কবে মুক্তি পাবে 'বধাই দো'? ঘোষণা করলেন রাজকুমার রাও
'বধাই দো' ছবিটি পরিচালনা করছেন হর্ষবর্ধন কুলকার্নি। ছবির গল্প লিখেছেন সুমন অধিকারী এবং অক্ষত ঘিলদিয়াল। এই ছবিতে অভিনেতা রাজকুমার রাওকে একজন পুলিশকর্মীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
মুম্বই : ২০১৮-তে মুক্তি পেয়েছিল আয়ুষ্মান খুরানা, সনয়া মলহোত্রর ছবি 'বধাই হো'। ছবিটি দর্শকদের কাছে খুবই প্রশংসিত হয়েছিল। এবার সেই ছবিরই সিক্যুয়েল আসতে চলেছে। ছবির নাম 'বধাই দো' (Badhaai Do)। তবে, ছবির অভিনেতা-অভিনেত্রীদের তালিকায় অনেক পরিবর্তন এসেছে। আগের ছবিতে আয়ুষ্মান খুরানা থাকলেও, সিক্যুয়েলে রয়েছেন রাজকুমার রাও (Rajkumar Rao)। সঙ্গে অভিনেত্রী হিসেবে দেখা যাবে ভূমি পেড়নেকরকে (Bhumi Pednekar)।
করোনা পরিস্থিতিতে সিনেমাহল বন্ধ থাকায় বলিউডে একাধিক ছবির মুক্তি আটকে ছিল। মহারাষ্ট্র সরকার সিনেমাহল খোলার ঘোষণা করার পর থেকেই বলিউডের একাধিক আটকে থাকা ছবি মুক্তির দিন ঘোষণা করেছেন পরিচালক, প্রযোজক, অভিনেতা, অভিনেত্রীরা। যশরাজ ফিল্মস থেকে আমির খান প্রোডাকশন, রণবীর সিং থেকে টাইগার শ্রফ, প্রত্যেকেই নিজের নিজের ছবি মুক্তির দিন ঘোষণা করেছেন। এবার আগামী ছবি 'বধাই দো'-র মুক্তির দিন ঘোষণা করলেন রাজকুমার রাও।
আরও পড়ুন - Celebrities Update: ভিকি কৌশলের সঙ্গে বিয়ের গুঞ্জনের মাঝেই ছবি পোস্ট, জল্পনা বাড়ালেন ক্যাটরিনা?
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'বধাই দো' ছবির মুক্তির দিন ঘোষণা করে রাজকুমার রাও লিখেছেন, 'সিনেমাহল তৈরি। আপনারা তৈরি। তাহলে আমরাও তৈরি। আগামী বছর প্রজাতন্ত্র দিবস আসছে। আমরা এবং আপনারা মিলে সিনেমাহলে উদযাপন করব। তাহলে দিন দেখা যাক! আর শুভেচ্ছা নয় 'বধাই' দিন'।
প্রসঙ্গত, 'বধাই দো' ছবিটি পরিচালনা করছেন হর্ষবর্ধন কুলকার্নি। ছবির গল্প লিখেছেন সুমন অধিকারী এবং অক্ষত ঘিলদিয়াল। এই ছবিতে অভিনেতা রাজকুমার রাওকে একজন পুলিশকর্মীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। আর অভিনেত্রী ভূমি পেড়নেকরকে দেখা যাবে শারীরশিক্ষার একজন শিক্ষিকার চরিত্রে। রাজকুমার রাওয়ের মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শিবা চাড্ডাকে। আয়ুষ্মানের 'বধাই হো' ছবির মতোই দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিতে পারে কিনা রাজকুমারের 'বধাই দো', তা ছবি মুক্তির পরই জানা যাবে।