এক্সপ্লোর

Ayesha Khan: কখনও অন্তর্বাস পরতে মানা, কখনও শরীরের বিশেষ অঙ্গ নিয়ে 'মন্তব্য', আয়েষার জীবনের 'ভয়াবহ' অভিজ্ঞতা

'Bigg Boss 17' Fame Ayesha: আয়েষা খান এও জানান যে এই ধরনের অভিজ্ঞতা শুধুমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রিতেই সীমাবদ্ধ তা নয়। আমাদের আশেপাশে, সাধারণ সময়েই এমন অনেক ব্যক্তিদের দেখতে পাওয়া যায়।

নয়াদিল্লি: ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry) পা রেখে বা কাজ শুরুর আগে অনেক অভিনেতা অভিনেত্রীই 'কাস্টিং কাউচ'-এর (Casting Couch) শিকার হওয়ার কথা জানান। একাধিক তারকাও এই প্রসঙ্গে নানা সময়ে মুখ খুলেছেন। এবার সেই একই প্রসঙ্গে মুখ খুললেন 'বিগ বস ১৭' (Bigg Boss 17) প্রতিযোগী আয়েষা খান (Ayesha Khan)। ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁকেও এমন একাধিক অস্বস্তিকর পরিস্থিতির শিকার হতে হয়েছে বলে দাবি আয়েষার। আয়েষা, যিনি ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয়, সম্প্রতি বলেন কীভাবে কাজের প্রস্তাবের আড়ালে পুরুষরা নির্দোষ মহিলাদের হয়রান করার জন্য মুখিয়ে থাকেন। তবে শুধু কাজের ক্ষেত্রেই নয়, সাধারণ মানুষের মধ্যেই এমন একাধিক মুখোশ পরা লোক থাকেন, এমনও নানা উদাহরণ উঠে এল তাঁর কথায়।

ফিল্ম ইন্ডাস্ট্রির 'কাস্টিং কাউচ' নিয়ে মুখ খুললেন আয়েষা খান

সম্প্রতি 'হটারফ্লাই'কে (Hauterrfly) দেওয়া এক সাক্ষাৎকারে আয়েষাকে জিজ্ঞেস করা হয়, তিনি কখনও এমন অপ্রত্যাশিত পরিস্থিতিতে পড়েছিলেন কি না, কারণ অনেকটা অল্প বয়সে তিনি অভিনয় জগতে পা রাখেন। তিনি জানান একাধিক এমন ঘটনা ঘটেছে। স্মৃতির পাতা উল্টে তিনি জানান একবার একটি ম্যানেজমেন্ট এজেন্সিতে যোগ দিয়েছিলেন তিনি যেখানে বলা হয়েছিল তারা অভিনেত্রীর ফটোশ্যুট করে দেবে।

আয়েষা খান বলতে থাকেন, 'ওরা আমাকে জামাকাপড়ের কয়েকটা অপশন দেয় আর স্বভাবতই আমি প্রচণ্ড উত্তেজিত ছিলাম। একটা নেটের কালো টপ দিয়েছিল, যেটা পরে আমাকে ছবি তুলতে হত।' আয়েষা ভেবেছিলেন যে ভেতরে অন্তর্বাস বা 'ইনার' পরে ফটোশ্যুট করবেন। কিন্তু অভিনেত্রীকে চমকে দিয়ে সেই ভদ্রলোক বলেন, 'আমরা চাই এই ফটোশ্যুটটা প্রলোভনসঙ্কুল, কামুক হোক, তাই ভিতরে কিছু পরার দরকার নেই।' কিন্তু পোশাকটা জালের মতো ছিল অর্থাৎ 'নেট' টপ, ফলে স্বাভাবিকভাবেই অভিনেত্রী জিজ্ঞেস করেন যে এটা তিনি কিছু না পরে কীভাবে পরবেন! আয়েষার দাবি, তখন তাঁকে আশ্বস্ত করে বলা হয়, ছবির ফ্রেম বুকের ওপর থেকেই ধরা হবে। কিন্তু মন মানতে চায়নি আয়েষার। তাঁর স্পষ্ট কথা, 'এতে লাভ কী? ওই ভদ্রলোক তো আমার সামনেই বসে থাকবেন।' 

