Belashuru: 'অসুস্থ হওয়ার সময় ঠিক এমন করেই মায়ের যত্ন করেছিলেন বাবা', আবেগে ভাসছেন সোহিনী
Belashuru Film: ছবির গল্প অনুযায়ী, অ্যালজাইমার্সে আক্রান্ত আরতির স্মৃতি ফেরানোর চেষ্টা করছে বিশ্বনাথ। আর সেই আগলে রাখা দেখে সোহিনীর যেন মনে পড়ে যায় বাবা রুদ্রপ্রসাদ আর মা স্বাতীলেখার রসায়ন
কলকাতা: 'বেলাশুরু' (Belashuru) সম্পর্কের গল্প। বয়সের 'বেলাশেষে' (Belasheshe) যেন এক নতুন নজির। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) নন্দিতা রায় (Nandita Roy) পরিচালিত 'বেলাশুরু' (Belashuru) মানুষকে আবেগে ভাসিয়েছে, ডুবিয়েছে প্রথম সপ্তাহেই। সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) সঙ্গে মায়ের অভিনয় দেখে বাবা-মায়ের কাথা মনে পড়ে গেল সোহিনী সেনগুপ্তের।
'মা-বাবার মতোই...'
ছবির গল্প অনুযায়ী, অ্যালজাইমার্সে আক্রান্ত আরতির স্মৃতি ফেরানোর চেষ্টা করছে বিশ্বনাথ। আর সেই আগলে রাখা দেখে সোহিনীর যেন মনে পড়ে যায় বাবা রুদ্রপ্রসাদ আর মা স্বাতীলেখার রসায়ন। সোহিনী (Sohini Sengupta) বলছেন, 'মা যখন অসুস্থ ছিলেন, বাবা ঠিক এভাবেই মায়ের যত্ন করেছেন। ঠিক একদম এভাবেই। হ্যাঁ, মা ছবির গল্পের মতো ভুলে যাননি। কিন্তু মায়ের কিডনির সমস্যা হয়েছিল। এভাবেই যত্ন করেছেন বাবা। সম্পর্কের কথা বলা হচ্ছে ছবিতে। এটা খুব গুরুত্বপূর্ণ।'
আরও পড়ুন: Samantha Prabhu: হঠাৎ দড়ি ছিঁড়ে নদীর জলে গাড়ি, শ্যুটি করতে গিয়ে গুরুতর আহত সামান্থা-বিজয়
গতকাল ছিল স্বাতীলেখা সেনগুপ্তের জন্মদিন। সেইদিনই সোশ্যাল মিডিয়ায় প্রযোজনা সংস্থার তরফ থেকে একটি ভিডিও ভাগ করে নেওয়া হয়েছিল। ভিডিওর শুরুটা কিছুটা এমন.. 'হ্যালো..হ্য়ালো.. আমার কথা বোঝা যাচ্ছে? শোনা যাচ্ছে?..' তারপরেই স্বভাবজাত ঝরঝরিয়ে বলে চললেন তিনি। 'শুরু'-র গল্প। পাঁচ বছর পরে অভিনয় করতে পারা নিয়ে দ্বিধা, সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) সঙ্গে কাজ করার অভিজ্ঞতা, শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee), নন্দিতা রায়ের (Nandita Roy) আদর... অনর্গল স্বাতীলেখা সেনগুপ্ত। যে ছবিকে ঘিরে জড়িয়ে এত স্মৃতি, সেই ছবি মুক্তির পরের দিনটাই তাঁর জন্মদিন। প্রযোজনা সংস্থা উইন্ডোজ-এর তরফ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে স্বাতীলেখা সেনগুপ্তের (Swatilekha Sengupta) একটি ভিডিও। ৪ মিনিটের সেই ভিডিও দেখতে দেখতে যেন ভুলেই যেতে হয়, যে মানুষটা ঠোঁটে হাসি মাখিয়ে কথা বলে চলেছেন অনর্গল, ছবি মুক্তির দিনটা দেখা হল না তাঁর।