একটু ওজন বাড়লেই লোকে প্রশ্ন করে, অন্তস্বত্ত্বা? বিরক্ত বিপাশা
‘‘আমি এমনিতে মানুষ হিসেবে যথেষ্ট সোজাসাপটা। তেমন কোনও খুশির খবর হলে নিজেই সেটা শেয়ার করব আপনাদের সঙ্গে।’’
কলকাতা: মা হওয়ার গুজবে নিজেই জল ঢেলে দিলেন বিপাশা বসু। বার বার এই প্রশ্নের মুখে পড়তে হওয়ায় বিরক্তিও প্রকাশ করলেন। টুইট করে বলিউড অভিনেত্রী বললেন, ‘‘আমার মা হওয়া নিয়ে অসংখ্য মানুষের আগ্রহ আছে, সেটা বেশ মিষ্টি ব্যাপার ঠিকই, কিন্তু সকলকে হতাশ করে দিয়েই জানাচ্ছি আপাতত তেমন কোনও সম্ভাবনা নেই। এখনই সন্তান আনার কথা ভাবছি না আমরা।’’
বেশ কিছু দিন ধরেই টিনসেল টাউনে গুজব রটেছিল যে, বিপাশা নাকি গর্ভবতী। তবে সে গুজব কার্যত উড়িয়ে দিলেন তিনি। তাঁর প্রেগনেন্ট হওয়ার খবর নিয়ে এত গুজব ভেসে বেড়ানো নিয়ে কিঞ্চিৎ বিরক্তিও প্রকাশ করেন তিনি। বলেন, ‘‘আমি এমনিতে মানুষ হিসেবে যথেষ্ট সোজাসাপটা। তেমন কোনও খুশির খবর হলে নিজেই সেটা শেয়ার করব আপনাদের সঙ্গে।’’
প্রসঙ্গত, ২০১৬ সালের ৩০ এপ্রিল করণ সিং গ্রোভারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বিপাশা। বিপাশার মতো বড় মাপের স্টার কীভাবে টেলি তারকার সঙ্গে ঘর বাঁধতে পারেন, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। যদিও সমস্ত সমালোচনায় জল ঢেলে গত চার বছর ধরে করণের সঙ্গেই ঘর করছেন বিপস্। জন্মদিন পালন করতে করণ-বিপাশাকে মলদ্বীপেও যেতে দেখা গিয়েছে লকডাউনের আগে। সুতরাং দুজনের দাম্পত্য কতদিন টিকবে এই নিয়ে আলোচনা এখন কমেছে, শুরু হয়েছে কবে মা হবেন বিপাশা, অথবা তিনি প্রেগনেন্ট কিনা!
সম্প্রতি এক সাক্ষাৎকারে মাতৃত্ব নিয়ে প্রশ্ন করা হলে হেসে বিপাশা বলেন , তাঁর ওজন সামান্য একটু বেড়ে গেলই তাঁকে প্রশ্ন করা হয় তিনি অন্তঃসত্ত্বা কিনা!বিপাশা বলেন, ‘সময় এলে অবশ্যই মা হওয়ার খবর দেবো। তা নিয়ে এতবার প্রশ্ন করার কী আছে!’ অন্তঃসত্ত্বা কীনা জানতে চেয়ে বার বার প্রশ্নের মুখে পড়াটা খুব বিরক্তিকর বলেও মন্তব্য করেন বিপাশা।সেই বিরক্তির আঁচ এবার পাওয়া গেল তাঁর টুইটেও।