আয়েষা বলে চলেন, 'ওই ভদ্রলোক আমাকে বলেন, 'আরে না এরকমই তো হয়, সকলেই এভাবে করে।' আমার সবচেয়ে বিরক্তি লাগে যে এই ধরনের পরিস্থিতিতে এই ব্যক্তিরা বড় বড় নাম বলতে থাকেন। তোমার কী মনে হয়, ওই মানুষগুলো সিনেমায় চান্স কী করে পেল আর আজ এত সফল কী করে হল? আমি কখনওই একটি নির্দিষ্ট ধরনের কাজ পাওয়ার জন্য নিজেকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলতে চাই না। আমার সীমারেখাটা খুব শক্তিশালী, যা আমি কখনও পেরিয়ে যাই না। কাজ দিতে না হলে দিও না, আপনি আমার ভাগ্য আমার থেকে ছিনিয়ে নিতে পারবেন না।'

আয়েষা খান এও জানান যে এই ধরনের অভিজ্ঞতা শুধুমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রিতেই সীমাবদ্ধ তা নয়। আমাদের আশেপাশে, সাধারণ সময়েই এমন অনেক ব্যক্তিদের দেখতে পাওয়া যায়। এক ঘটনার উল্লেখ করে আয়েষা জানান যে একবার তিনি জুহু বিচে ছিলেন সেই সময় একদল পুরুষ তাঁকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে এবং তাদের মধ্যে একজন অভিনেত্রীর দিকে কুরুচিকর মন্তব্যও ছুড়ে দেন।

অভিনেত্রী বলেন, 'খুব ক্লান্তিকর একটা দিনের শেষে আমি জুহু বিচে ছিলাম। একটি ছেলে আমার পাশে আসে, তারপর আরও একজন, এবং তারপর ৩-৪ জন পুরুষ ঘিরে ফেলে আমাকে এবং আমার খুব ভয় করতে থাকে। একটা সময়ের পর আমার মনে হল যে আমার ওখান থেকে চলে যাওয়া উচিত।' তারা সকলেই ফোনে কথা বলার ভণিতায় কুমন্তব্য করতে থাকে, মহিলার চাহনি, পোশাক নিয়ে, জানান আয়েষা। এরপর জোরেই তাদের সরাসরি প্রশ্ন করেন আয়েষা, যাতে আশেপাশের লোকজন শুনতে পায়। প্রশ্নের উত্তরে তাদের 'বেপরোয়া'ভাব ফুটে ওঠে, দাবি আয়েষার। তাঁর কথায়, 'আমার হাত কাঁপছিল। একজন মহিলা একটা চাউনি বা একটা ছোঁয়া থেকেই তার উদ্দেশ্য বুঝে ফেলতে পারে'। 

আরও পড়ুন: 'Sohag Chand': 'বাউন্সার' রূপে সোহাগের আগমন? 'সোহাগ চাঁদ' ধারাবাহিকে এবার নতুন চরিত্রের প্রবেশ

সবশেষে অভিনেত্রী 'জঘন্যতম' অভিজ্ঞতার কথা শেয়ার করেন যখন এক বয়স্ক ব্যক্তি তাঁর শরীর নিয়ে মন্তব্য করেন। অভিনেত্রীর কথায়, 'একবার আমি আমার বিল্ডিংয়ের বাইরে বেরিয়েছিলাম, সেখানে একটা দু'চাকায় চড়ে এক আঙ্কেল ছিলেন যাঁর বয়স আমার বাবার থেকেও খানিক বেশি। আমি আমাক বিল্ডিংয়ের দিকে হেঁটে আসছি আর দেখতে পেলাম যে উনি আমার পাশে এসে দাঁড়িয়ে গেলেন। আমি ভাবি তিনি আমার বাবাকে চেনেন। আমি ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞেস করি, 'হ্যাঁ আঙ্কেল, বলুন'!' তার উত্তরে আয়েষার শরীরের এক বিশেষ অঙ্গের 'প্রশংসা' করে সেখান থেকে ওই ব্যক্তি চলে যান, দাবি অভিনেত্রীর। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান তিনি। ওই ব্যক্তি খানিকটা এগিয়ে গিয়ে আবারও তার দু'চাকা দাঁড় করিয়ে ঘুরে আয়েষার দিকে তাকিয়ে হাসেন, এবং আয়েষার কথায় তিনি যেন চোখ দিয়ে বলছেন, 'দেখ, তোকে আমি কী বলে দিলাম'।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Jadavpur University Chaos: হাসপাতাল থেকে ছাড়া পেলেন যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য, পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসবেন কবে ?
হাসপাতাল থেকে ছাড়া পেলেন যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য, পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসবেন কবে ?
Job Scam: চাকরির বিনিময়ে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল ! কাঠগড়ায় মানবাজারের TMC নেতা
চাকরির বিনিময়ে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল ! কাঠগড়ায় মানবাজারের TMC নেতা
Lalit Modi: অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ ললিত মোদির, ভারতের সঙ্গে সম্পর্ক ত্যাগের আর্জি, ফেরানো আরও কঠিন হল
অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ ললিত মোদির, ভারতের সঙ্গে সম্পর্ক ত্যাগের আর্জি, ফেরানো আরও কঠিন হল
Jagdeep Dhankhar: হাসপাতালে ভর্তি জগদীপ ধনকড়, গভীর রাতে বুকে ব্যথা, AIIMS-এর CCU-তে রয়েছেন
হাসপাতালে ভর্তি জগদীপ ধনকড়, গভীর রাতে বুকে ব্যথা, AIIMS-এর CCU-তে রয়েছেন
Advertisement
ABP Premium

