Arati Roy Death: মাকে হারালেন দেবশ্রী রায়
Debashree Roy's Mother Passes Away: মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। জানা গিয়েছে, এদিন ভোরবেলা প্রয়াত হন তিনি।
কলকাতা: মাকে হারালেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায় (Debashree Roy)। অভিনেত্রীর মা আরতি রায় (Arati Roy) প্রয়াত হয়েছেন বার্ধক্যজনিত কারণে। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে এমনটাই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। জানা গিয়েছে, এদিন ভোরবেলা প্রয়াত হন তিনি।
মাতৃহারা দেবশ্রী রায়-
জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে বড় মেয়ের কাছে ছিলেন আরতি রায়। দীর্ঘ বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। মৃত্যুর সময় তাঁর পাশে ছিলেন তাঁর তিন কন্যাই। এমনটাই জানিয়েছেন দেবশ্রী রায়। এক সাক্ষাতকারে অভিনেত্রী বলেন, 'আমি বুঝতেই পারলাম না কখন মা চলে গেলেন। আজ এই যে আমি অভিনেত্রী হয়েছি, তা শুধুমাত্র মায়ের জন্য। বয়সজনিত কারণ ছাড়া তাঁর আর কোনও শারীরিক সমস্যা ছিল না। শেষ সময়ে তাঁর পাশে আ মরা তিন বোনই ছিলাম। তাই মা খুব শান্তিতেই চলে গেলেন।'
আরও পড়ুন - Brahmastra 2: 'ব্রহ্মাস্ত্র ২'তে কি দেখা মিলবে দীপিকার? জানা গেল আসল সত্যিটা
প্রসঙ্গত, খুব কম বয়স থেকেই অভিনয় কেরিয়ার শুরু করেন দেবশ্রী রায়। ধীরে ধীরে অভিনয় জগতে নিজের আধিপত্য বিস্তার করতে শুরু করেন। বহু ছবিতে অভিনয় করেছেন। বহু ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন। অভিনয়ের সঙ্গে সঙ্গে প্রশংসিত তাঁর নাচও। নানা সময়ে দেবশ্রী রায় জানিয়েছেন যে, তাঁর অভিনয়ের পিছনে তাঁর মায়ের অবদান কতটা। শ্যুটিং থেকে পোশাক নির্বাচন সমস্ত ক্ষেত্রেই মাকে কৃতিত্ব দিয়েছেন অভিনেত্রী। আজ মাকে হারিয়ে তিনি ভেঙে পড়েছেন। শোকের ছায়া নেমেছে বিনোদন জগতে।
অন্যদিকে, কিছুদিন আগেই এবিপি লাইভের সাক্ষাতকারে দেবশ্রী রায় বলেন, 'আমি সঙ্গীতশিল্পী না হলে নৃত্যশিল্পী হতাম। একইসঙ্গে একজন সঙ্গীতশিল্পীও হতাম। আমার পরিবারটাও গান বাজনার পরিবার। মায়ের স্বপ্ন ছিল, প্রত্যেক ছেলেমেয়েকে এমনভাবে তৈরি করবেন তাঁরা যেন ভবিষ্যতে খ্যাতি অর্জন করে। সবাই জানে, আমরা রুমকি-ঝুমকি দুই বোনের নামেই বিখ্যাত ছিলাম। এমন কোনও বড় জলসা সেসময় ছিল না যে আমাদের ছাড়া হয়েছে। অনেক বড় শিল্পীর সঙ্গে মঞ্চ ভাগ করেছি। অনেক সময় যখন ঘরোয়া আড্ডায় গান ধরি, অনেকে প্রশ্ন করে আমি গান শিখি কি না? তাঁদের বলি, আমি কখনও গান শিখিনি। কিন্তু খুব মন থেকে গানটা গাই। শুনে তাঁরা বলেন, মনেই হয় না যে আমি চর্চার মধ্যে নেই।'