Aamir Khan: মর্মান্তিক! দুর্ঘটনায় কাছের বন্ধুর মেয়ের মৃত্যু, তড়িঘড়ি কচ্ছ পৌঁছলেন আমির খান
Aamir Khan Update: মেয়ে আয়রা খান ও নুপূর শিখরের বিয়ে, রিসেপশন সমস্ত অনুষ্ঠান মিটিয়ে গুজরাতের কচ্ছে পৌঁছলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। কাছএর বন্ধুর দুঃসময়ে দাঁড়ালেন পাশে।
নয়াদিল্লি: সম্প্রতি বিয়ে দিয়েছেন নিজের মেয়ের। অন্যদিকে মর্মান্তিক দুর্ঘটনায় নিজের মেয়েকে হারালেন কাছের বন্ধু। সেই সময়ে বন্ধুর পাশে দাঁড়াতে গুজরাত (Gujarat) পৌঁছে গেলেন তারকা অভিনেতা আমির খান (Aamir Khan)।
কন্যা-হারা বন্ধুর পাশে আমির, পৌঁছলেন কচ্ছে
মেয়ে আয়রা খান ও নুপূর শিখরের বিয়ে, রিসেপশন সমস্ত অনুষ্ঠান মিটিয়ে গুজরাতের কচ্ছে পৌঁছলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। কাছের বন্ধু মহাবীর চাদের (Mahavir Chad) মেয়ের মৃত্যুর খবর পেয়ে ছুটে যান তিনি। সম্প্রতি চার্টার্ড প্লেনে করে গুজরাতের কচ্ছে পৌঁছন তিনি।
বিমানবন্দরে সাংবাদিকদের ক্যামেরাবন্দি হন অভিনেতা। কালো পোশাকে, কাঁধে ব্যাগ নিয়ে দেখা যায় তাঁকে। সেখানে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে অভিনেতা বলেন, 'খুবই দুঃখজনক একটা খবর পেয়ে আচমকাই এসেছি। আমাদের খুব কাছের বন্ধু দানা ভাই, ভূজের কাছে কোটাই গ্রামে থাকেন। 'লগান' ছবির সময়ে যখন এসেছিলাম আমরা, ১ বছর মতো ছিলাম, সেই সময় দানা ভাই আমাদের খুব সাহায্য করেছিলেন। আমাদের সঙ্গে পারিবারিক সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। গতকাল জানতে পারলাম যে ওঁর পরিবারের বড় ক্ষতি হয়ে গিয়েছে। মর্মান্তিক দুর্ঘটনায় ওঁর মেয়ের মৃত্যু হয়েছে। অত্যন্ত দুঃখ পেয়েছি শুনে। ওঁর পরিবারের সঙ্গে তাই দেখা করতে এসেছিলাম। এই কারণেই এসেছি শুধু।' সেখানেই তিনি জানান যে দক্ষিণ ভারতে ছিলেন অভিনেতা, কিন্তু এই দুঃসংবাদ পেয়ে পরিকল্পনা বদলে পৌঁছে যান গুজরাতে। দিন দুই আগে পোস্ট হওয়া এই ভিডিও এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
Megastar #AamirKhan shares his condolences as his dear friend's daughter passed away in Kutch.
— RAJ (@AamirsDevotee) January 21, 2024
The friend named Mahavir Chad who helped him during the shooting of #Lagaan pic.twitter.com/lDCzEkf0tA
অভিনেতা আরও বলেন, মানুষের জীবনের কোনও গ্যারান্টি যেমন নেই, তেমনই এই খবর অত্যন্ত অপ্রত্যাশিত। ফলে এমন কঠিন সময় তাঁর মনে হয়েছিল বন্ধুর ও তাঁর পরিবারের পাশে দাঁড়ানো প্রয়োজন, তাঁর পাশে বসে তাঁকে বুকে জড়িয়ে সান্ত্বনা দেওয়া প্রয়োজন। সন্তান হারানো যে কোনও অভিভাবকের জন্যই অত্যন্ত যন্ত্রণার।
আরও পড়ুন: Amitabh-Rekha: এক মঞ্চে অমিতাভ-রেখা, ছবির নেপথ্যে কোন 'বড় গল্প' শোনালেন বিগ বি?
প্রসঙ্গত, আমির খানকে শেষ দেখা গিয়েছিল করিনা কপূর খানের সঙ্গে 'লাল সিংহ চাড্ডা' ছবিতে। তিনি আপাতত স্পোর্টস ড্রামা ঘরানার 'সিতারে জমিন পর' ছবিতে মনোনিবেশ করেছেন। এই ছবির পরিচালনায় আর এস প্রসন্ন রয়েছেন, যার শ্যুটিং শুরু হবে ফেব্রুয়ারি মাসে। ছবিতে জেনেলিয়া ডি'সুজাও অভিনয় করবেন। এছাড়া তাঁর প্রযোজনায় একাধিক ছবির কাজ চলছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।