপ্লোর
Advertisement
বাহুবলী তাঁর বাজারদর বাড়িয়েছে, বললেন রানা ডাগ্গুবাতি
নয়াদিল্লি: তাঁর কেরিয়ারকে বদলে দিয়েছে বাহুবলী। ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষ এখন একজন শিল্পী হিসেবে তাঁর ওপর বেশি ভরসা রাখছেন। বললেন রানা ডাগ্গুবাতি। ৩২ বছরের রানা ছবিতে বল্লাল দেবের চরিত্রে রয়েছেন।
বাহুবলীর সাফল্য তাঁকে পরীক্ষামূলক ছবিতে কাজ করার সাহস যুগিয়েছে, বলেছেন রানা। তাঁর কথায়, বাহুবলী প্রথম ভাগ না হলে সাবমেরিন যুদ্ধের ওপর ছবি দ্য গাজি অ্যাটাক করা তাঁর পক্ষে কঠিন হত। এখন তিনি নানা ধরনের ছবি করতে পারেন, নানা ভাষায় বলতে পারেন নানা সমাজের গল্প।
বাজেটের বাইরে কেরিয়ারের ৫টা বছর রানা সহ গোটা বাহুবলী টিম খরচ করেছে পরিচালক এস এস রাজামৌলীর এই স্বপ্ন বিনির্মাণে। রানা জানিয়েছেন, এই টিমের সঙ্গে এতদিন কাজ করা তাঁর ওপর বিরাট প্রভাব ফেলেছে। বাহুবলীর সেটে যা শিখেছেন, তা ভবিষ্যতে তাঁর কাজে প্রভাব ফেলবে।
দেশে যেভাবে ছবি তৈরি হয়, তার ধরন বদলে দেবে বাহুবলী, আশা করছেন রানা। ছবির প্রথমার্ধ করতে গিয়ে খরচ বাজেট ছাড়িয়ে যায় কিন্তু তাতে কেউ দমেননি। ৫ বছর ধরে লেগেছিলেন এই প্রকল্পে, আর তার ফল এখন সকলের চোখ ধাঁধিয়ে দিয়েছে।
বাহুবলীর জন্য তাঁকে চূড়ান্ত পর্যায়ে রাখতে হয়েছিল ফিটনেস। কিন্তু এখন সেই হাড়ভাঙা জিম রুটিন থেকে নিজেকে আপাতত ছুটি দিয়েছেন রানা। তাঁর আগামী ছবি একটি রাজনৈতিক থ্রিলার, ভাষা তেলেগু। তারপর তিনি করবেন ১৯৪৫-এর প্রেক্ষাপটে একটি প্রেমের গল্প।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement