Koffee With Karan: 'একসময় আমার সঙ্গে ছবি তুলতে চাননি কাজল', পেশা নিয়ে অকপট 'বলিউডের বেস্টফ্রেন্ড' ওরি
সম্প্রতি কফি উইথ কর্ণের ৮তম সিজনের একটি এপিসোডে এসেছিলেন তিনি। সেখানেই কর্ণ জোহর তাঁকে বহু প্রতিক্ষিত প্রশ্নটি করলেন।
![Koffee With Karan: 'একসময় আমার সঙ্গে ছবি তুলতে চাননি কাজল', পেশা নিয়ে অকপট 'বলিউডের বেস্টফ্রেন্ড' ওরি 'Bollywood's best friend' Orry answered about her profession Koffee With Karan: 'একসময় আমার সঙ্গে ছবি তুলতে চাননি কাজল', পেশা নিয়ে অকপট 'বলিউডের বেস্টফ্রেন্ড' ওরি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/18/52c19a5b13d3692bbfdf4c600404a5231705594301749176_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: তিনি নাকি বলিউডের (Bollywood) 'বেস্ট ফ্রেন্ড'। অন্তত এমনটাই শোনা যায় বলি অন্দরে। আম্বানি কন্যা থেকে সুহানা খান, মালাইকা থেকে কিয়ারা আডবাণীসহ তাবড় অভিনেতা-অভিনেত্রী তো বটেই এমনকী বিজনেজ টাইকুনদের সঙ্গেও তাঁর ছবি দেখতে পাওয়া যায়। নেহাত ছবি বললেও ভুল হবে। তাঁরা প্রত্যেকেই যে ওরির খুব ঘনিষ্ঠ তাও বোঝা যায়। বলিউডের প্রায় সমস্ত পার্টিতেও আমন্ত্রিত থাকেন। তিনি ওরহান আওয়াতরামানি (Orhan Awatramani), ওরফে 'ওরি' (Orry)। ইতিমধ্যেই তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। অথচ আসলে কী তাঁর পরিচয়? বলিউডের তাবড় তারকাদের সঙ্গে তাঁর কীসের সম্পর্ক, কী তাঁর পেশা, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে। জানেন না কেউ। কাজেই তাঁকে নিয়ে কৌতূহলের শেষ নেই জনগণের।
সম্প্রতি কফি উইথ কর্ণের ৮তম সিজনের একটি এপিসোডে এসেছিলেন তিনি। সেখানেই কর্ণ জোহর তাঁকে বহু প্রতিক্ষিত প্রশ্নটি করলেন। যে প্রশ্ন কম বেশি সকল দর্শকের মনে এসেছে। তাঁকে জিজ্ঞেস করা হয়, পেশায় কী করেন ওরি। তবে কোনও কিছু না ভেবেই চতুরতার সঙ্গে উত্তর দেন ওরি। বলেন, 'আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি'। যদিও এই উত্তরে কিছুই স্পষ্ট হয়নি, ধোঁয়াশা রয়েই গিয়েছে তাঁর ব্যক্তিগত পরিসর নিয়ে। তবু তাঁর উত্তর মন কেড়েছে শোয়ের সঞ্চালক কর্ণের। এই উত্তরে কর্ণ এতটাই মুগ্ধ হয়েছেন যে, তিনি জানিয়েছেন ভবিষ্যতে যদি কর্ণকে জিজ্ঞেস করা হয় তিনি কী করেন, ওরির মতো এই একই উত্তর দেবেন তিনিও।
এর আগেও একই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন 'বলিউডের বেস্ট ফ্রেন্ড' ওরি। সেবারও প্রশ্নের উত্তর দিয়ে নেটনাগরিকদের ঘোল খাইয়েছেন তিনি। ওরি বলেছিলেন, 'আপনি চাকরির করতে যান, আপনি একজন চাকরিজীবী। আপনি আঁকেন, আপনি একজন চিত্রশিল্পী। আমি বাঁচতে জানি, আই লিভ, সো আই অ্যাম লিভার'।
এ দিন কফি উইথ কর্ণতে, অরিকে তাঁর প্রথম কাজ সম্পর্কেও জিজ্ঞাসা করা হয়েছিল। ওরি জানান, তার প্রথম কাজেও বলিউডযোগ ছিল এবং সেটি একেবারেই ছোট কোনও কাজ নয়। তিনি জানান, 'যখন আমি নিউইয়র্কে কলেজে ছিলাম, তখন প্রথম কাজ করি অ্যাটেনডেন্ট পদে, ছোটদের জন্য যেটা একটা খুব পছন্দের কাজ। অনেকেই এটা জানেন না। আমি কাজলের ৩ নম্বর অ্যাটেন্ডেন্ট ছিলাম, এসকট করে নিয়ে গিয়েছিলেন এবং তিনি সম্ভবত এটি জানেন না। এটি নিউইয়র্কে ২০১৩ সালে হয়েছিল। মনে আছে তিনি বক্তৃতা দিচ্ছিলেন। তারপর আমি তাঁর সঙ্গে একটি ছবির তুলতে চেয়েছিলাম যদিও তিনি আমায় প্রত্যাখ্যান করে।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)