Bibriti Chatterjee: কার সঙ্গে সমুদ্রে ছুটি কাটাচ্ছেন বিবৃতি চট্টোপাধ্যায়? নেট দুনিয়ায় ভাইরাল ভিডিও
বিবৃতি চট্টোপাধ্যায়ের সাম্প্রতিক পোস্ট ঘিরে ফের জোর জল্পনা। সমুদ্রে কার সঙ্গে ছুটি কাটাচ্ছেন তিনি? কার সঙ্গেই বা পায়ে পা মিলিয়ে সমুদ্রে 'চার কদম' গাইছেন? তবে কি তথাগতর সঙ্গেই সমুদ্রবিহারে তিনি?
কলকাতা: বেশ কিছুদিন আগে টলিউড অভিনেত্রী দেবলীনা দত্তর (Debleena Dutt) স্বামী তথাগত মুখোপাধ্যায়ের (Tathagata Mukherjee) সঙ্গে ছোট পর্দার অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়ের (Bibriti Chatterjee) সম্পর্ক নিয়ে নানা কানাঘুষো শোনা যায়। বিভিন্ন সূত্রে জানা যায়, দুই তারকা একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। যদিও কারও পক্ষ থেকেই এই সম্পর্কের কথা স্বীকার করা হয়নি। কিন্তু জল্পনা তো থেমে থাকে না। অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়ের সাম্প্রতিক পোস্ট ঘিরে ফের জোর জল্পনা। সমুদ্রে কার সঙ্গে ছুটি কাটাচ্ছেন তিনি? কার সঙ্গেই বা পায়ে পা মিলিয়ে সমুদ্রে 'চার কদম' গাইছেন অভিনেত্রী? তবে কি তথাগতর সঙ্গেই সমুদ্রবিহারে বেরিয়ে পড়েছেন বিবৃতি?
তথাগত মুখোপাধ্যায়ের সঙ্গেই কি সমুদ্রে বেড়াতে গিয়েছেন বিবৃতি চট্টোপাধ্যায়?
আজ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে কিছু ভিডিও এবং বেশ কিছু ছবি পোস্ট করেছেন টলিউড অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়। তাঁর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, সমুদ্রের বিচে বালির উপর দিয়ে খালি পায়ে হেঁটে চলেছেন একজন নারী ও একজন পুরুষ। ব্যাকগ্রাউন্ডে বাজছে 'পিকে' ছবির 'চার কদম' গানের লাইন। ভিডিও পোস্ট করে বিবৃতি চট্টোপাধ্যায় লিখেছেন, 'বিন কুছ কহে, বিন কুছ শুনে, হাতে মে হাত দিয়ে। চার কদম বস চার কদম চল দোনা সাথ মেরে।' আবার তাঁর পোস্ট করা কোনও ছবিতে তাঁকে কোনও পুরুষ বন্ধুর হাত ধরে থাকতে দেখা যাচ্ছে। দুজোড়া জুতোর ছবিও দিয়েছেন তিনি। তাই অভিনেত্রীর পোস্ট দেখে এটা পরিষ্কার যে তিনি তাঁর পুরুষ বন্ধুর সঙ্গে সমুদ্র বেশ উপভোগ করছেন। কিন্তু তাঁর সঙ্গে কে রয়েছেন, সে সম্পর্কে না তিনি কিছু জানিয়েছেন। না কিছু জানা গিয়েছে। তবে, নেটিজেনদের বক্তব্য এবং টলি পাড়ায় জোর গুঞ্জন যে, বিবৃতি চট্টোপাধ্যায় তাঁর বিশেষ 'বন্ধু' তথাগত মুখোপাধ্যায়ের সঙ্গেই বেড়াতে গিয়েছেন।
আরও পড়ুন - Karisma Kapoor: অবশেষে করিশ্মা কপূর জানালেন তিনি ফের বিয়ের পিঁড়িতে বসবেন কিনা
প্রসঙ্গত, সদ্যই সোশ্যাল মিডিয়ায় পুরনো ছবির স্মৃতি শেয়ার করে দেবলীনা দত্তকে জন্মদিনের শুভেচ্ছা জানান অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় 'ভটভটি'-র শ্যুটিংয়ের সময়ের কিছু ছবি ২০২০ সালে শেয়ার করে দেবলীনাকে শুভেচ্ছা জানিয়েছিলেন বিবৃতি। এরপর ২০২১ সালে অবনতি হয় তথাগত-দেবলীনার সম্পর্কের। টলিপাড়ার কানোঘুষোয় শোনা গিয়েছিল, তথাগত-দেবলীনার মধ্যে সম্পর্কে ভাঙনের কারণ নাকি বিবৃতিই। সম্পর্ক নিয়ে কখনোই প্রকাশ্যে মুখ খোলেননি তথাগত-বিবৃতি। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেবলীনার সঙ্গে পুরনো ছবি শেয়ার করে বিবৃতি লেখেন, 'শুভ জন্মদিন পাখি দি। ভটভটিয়ান বছর কাটুক।'