এক্সপ্লোর
ফিরে দেখা! ‘হাম আপকে হ্যায় কৌন’ ছবির ‘লো চলি ম্যায়’ গানের তালে নাচলেন মাধুরী-রেনুকা

মুম্বই: বহুদিন পর পর্দায় ফের একসঙ্গে দেখা যাবে মাধুরী দীক্ষিত এবং রেনুকা সাহানেকে। ১৯৯৪ সালে সুপারহিট ছবি ‘হাম আপকে হ্যায় কৌন’-এর পর ফের পর্দায় ‘বাকেট লিস্ট’-এর সৌজন্যে একসঙ্গে রেনুকা-মাধুরী।
বহুদিন পর একসঙ্গে হয়ে, সত্বস্ফূর্ত ভাবে ‘বাকেট লিস্ট’-এর শ্যুটিং সেটে ‘লো চলি ম্যায়’-এর তালে নাচতে দেখা গেল দুই সুন্দরীকে। রবিবার শ্যুটিং সেটের সেই ভিডিওটি শেয়ার করেন কর্ণ জোহর তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে।
This just brought the hugest smile to my face!!!!! #HumAapkeHaiKaun is a sunshine film!!! https://t.co/keYQvrHnVC
— Karan Johar (@karanjohar) May 20, 2018
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















