শীত পড়তেই ব্যাডমিন্টনে মজে সন্দীপ্তা সেন, সঙ্গী কে?
কাজ যতই থাকুক না কেন, সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন 'টাপুর টুপুর' অভিনেত্রী সন্দীপ্তা সেন। সারাক্ষণই তাঁকে হয় ছবি, নাহলে ভিডিও কিংবা রিল শেয়ার করতে দেখা যায়।
কলকাতা: কিছুদিন আগেই পাহাড় থেকে বেড়িয়ে এসেছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen)। সবুজ টপ, রিপড জিন্স, চোখে সানগ্লাস, পিঠে ব্যাকপ্যাক। পাহাড়ি জঙ্গলে হাত-পা ছড়িয়ে মনোরম পরিবেশ উপভোগ করতে দেখা গিয়েছিল তাঁকে। ব্যাকগ্রাউন্ডে চলেছে এ. আর. রহমানের বিখ্যাত গান 'ইয়ে হাসিন ওয়াদিয়া।' পরিবেশের সঙ্গে গানটি এক্কেবারে মানানসই। খোশ মেজাজে অভিনেত্রী তাই তো এই গানটিই বেছে নিয়েছেন। ক্যাপশনে লেখেন, 'ফিল করো রিল করো'। তাঁর পোস্টে কমেন্ট করেছেন টলিউডের অন্যান্য তারকারা। এবার কাজে মন দিয়েছেন সন্দীপ্তা। কিন্তু শীতকাল আসলেই যে খেলাতে মেতে ওঠে সকলে, শ্যুটিংয়ের ফাঁকে সেই খেলাতেই মেতে উঠতে দেখা গেল তাঁকে। কাজের মাঝেই ব্যাডমিন্টনে মজে 'তুমি আসবে বলে' অভিনেত্রী সন্দীপ্তা সেন। অভিনেত্রীর ব্যাডমিন্টন খেলার সঙ্গী কে হলেন?
আরও পড়ুন - Sa Re Ga Ma Pa: 'তেরে নাম' ছবির জন্য নেড়া হওয়ার অভিজ্ঞতা কেমন ছিল সলমন খানের?
কাজ যতই থাকুক না কেন, সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন 'টাপুর টুপুর' অভিনেত্রী সন্দীপ্তা সেন। সারাক্ষণই তাঁকে হয় ছবি, নাহলে ভিডিও কিংবা রিল শেয়ার করতে দেখা যায়। নিজের নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করতে পছন্দ করেন তিনি। এদিন সকাল সকাল নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে রিল শেয়ার করেছেন সন্দীপ্তা। ভিডিওতে দেখা যাচ্ছে 'পছন্দের মানুষ'-র সঙ্গে ব্যাডমিন্টন খেলছেন তিনি। ব্যাকগ্রাউন্ডে বাজছে আশা ভোসলে, মহম্মদ রফির জনপ্রিয় গান 'ঢল গয়া দিন হো গয়ি সাম'। কিন্তু তিনি ব্যাডমিন্টনটা খেলছেন কার সঙ্গে? তিনি আর কেউ নন, টেলিভিশনেরই অন্য আর এক পরিচিত মুখ মিমি দত্ত। ভিডিওর ক্যাপশনে সন্দীপ্তা লিখেছেন, 'যখন একজনের প্যাকআপ আর আরেকজনের সিন শুরু হয়নি।' ভিডিও পোস্ট করে তাঁর চিরাচরিত হ্যাশট্যাগ দিতে ভোলেননি অভিনেত্রী।
প্রসঙ্গত, ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে দশবছর পার করে ফেলেছেন সন্দীপ্তা। বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করে তিনি দর্শকের মনে পাকাপাকি ভাবে জায়গা করে ফেলেছে।কিছুদিন আগেই অঞ্জন দত্ত পরিচালিত 'মার্ডান ইন দ্য হিলস' ওয়েব সিরিজে দেখা গেছিল সন্দীপ্তাকে। সেখানে একজন ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। ওয়েব সিরিজটিতে সন্দীপ্তার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে সমালোচক মহলে। এর আগে দুর্গার চরিত্রে তার অভিনয় দাগ কেটেছিল দর্শকের মনে।