ভিডিও

RG Kar News: ভবানীপুর থেকে পার্ক স্ট্রিট, যাদবপুর, আর জি করের ঘটনার প্রতিবাদে মিছিলJadavpur University: আর জি কর মেডিক্যাল থেকে যাদবপুরকাণ্ড-ফের পথে নেমে প্রতিবাদ, রাজপথে জনজোয়ারKolkata News: কলুটোলায় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, গ্রেফতার ৪Belgharia Incident: বেলঘরিয়ায় জনবহুল এলাকায় দুষ্কৃতী তাণ্ডব, গুলিবিদ্ধ তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jadavpur University Chaos: হাসপাতাল থেকে ছাড়া পেলেন যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য, পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসবেন কবে ?
হাসপাতাল থেকে ছাড়া পেলেন যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য, পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসবেন কবে ?
Job Scam: চাকরির বিনিময়ে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল ! কাঠগড়ায় মানবাজারের TMC নেতা
চাকরির বিনিময়ে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল ! কাঠগড়ায় মানবাজারের TMC নেতা
Lalit Modi: অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ ললিত মোদির, ভারতের সঙ্গে সম্পর্ক ত্যাগের আর্জি, ফেরানো আরও কঠিন হল
অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ ললিত মোদির, ভারতের সঙ্গে সম্পর্ক ত্যাগের আর্জি, ফেরানো আরও কঠিন হল
Jagdeep Dhankhar: হাসপাতালে ভর্তি জগদীপ ধনকড়, গভীর রাতে বুকে ব্যথা, AIIMS-এর CCU-তে রয়েছেন
হাসপাতালে ভর্তি জগদীপ ধনকড়, গভীর রাতে বুকে ব্যথা, AIIMS-এর CCU-তে রয়েছেন
Kolkata News :  স্কুটারে ক্যাবের টোকা ! পার্কিং-বচসার জেরে বিজয়গড়ে  'পিটিয়ে খুন' ক্যাবচালককে
স্কুটারে ক্যাবের টোকা ! পার্কিং-বচসার জেরে বিজয়গড়ে 'পিটিয়ে খুন' ক্যাবচালককে
Jadavpur University Clash: যাদবপুরকাণ্ডে এবার SFI নেতা সৃজন ভট্টাচার্যকে তলব, ছবি এবং ভিডিও ফুটেজ নিয়ে হাজিরার নির্দেশ পুলিশের
যাদবপুরকাণ্ডে এবার SFI নেতা সৃজন ভট্টাচার্যকে তলব, ছবি এবং ভিডিও ফুটেজ নিয়ে হাজিরার নির্দেশ পুলিশের
Kolkata Weather Update : নাভিশ্বাস উঠবে গরমে, দোলের আগেই এতটা চড়বে পারদ ! কোথায় কোথায় সতর্কতা?
নাভিশ্বাস উঠবে গরমে, দোলের আগেই এতটা চড়বে পারদ ! কোথায় কোথায় সতর্কতা?
SBI Credit Card : ক্রেডিট কার্ডে সেরা সুবিধা পেতে চান ? এখান রইল সেরা পাঁচ উপায় 
ক্রেডিট কার্ডে সেরা সুবিধা পেতে চান ? এখান রইল সেরা পাঁচ উপায় 
Embed widget