(Source: ECI/ABP News/ABP Majha)
Bigg Boss 16: OMG! 'বিগ বস' সঞ্চালনা করতে জানেন কত টাকা পারিশ্রমিক চাইছেন সলমন খান?
Salman Khan: 'বিগ বস ১৬' সঞ্চালনা করার জন্য জানেন কত টাকা পারিশ্রমিক চাইছেন ভাইজান?
মুম্বই: আর কিছুদিন পরই শুরু হয়ে যাবে টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস' (Bigg Boss)। এবার শুরু হতে চলেছে 'বিগ বস ১৬' (Bigg Boss 16)। বিভিন্ন সূত্রে খবর, চলতি বছর সেপ্টেম্বর থেকেই শুরু হতে পারে সলমন খান (Salman Khan) সঞ্চালিত এই শো। জনপ্রিয় এই রিয়েলিটি শোয়ের ষোলোতম সিজনে প্রতিযোগী হিসেবে কারা উপস্থিত থাকবেন, তার একটা তালিকাও সামনে আসছে। বেশ কিছু তারকার নামও উঠে আসছে। তবে, এসব ছাড়াও যে খবর সবথেকে বেশি চোখ কপালে তুলেছে নেটিজেনদের, তা হল সলমন খানের পারিশ্রমিক। 'বিগ বস ১৬' সঞ্চালনা করার জন্য জানেন কত টাকা পারিশ্রমিক চাইছেন ভাইজান?
'বিগ বস ১৬' সঞ্চালনা করার জন্য এত টাকা পারিশ্রমিক চাইছেন সলমন খান?
'বিগ বস'-এর সঙ্গে ১৩ বছর ধরে জড়িয়ে রয়েছেন সলমন খান। বি টাউনের আরও বেশ কয়েকজন তারকা কয়েকটি সিজন এই রিয়েলিটি শো সঞ্চালনা করেন। কিন্তু তাঁদের সঞ্চালনায় সেভাবে জমে ওঠেনি 'বিগ বস'। ১৩ বছর ধরে 'বিগ বস' এবং সলমন খান, নাম দুটো যেন সমার্থক শব্দের মতে হয়ে গিয়েছে বহু দর্শকের কাছে। সেই ভাইজানই এবার শো সঞ্চালনা করার জন্য তিনগুন বেশি পারিশ্রমিক চেয়েছেন বলে খবর সূত্রের। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, 'সলমন খান 'বিগ বস' সঞ্চালনা করার জন্য এতদিন যে টাকা পারিশ্রমিক নিতেন, তার থেকে অন্তত তিনগুন বেশি পারিশ্রমিক বাড়িয়েছেন। গত কয়েক সিজন ধরে তাঁর পারিশ্রমিক না বাড়ায়, চলতি সিজনের জন্য একসঙ্গে অনেকটা দর হাঁকিয়েছেন তিনি। এছাড়াও, চলতি সিজনে তিনি কিছুটা মনস্থিরও করে রেখেছেন যে, তাঁর পারিশ্রমিক যদি বাড়ানো না হয়, তাহলে তিনি শো সঞ্চালনা করবেন না। যদিও 'বিগ বস' কর্তৃপক্ষ কিংবা সলমন খানের পক্ষ থেকে অফিশিয়ালি এমন কোনও কথা জানান হয়নি।' বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, চলতি সিজনে ১০৫০ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন সলমন খান। এর আগের সিজন পর্যন্ত ৩৫০ কোটি টাকা মতো পারিশ্রমিক নিতেন সলমন।কিন্তু চলতি সিজনে তা বেড়ে হতে পারে ১০৫০ কোটি টাকা। ভাইজানের এই পারিশ্রমিকের অঙ্ক জেনে চোখ কপালে উঠছে অনুরাগীদের।
আরও পড়ুন - Raju Srivastava Health Update: চিকিৎসায় সাড়া দিচ্ছেন রাজু শ্রীবাস্তব
সলমন খানের পারিশ্রমিক-
২০১৬ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার হিট ছবি 'সুলতান'-এর জন্য ১০০ কোটি টাকার পারিশ্রমিক নিয়েছিলেন সলমন খান। ফের তাঁর পারিশ্রমিক বেড়ে যায় 'টাইগার জিন্দা হ্যায়' ছবি থেকে। এই ছবির জন্য তিনি পারিশ্রমিক নেন ১৩০ কোটি টাকা। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, প্রায় ৩ হাজার কোটি টাকার মতো সম্পত্তি রয়েছে সলমন খানের। এছাড়াও রয়েছে বিলাসবহুল বেশ কিছু বাড়িও। বেশ কিছু অ্যাপার্টমেন্ট তিনি ভাড়াতেও দেন। ফলে প্রতি মাসের হিসেবে মোটা অঙ্কের টাকা রোজগার করেন ভাইজান।