![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Salman Khan Birthday: ম্যাচিং পোশাক, জেনেলিয়ার সঙ্গে নাচে মগ্ন বার্থ ডে বয় সলমন
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করে ভাইজানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী জেনেলিয়া ডিসুজা। ভিডিওতে দেখা যাচ্ছে, রীতেশ-পত্নীর সঙ্গে তুমুল নাচে ব্যস্ত সলমন খান।
![Salman Khan Birthday: ম্যাচিং পোশাক, জেনেলিয়ার সঙ্গে নাচে মগ্ন বার্থ ডে বয় সলমন Birthday Boy Salman Khan Dances His Heart Out With Genelia, watch video Salman Khan Birthday: ম্যাচিং পোশাক, জেনেলিয়ার সঙ্গে নাচে মগ্ন বার্থ ডে বয় সলমন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/27/5910f200943241b09c6a0de6989bac7a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: আজ জন্মদিন বলিউড সুপারস্টার সলমন খানের (Salman Khan)। ভাইজানের জন্মদিনে সোশ্যাল মিডিয়া উপচে পড়ছে শুভেচ্ছা বার্তায়। সাধারণ অনুরাগী থেকে বলিউডের অন্যান্য তারকারা এদিন সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিয়েছেন প্রিয় ভাইজানকে জন্মদিনের (Salman Khan Birthday) শুভেচ্ছা জানিয়ে।
বড়দিনের ছুটি কাটাতে পানভেলের ফার্ম হাউসে গিয়েছিলেন সলমন খান। আর সেখানেই ঘটে বিপত্তি। বড়দিনের রাতে তিনি যখন অন্যান্যদের সঙ্গে কথা বলছেন, তখনই তাঁর হাতে সাপ কামড়ায়। উপস্থিত অন্যান্যরা উদ্বিগ্ন হয়ে তখনই অভিনেতাকে হাসপাতালে ভর্তি করেন। জানা গিয়েছে, ঘণ্টা ছয়েক চিকিৎসার পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে সুস্থ রয়েছেন ভাইজান। জন্মদিনে বরাবরই পানভেলের খামার বাড়িতে পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাতে দেখা যায় সলমন খানকে। এবারও তেমনই পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু তার আগেই ঘটে যায় বিপত্তি।
আরও পড়ুন - Katrina Kaif: বড়দিনে যে পোশাক পরেছিলেন ক্যাটরিনা, কত দাম তার?
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করে ভাইজানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী জেনেলিয়া ডিসুজা। ভিডিওতে দেখা যাচ্ছে, রীতেশ-পত্নীর সঙ্গে তুমুল নাচে ব্যস্ত সলমন খান। দুজনের পরণেই এক রঙের পোশাক। সলমন খান পরেছেন একটি মেরুণ রঙের গেঞ্জি এবং নীল জিনস। অন্যদিকে জেনেলিয়ার পরণেও রয়েছে মেরুণ রঙের কুর্তি। দুই তারকাই নাচে মগ্ন। ভিডিও পোস্ট করে জেনেলিয়া লিখেছেন, 'শুভ জন্মদিন সেই মানুষটাকে, যাঁর হৃদয়টা অনেক বড়। প্রার্থনা করি ঈশ্বর তোমাকে অনেক ভালোবাসা, আনন্দ এবং অসাধারণ স্বাস্থ্য দিন। আমরা সবাই তোমায় খুব ভালোবাসি।' সঙ্গে অভিনেত্রী লিখেছেন, 'আজ ভাইয়ের জন্মদিন'। সলমন খানের জন্মদিনে তাঁর এমন নাচের ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।
প্রসঙ্গত, সলমন খানকে খুব শীঘ্রই দেখা যাবে 'টাইগার থ্রি' ছবিতে। অভিনেতার বিপরীতে রয়েছেন নান আদার দ্যান ক্যাটরিনা কাইফ। বিদেশের শ্যুটিং শেষ হলেও দিল্লির শ্যুটিং এখনও বাকি রয়েছে। শোনা যাচ্ছে আগামী জানুয়ারিতেই দিল্লির শ্যুটিং শুরু করবেন তাঁরা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)