Mrunal-Badshah: বিনোদন দুনিয়ায় নতুন প্রেমের গুঞ্জন! হাতে হাত রেখে দীপাবলি পার্টিতে ক্যামেরাবন্দি ম্রুণাল-বাদশাহ
Dating Rumours: অভিনেত্রী ম্রুণাল ঠাকুর ও সঙ্গীতশিল্পী বাদশাহের ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে তাঁরা শিল্পা শেট্টির পার্টি থেকে বের হচ্ছে হাতে হাত ধরে। একে অপরের হাত ধরে আছেন শক্ত করে।
নয়াদিল্লি: অভিনেত্রী ম্রুণাল ঠাকুর (Mrunal Thakur) আর সঙ্গীতশিল্পী বাদশাহ (Badshah) কি ডেট করছেন? সম্পর্কে জড়িয়েছেন বিনোদন জগতের দুই তারকা? সম্প্রতি শিল্পা শেট্টির দীপাবলি পার্টির একটি ভাইরাল হওয়া ভিডিও দেখে এমনই আন্দাজ নেটিজেনদের (dating rumours)।
বিনোদন দুনিয়ায় নতুন প্রেমের গুঞ্জন!
বলিউডে একাধিক তারকার বাড়িতেই দীপাবলির পুজো ও পার্টির আয়োজন করা হয়। সেখানে আমন্ত্রিত থাকেন ইন্ডাস্ট্রির একাধিক মানুষ। সম্প্রতি শিল্পা শেট্টির বাড়িতে আয়োজন করা হয় দিওয়ালির অনুষ্ঠানের। সেখানে একাধিক তারকার সঙ্গেই হাজির ছিলেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর, Rapper বাদশাহ্। আর সেই অনুষ্ঠানেরই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
অভিনেত্রী ম্রুণাল ঠাকুর ও সঙ্গীতশিল্পী বাদশাহের ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে তাঁরা শিল্পা শেট্টির পার্টি থেকে বের হচ্ছে হাতে হাত ধরে। একে অপরের হাত ধরে আছেন শক্ত করে। সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এক নেটিজেন লিখেছেন, 'ম্রুণাল ও বাদশাহ গতকাল শিল্পা শেট্টির দীপাবলি পার্টিতে। ওঁরা কি ডেট করছেন?' অনেকেই এর মন্তব্যে লিখেছেন, 'আনলাইকলি কাপল অ্যালার্ট' অর্থাৎ 'অপ্রত্যাশিত জুটি'।
ম্রুণাল ও বাদশাহ একে অপরের হাত ধরে শিল্পা শেট্টির পার্টি থেকে বেরিয়ে অপেক্ষায় দাঁড়িয়ে থাকা গাড়িতে ওঠেন। এই ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় অনেকেই মনে করছেন যে তাঁরা ডেট করছেন।
সবুজ এথনিক লেহঙ্গায় দেখা গেল 'সীতা রামাম' অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে। কালো শেরওয়ানি ধরনের পোশাকে সেজেছিলেন বাদশাহ। অভিনেত্রীকে বাদশাহর সামনে সামনে হাঁটতে দেখা যায়। পার্টির অন্দরের দুটি ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন অভিনেত্রী। তার একটি ছবিতে দেখা গেল পার্টির হোস্ট শিল্পার সঙ্গে পোজ দিয়েছেন ম্রুণাল ও বাদশাহ।
ম্রুণাল ও বাদশাহের সম্পর্কে জড়ানোর প্রসঙ্গে মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের। অনেকেরই বক্তব্য, এমন জুটি তাঁরা প্রত্যাশাই করেননি। একজন লেখেন, 'আমি কখনওই ওঁদের জুটি হিসেবে আশা করিনি। বাহ্। সত্যিই বাহ্।' অপর একজন লেখেন, 'বাদশাহ বিবাহিত না? এক সন্তানও আছে না ওঁর?' প্রসঙ্গত, বাদশাহের প্রথম পক্ষের স্ত্রী জ্যাসমিন মাসিহ্। ২০২০ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তাঁদের এক কন্যা সন্তানের জন্ম হয় ২০১৭ সালে, নাম জেসেমি। অপর এক নেটিজেন লেখেন, 'নিশ্চয়ই একে অপরকে বিদায় জানাচ্ছিলেন তখন। এটা যেন সত্যি না হয়... তাছাড়া ম্রুণালের এক তেলুগু অভিনেতার সঙ্গে সম্পর্কের গুঞ্জনও ছড়িয়েছিল না?' চলতি মাসের শুরুতেই ম্রুণাল ঠাকুর তেলুগু অভিনেতাকে বিয়ে করার পরিকল্পনার গুঞ্জন ভুয়ো বলে উড়িয়ে দেন।
আরও পড়ুন: Salman Khan: প্রেক্ষাগৃহের অন্দরে ফাটল বাজি! 'অত্যন্ত বিপজ্জনক', বললেন সলমন 'টাইগার' খান
এই প্রসঙ্গে স্বভাবতই কেউই মুখ খোলেননি। তবে আবার কথায় বলে, যা রটে তার কিছু তো বটেই! আসল কথা কী, নিশ্চয়ই ভবিষ্যৎ বলবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন