Deepika Padukone: ইন্টারনেটে ভাইরাল দীপিকা পাড়ুকোনের 'যমজ'! ঝড় তুলেছেন বঙ্গকন্যা
Deepika Padukone Update: একটি ছবিতে দেখা যাচ্ছে ঋজুতা এক হাত দিয়ে নিজের মুখ ঢেকেছেন, শুধু তাঁর চোখ দেখা যাচ্ছে। সেই ছবি দেখে দীপিকার সবচেয়ে বড় ফ্যানও বোকা বনে যেতে পারেন।
নয়াদিল্লি: ইন্টারনেট (Internet) সত্যিই এক আশ্চর্য স্থান। এখানে কত কীই না চোখে পড়ে। আলিয়া ভট্ট (Alia Bhatt), ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan) পর ইন্টারনেটে এখন মিলল দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) 'যমজ' বোনের। বুঝলেন না তো? ইন্টারনেটে দেখা মিলেছে এক কন্যার, যাকে হঠাৎ দেখলে দীপিকা পাড়ুকোন বলে ভুল হতে পারে।
কে এই 'দ্বিতীয়' দীপিকা পাড়ুকোন?
কয়েকদিন ধরেই ইন্টারনেটে দেখা মিলছে তাঁর। তিনি এখন ভাইরাল। এক ঝলকে তাঁকে দেখে যে কেউ দীপিকা পাড়ুকোন ভেবে ভুল করবেন। তাঁর নাম ঋজুতা ঘোষ দেব (Rijuta Ghosh Deb)। পেশায় তিনি ডিজিট্যাল কনটেন্ট ক্রিয়েটার (Digital Content Creator)। অভিনেত্রীর সঙ্গে মুখের অস্বাভাবিক মিল। মজার ব্যাপার এই সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার খাস কলকাতার মেয়ে। ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ৫০.৯ হাজার এবং এই সংখ্যা বেড়েই চলেছে।
তাঁর ইনস্টাগ্রাম পোস্টে কমেন্টের বন্যা। 'তোমাকে তো পুরো দীপিকার মতো দেখতে', 'কয়েক মুহূর্তের জন্য আমি তোমাকে দীপিকা পাড়ুকোন ভেবেছিলাম,' এমন অজস্র কমেন্টে ভরে গেছে তাঁর পোস্ট।
View this post on Instagram
একটি ছবিতে দেখা যাচ্ছে ঋজুতা এক হাত দিয়ে নিজের মুখ ঢেকেছেন, শুধু তাঁর চোখ দেখা যাচ্ছে। সেই ছবি দেখে দীপিকার সবচেয়ে বড় ফ্যানও বোকা বনে যেতে পারেন।
আরও পড়ুন: Good Luck Jerry Trailer: প্রকাশ্যে 'গুড লাক জেরি'র ট্রেলার, নজর কাড়লেন জাহ্নবী
View this post on Instagram
অন্যদিকে, ইতিমধ্য়েই স্বামী রণবীর সিংহের জন্মদিন কাটিয়ে আমেরিকা থেকে ফিরেছেন দীপিকা। ছুটি কাটানোর সময়ের একাধিক ছবিও পোস্ট করেছেন।