এক্সপ্লোর
‘সাহো’-র পর এমন হয়েছেন ‘বাহুবলী’ প্রভাস, ছবি ভাইরাল
![‘সাহো’-র পর এমন হয়েছেন ‘বাহুবলী’ প্রভাস, ছবি ভাইরাল Bahubali fame actor prabhas photos gone viral ‘সাহো’-র পর এমন হয়েছেন ‘বাহুবলী’ প্রভাস, ছবি ভাইরাল](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/11/19160336/index-3.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: দক্ষিণ ভারতীয় সিনেমার তারকা অভিনেতা প্রভাসের কয়েকটি ছবি সামনে এল। ছবিতে তাঁর ওজন বেশ বেড়ে গিয়েছে বলে মনে হচ্ছে। এই ছবি সুপারহিট সিনেমা ‘বাহুবলী’-র পরিচালক এস এস রাজামৌলির আগামী সিনেমা ‘আরআরআর’-এর লঞ্চের সময়ের। এই সিনেমায় জুনিয়র এনটিআর ও রামচরণ মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। ‘বাহুবলী’ পার্ট ১ ও পার্ট ২-তে মুখ্য চরিত্রাভিনেতা প্রভাসের চেহারার বদল সাম্প্রতিক ছবিতে নজরে পড়েছে।
প্রভাস বর্তমানে তাঁর আগামী সিনেমা ‘সাহো’-র পোস্ট প্রোডাকশনের কাজ করছেন। সম্প্রতি ওই সিনেমার টিজার লঞ্চ হয়েছে। টিজারে প্রভাসকে দারুণ ফিট দেখিয়েছেন। কিন্তু কয়েকদিন পর যে ছবি সামনে এসেছে, তাতে তাঁর ওজন বেড়ে গিয়েছে বলে মনে হচ্ছে।
জানা গিয়েছে, ‘সাহো’-র পর প্রভাস পরিচালক রাধাকৃষ্ণর সঙ্গে সিনেমা করবেন। ওই সিনেমার জন্যই প্রভাস তাঁর ওজন বাড়িয়েছেন বলে জানা গিয়েছে। সিনেমার নাম নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। তবে ওই সিনেমায় প্রভাসের সঙ্গে পূজা হেগড়েকে মুখ্য ভূমিকায় দেখা যাবে বলে খবর।
উল্লেখ্য, ‘বাহুবলী’-র পর শুধু ভারতেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বিখ্যাত হয়ে গিয়েছেন প্রভাস। ‘বাহুবলী’ ১ ও ২ দর্শকদের দারুণ পছন্দ হয়েছে। ওই দুটি সিনেমা বক্স অফিসে একাধিক রেকর্ড ভেঙে দিয়েছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
জেলার
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)