এক্সপ্লোর
ভাইজান জেলে, সমর্থনে এককাট্টা বলিউড

মুম্বই: এখনও জেলে সাল্লু ভাই। বলিউডে তাঁর সহকর্মীরা একযোগে সমর্থন জানিয়েছেন তাঁকে। তাঁর এক সময়ের নায়িকা প্রীতি জিন্টা তো জেলেই ঘুরে এসেছেন, ইনস্টাগ্রামে লিখেছেন, অন্ধকারের পর আলো দেখার আশা করছেন তিনি। [embed]https://www.instagram.com/p/BhQRJiCAhNk/?hl=en&taken-by=realpz[/embed] সলমন খানের আগামী ছবি রেস ৩ পরিচালনা করছেন গায়ক রেমো ডি সুজা। এটাই সলমনের সঙ্গে তাঁর প্রথম ছবি। টুইটারে লিখেছেন, অভিনেতা সলমনের তিনি বড় ভক্ত, আরও বড় ভক্ত তাঁর মানবিকতার জন্য। [embed]https://twitter.com/remodsouza/status/982328584047120384[/embed] সলমনের সুপারহিট ছবি টাইগার জিন্দা হ্যায়-এর পরিচালক আলি আব্বাস জাফর ইনস্টাগ্রামে ভাইজানের একটি ছবি পোস্ট করেছেন, সঙ্গে হার্ট ইমোজি। [embed]https://www.instagram.com/p/BhO_vzLBG6v/?hl=en&taken-by=aliabbaszafar[/embed] অভিনেতা অঙ্গদ বেদীও সলমনের ছবি টুইট করে তাঁকে শক্ত থাকার অনুরোধ করেছেন। [embed]https://twitter.com/Imangadbedi/status/982492900545187840[/embed] সোনম কপূরও টুইট করে বলেছেন, সব সময় ভাইজানের পাশে রয়েছেন তিনি। [embed]https://twitter.com/sonamakapoor/status/982501726908379137[/embed] সবে সলমনের সঙ্গে রেস ৩ করেছেন ববি দেওল। সলমনের ছবি দিয়ে লিখেছেন, আই লাভ ইউ মামু। [embed]https://www.instagram.com/p/BhPcaHxgvqa/?hl=en&taken-by=iambobbydeol[/embed] একই কথা বলেছেন পরিচালক-অভিনেতা মহেশ মঞ্জরেকর। তাঁর কথায়, সক্কলে ভুল করে কিন্তু সলমনের ক্ষেত্রে এটা বাড়াবাড়িরকম বাড়িয়ে দেখানো হচ্ছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















