Bengali Web Series: ফের নতুন ওয়েব সিরিজে সৌম্য, পরিচালনায় সমদর্শী
New Bengali Web Series: সূত্রের খবর, এই সিরিজ তৈরি হবে এক স্মৃতিকে কেন্দ্র করে। ভালবাসার মানুষের হারিয়ে যাওয়া এবং তার স্মৃতি আঁকড়ে ধরে বাঁচতে চাওয়ার অদ্ভুত সুন্দর এক প্রেমের গল্প বলবে এই সিরিজ
কলকাতা: ফের পরিচালনায় সমদর্শী দত্ত (Samadarshi Dutta)। ক্লিক (Klikk) ওটিটি প্ল্যাটফর্মে বছরের শেষেই মুক্তি পাবে তাঁর নতুন ওয়েব সিরিজ। এর আগে, গতবছর এই প্ল্যাটফর্মের জন্যই একটি ওয়েব সিরিজ বানিয়েছিলেন সমদর্শী। সিরিজের নাম ছিল ‘গাঙ্গুলিজ ওয়েড গুহজ’। সাত পর্বের সিরিজে ছিল পারিবারিক গল্প।
সূত্রের খবর, এই সিরিজ তৈরি হবে এক স্মৃতিকে কেন্দ্র করে। ভালবাসার মানুষের হারিয়ে যাওয়া এবং তার স্মৃতি আঁকড়ে ধরে বাঁচতে চাওয়ার অদ্ভুত সুন্দর এক প্রেমের গল্প বলবে এই সিরিজ। এটির প্রযোজনা করছে 'ফিল্মস অ্যান্ড ফ্রেমস'। দুর্ঘটনায় প্রেমিকার হারিয়ে যাওয়া, এরপর তার রেখে যাওয়া কিছু ভিডিও, মেমোরি কার্ড ও ভ্লগকে সঙ্গী করেই যেন কলকাতাকে নতুন চোখে দেখতে শুরু করে তার প্রেমিক।
আরও পড়ুন: Ram Charan: এবার বাংলা ছবিতে রাম চরণ? কোন ছবি? নায়িকা কে?
ছবি শ্যুটিং হয়েছে এই শহরেই। সিরিজের একটি বড় অংশ জুড়ে রয়েছে কলকাতা। ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়কে (Soumya Mukherjee)। এর আগে একাধিক সিনেমা ও ছবিতে অভিনয় করেছেন সৌম্য। টলিউডের নতুন প্রজন্মের নায়কদের মধ্যে খুব পরিচিত মুখ তিনি। নতুন ওয়েব সিরিজে তাঁর অভিনয় দেখার অপেক্ষায় দর্শকেরা।