Debina-Gurmeet: দ্বিতীয় সন্তানের নাম প্রকাশ্যে আনলেন তারকা দম্পতি দেবিনা-গুরমিত
Baby Name Revealed: টেলিভিশন তারকা দম্পতি দেবিনা ও গুরমিত গত বছর দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন। নাম কী রাখলেন? মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে দ্বিতীয় সন্তানের নাম জানান দম্পতি।
নয়াদিল্লি: গত বছরের নভেম্বরে দেবিনা বন্দ্যোপাধ্যায় (Debina Bonnerjee) ও গুরমিত চৌধুরি (Gurmeet Choudhary) তাঁদের দ্বিতীয় সন্তানের জন্ম দেন। আজ, মঙ্গলবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি পোস্ট করেন তারকা দম্পতি। যার মূল আকর্ষণ তাঁদের সদ্যোজাত মেয়ে। নাম ঠিক হয়েছে খুদের। অনুরাগীদের সঙ্গে সেই খবরই ভাগ করেন।
সন্তানের কী নাম রাখলেন দেবিনা-গুরমিত?
টেলিভিশন তারকা দম্পতি দেবিনা ও গুরমিত গত বছর দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন। নাম কী রাখলেন? মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে দ্বিতীয় সন্তানের নাম জানান দম্পতি। খুদে কন্যার নাম রেখেছেন দিবিশা (Dibisha)। গোয়ার সমুদ্র সৈকত থেকে একটি ছবি পোস্ট করেন তাঁরা। সেখানে মেয়েকে কোলে দেখা যাচ্ছে দম্পতিকে।
ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'আমাদের ম্যাজিকাল সন্তানের নাম দিবিশা যার অর্থ সকল দেবদেবীর প্রধান দুর্গা।'
View this post on Instagram
আরও পড়ুন: Viral News: ২৫ বছর পর স্ত্রী অনুষাকে নিয়ে IIM-এ ফিরলেন চেতন ভগত, পোস্ট করলেন 'আসল ২ স্টেটস'-এর ছবি
প্রসঙ্গত, গত বছরই দুই সন্তানের জন্ম দেন দেবিনা ও গুরমিত। এপ্রিল মাসে তাঁদের প্রথম সন্তান জন্ম নেয়, নাম রাখেন লিয়ানা। দ্বিতীয় সন্তানের জন্ম দেন নভেম্বরে। নাম প্রকাশ করলেন আজ। ২০০৮ সালে ছোটপর্দার দুই তারকা গুরমিত চৌধুরি ও দেবিনা বন্দ্যোপাধ্যায়ের প্রেমকাহিনি শুরু হয় 'রামায়ণ'-এর শ্যুটিং ফ্লোরেই। ওই ধারাবাহিকে রামের চরিত্রে ছিলেন গুরমিত ও সীতার চরিত্রে অভিনয় করতেন দেবিনা। ২০১১ সালে তাঁদের বিয়ে হয়।