Bigg Boss 16: 'বিগ বস ১৬'তে কোন প্রতিযোগী কতটাকা পারিশ্রমিক পান?
Bigg Boss 16 Updates: জানেন, 'বিগ বস ১৬'র কোন প্রতিযোগী কত টাকা পারিশ্রমিক পান? যদিও নির্মাতাদের পক্ষ থেকে এই তথ্য প্রকাশ করা হয়নি। কিন্তু বিভিন্ন সূত্রে এই তথ্য প্রকাশিত হয়েছে।
মুম্বই: টেলিভিশনের জনপ্রিয় শো 'বিগ বস' (Bigg Boss) শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। প্রতিযোগীরা নানা কিছুর মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন দিচ্ছেন। পরিচালক সাজিদ খান থেকে কনিষ্ঠ প্রতিযোগী সুম্বুল। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী টিনা দত্ত থেকে ইন্টারনেট সেনসেশন আবদু কিংবা এম সি স্ট্যান। প্রত্যেক প্রতিযোগী অবশ্যই একটা পারিশ্রমিক পান এপিসোড পিছু অথবা সপ্তাহ পিছু। জানেন, 'বিগ বস ১৬'র (Bigg Boss 16) কোন প্রতিযোগী কত টাকা পারিশ্রমিক পান? যদিও নির্মাতাদের পক্ষ থেকে এই তথ্য প্রকাশ করা হয়নি। কিন্তু বিভিন্ন সূত্রে এই তথ্য প্রকাশিত হয়েছে।
'বিগ বস ১৬'র প্রতিযোগীদের পারিশ্রমিক কত?
১. অঙ্কিত গুপ্তা- ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অঙ্কিত গুপ্তা। 'উড়াইয়া' ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের কাছে প্রশংসিত হন। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, অঙ্কিত গুপ্তা প্রতি সপ্তাহে ৫ থেকে ৬ লক্ষ টাকা পারিশ্রমিক পান 'বিগ বস ১৬'তে অংশগ্রহণ করার জন্য।
২. টিনা দত্ত- বাঙালি অভিনেত্রী টিনা দত্ত বি টাউনের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। 'উত্তরন' এবং আরও বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। জানা গিয়েছে, 'বিগ বস ১৬'তে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণের জন্য প্রতি সপ্তাহে ৮ থেকে ৯ লক্ষ টাকা পারিশ্রমিক পান টিনা।
৩. প্রিয়ঙ্কা চাহার চৌধুরী- অঙ্কিত গুপ্তার সঙ্গে প্রিয়ঙ্কা চাহার চৌধুরীর সম্পর্ক বিগ বসের ঘরে অন্য মাত্রা যোগ করেছে। তাঁদের রসায়নও নজরকাড়া। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ঙ্কা প্রতি সপ্তাহে ৫ লক্ষ টাকা পারিশ্রমিক পান।
৪. নিমরিত কৌর আলুওয়ালিয়া- 'বিগ বস ১৬'র ঘরে প্রথম ক্যাপ্টেন নিমরিত কৌর আলুওয়ালিয়া। 'ছোটি সর্দারনি' ধারাবাহিকে অভিনয় করে তিনি দর্শকদের কাছে অত্যন্ত পরিচিত মুখ। জানা গিয়েছে, সলমন খানের এই শোয়ে অংশগ্রহণের জন্য তিনি প্রতি সপ্তাহে সাড়ে সাত থেকে আট লক্ষ টাকা পারিশ্রমিক পান।
৫. সাজিদ খান- পরিচালক সাজিদ খানকে চলতি বছর দেখা যাচ্ছে 'বিগ বস ১৬'র প্রতিযোগী হিসেবে। জানা গিয়েছে, ৪ থেকে ৫ লক্ষ টাকা প্রতি সপ্তাহে পারিশ্রমিক পান সাজিদ।
আরও পড়ুন - Bigg Boss 16: চলতি সিজন 'বিগ বস'-এ সবথেকে বেশি পারিশ্রমিক নেওয়া প্রতিযোগী কে?
৬. মান্যা সিংহ- প্রাক্তন মিস ইন্ডিয়া রানার আপ মান্যা সিংহ জনপ্রিয় একজন অটো চালকের মেয়ে হয়ে দেশের নাম উজ্জ্বল করার জন্য। বিগ বসের ঘরে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণের জন্য তিনি পারিশ্রমিক পানপ্রতি সপ্তাহে ৬ থেকে ৭ লক্ষ টাকা।
৭. সৌন্দর্য শর্মা- ওয়েব সিরিজের পরিচিত মুখ সৌন্দর্য শর্মা প্রতি সপ্তাহে পারিশ্রমিক পান ৩ থেকে ৪ লক্ষ টাকা।
৮. সুম্বুল টাকির- চলতি বছর 'বিগ বস'-এর ঘরে সবথেকে বেশি টাকা পারিশ্রমিক পাওয়া প্রতিযোগীর নাম সুম্বুল। বয়সে সবথেকে ছোট এই প্রতিযোগীই সবথেকে বেশি টাকা পারিশ্রমিক পান। জানা গিয়েছে, প্রতি সপ্তাহে ১২ লক্ষ টাকা পান তিনি।