এক্সপ্লোর
Advertisement
রাখির দিন জলপাইগুড়ির গৃহহারা 'বোন'কে ছাদ ফিরিয়ে দেওয়ার আশ্বাস সোনু সুদের
সম্প্রতি তেলেঙ্গনার তিন অনাথ শিশুকে দত্তক নিলেন সোনু। এখানেই শেষ নয়। রাখিপূর্ণিমায় এক গৃহহীন মহিলার বাড়ি ফের গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন সোনু।
মুম্বই: লকডাউনের সময় থেকেই দুর্দশাগ্রস্তদের কাছে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ছেন সোনু সুদ। অভিনেতার সাহায্যে লাখ লাখ পরিযায়ী শ্রমিক ঘরে ফিরে গিয়েছেন। অন্য দেশে আটকে পড়া পড়ুয়াদেরও দেশে ফিরিয়েছেন নিজের খরচেই। এরপরও বহু অসহায় মানুষদের পাশে দাঁড়াতেও দেখা যাচ্ছে তাঁকে। সম্প্রতি তেলেঙ্গনার তিন অনাথ শিশুকে দত্তক নিলেন সোনু। এখানেই শেষ নয়। রাখিপূর্ণিমায় জলপাইগুড়ির এক গৃহহীন মহিলার বাড়ি ফের গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন সোনু।
@SonuSood Sir यह फ़ैमिली जलपाईगुड़ी असम में है। इसके पति की मौत हो गई है। एक छोटा बच्चा है जिसको खिलाने के लिए कुछ नहीं। बारिश में हालत और भी ख़राब हो गई। इसकी आख़री उमीद आप ही हो । हो सके तो इस परिवार को बचा लेना @sonusood सर ???? ap hi bacha sakte is family ko @SonuSood ???????????????????????? pic.twitter.com/J4j5xfBpgC
— Sonal Singh (@SonalSi65378817) July 31, 2020
সম্প্রতি ট্যুইটারে এক মহিলা সোনুর উদ্দেশে একটি ভিডিও পোস্ট করেন। বলেন, জলপাইগুড়ি নিবাসী এক মহিসা খুবই খারাপ অবস্থায় আছেন। স্বামীহীনা ওই মহিলার সন্তান প্রায় খেতে না পেয়ে দিন কাটাচ্ছে। ঝড়বৃষ্টিতে বাড়ি তছনছ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে সোনুর সাহায্য চান ওই মহিলার জন্য।
সোনুও এই ভিডিও দেখে দ্রুত জানান, তিনি ওই মহিলার ছাদ ফিরিয়ে দেবেন। গৃহহীনা ওই মহিলাকে বোন বলে সম্বোধন করে অভিনেতা লেখেন, ওঁর বাড়ি সারিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন।
चलो आज रक्षा बंधन के अवसर पर असम में अपनी इस बहन का नया घर बनाते हैं। ❣️ https://t.co/ZyqgJKHQXb
— sonu sood (@SonuSood) August 3, 2020
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খবর
Advertisement