Shahrukh Khan: রাতের অন্ধকারে পাঁচিল টপকে শাহরুখের বাড়িতে 'অনুপ্রবেশের' চেষ্টা ! গ্রেফতার গুজরাতের ২
Shahrukh Khan House Incident: শাহরুখের বাড়িতে প্রবেশের চেষ্টা গুজরাতের দুই বাসিন্দার, তারা আসলে কে? কী হল তারপর ?
মুম্বই: শাহরুখের (Shahrukh Khan) বাড়িতে প্রবেশের চেষ্টা গুজরাতের দুই বাসিন্দার। আজ্ঞে হ্যাঁ এমন অভিযোগ উঠেছে মন্নতে (Mannat)। জানা গিয়েছে, রাতের অন্ধকারে পাঁচিল টপকে কিং খানের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা চালায় দুই ব্যক্তি। মন্নতের ভিতরে লুকিয়ে ছিলেন ওই দুইজন বলে অভিযোগ ওঠে।
নিরাপত্তা রক্ষীরা জানিয়েছেন, বুধবার রাতে পাঁচিল টপকে শাহরুখ খানের বাড়ির ভিতরে ঢুকে লুকিয়েছিলেন ওই দুই ব্যক্তি। তবে সেই রাতে বাড়ি ছিলেন না কিং খান। তিনি জওয়ানের শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন। জানা গিয়েছে, ওই দুইজনের বয়েস ২০ এবং ২২ বছর। এবং তাঁরা গুজরাত থেকে এসেছিলেন। ঘটনার পর মন্নতের ম্যানেজার ওই দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে বান্দ্রার পুলিশের (Police) হাতে তুলে দিয়েছেন। গ্রেফতার হতেই ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিজেদের 'শাহরুখের ভক্ত' বলে দাবি করেছেন। যদিও প্রকৃতই তারা কিং খানের ভক্ত কিনা, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। যদি তা না হয়, তাহলে কী কারণে দেশের এই সুপারস্টারের বাড়িতে লুকিয়েছিলেন ? স্বাভাবিকভাবেই কিং খানের বাড়ির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
প্রসঙ্গত, সেলেবদের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। সম্প্রতি নিজের অজান্তেই ক্যামেরা বন্দি হয়ে যান তিনি। পাশের ছাদে দাঁড়িয়ে আলিয়ার অজান্তেই কেউ ছবি তুলে নেন। যা নিয়ে রীতিমত বিরক্তও হন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে 'পাঠান'। ছবিটি ইতিমধ্যেই ব্লকবাস্টার হিট হয়েছে। ভেঙে দিয়েছে একের পর এক রেকর্ড। শাহরুখ খান দীর্ঘ ৪ বছরের বিরতি কাটিয়ে রুপোলি পর্দায় ফিরে এসেছেন। তাঁকে নিয়ে উচ্ছ্বসিত দর্শকেরা। সম্প্রতি এক সাক্ষাতকারে বলিউডের সুপারস্টার জানালেন, তাঁর জন্মই হয়েছে অভিনেতা হওয়ার জন্য। শাহরুখ খান বলেন, 'এখন আমি তেমন অভিনয় করতে চাই, যা দর্শক আমার থেকে দেখতে চায়। আমার ব্যক্তিগত পছন্দ কমে গিয়েছে। আমি এখন দর্শকদের পছন্দের কাজ করতে চাই।'
আরও পড়ুন, ইমন চক্রবর্তীকে 'কটূক্তি', সোশ্যালে মুখ খুললেন সঙ্গীতশিল্পী
চলতি বছর আরও কয়েকটি ছবি মুক্তি পাবে শাহরুখ খানের। পরিচালক অ্যাটলির 'জওয়ান', রাজকুমার হিরানির 'ডাঙ্কি' রয়েছে তাঁর হাতে। এরপরই এক ব্যক্তি তাঁকে অভিনয় থেকে অবসর নেওয়ার কথা জিজ্ঞাসা করেন। জানতে চান তিনি কবে অভিনয় থেকে অবসর নেবেন। শাহরুখ খান স্পষ্ট বলেন, 'আমি কখনও অভিনয় থেকে অবসর নেব না। আমাকে সরিয়ে দিতে হবে। আর সরিয়ে দেওয়ার পর হয়তো আরও আগুন হয়ে আমি ফিরে আসব।'