Chanchal Chowdhury: 'যখন ছাত্ররা মরছিল, কোথায় ছিলেন?' বাংলাদেশের বন্যা নিয়ে পোস্ট করতেই চূড়ান্ত কটাক্ষ চঞ্চল চৌধুরীকে
Chanchal Chowdhury on Bangladesh Flood: এই একই বিষয়ে পোস্ট করে কটাক্ষের শিকার হয়েছেন চঞ্চল চৌধুরী । তিনি বেশ কিছু হেল্পলাইন নম্বর শেয়ার করে নিয়েছেন
কলকাতা: বন্যার কবলে বাংলাদেশ। ভাসছে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালি ও মৌলভিবাজার। আর সেই নিয়েই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন একাধিক তারকা। বাংলাদেশের তারকারা সোশ্যাল মিডিয়ায় আর্জি জানিয়েছেন বন্যা দূর্গতদের পাশে দাঁড়ানোর। তবে এই সোশ্যাল মিডিয়া পোস্টেও আমরা-ওরা! একদিকে যেমন সোশ্যাল মিডিয়ায় বন্যা দুর্গতদের জন্য় পোস্ট করে প্রশংসিত হয়েছেন পরীমণি (Pori Moni) ও মাহিয়া মাহি, পেয়েছেন পাশে দাঁড়ানোর বার্তা, তেমনই কটাক্ষের শিকার হয়েছেন চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)। ঠিক কী ঘটেছে?
সদ্য সোশ্যাল মিডিয়ায় জলের কার্যত ডুবে যাওয়া একটি শিশুর ছবি শেয়ার করে নিয়েছেন পরীমণি। তিনি নিজেও দুই সন্তানের মা। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'আল্লাহ! কী করব আমি! বুকের ভিতর দুমড়ে মুচড়ে যাচ্ছে। এই চোখের দিকে তাকিয়ে কি করে ঘুমাব! আল্লাহ তুমি সহায় হও। কেউ নাই আর এখন…… আমি যাব। আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে যা করার করব, ইনশাআল্লাহ।' সোশ্যাল মিডিয়ায় পরিমণীর এই পোস্টে সমবেদনা জানিয়েছেন অনেকেই। অনেকেই লিখেছেন বাংলাদেশের বন্যা পরিস্থিতির কথা। অনেকে জানতে চেয়েছেন শিশুটির কি হয়েছে, সেই খবর। অন্যদিকে মাহিয়া মাহিও সরব হয়েছেন বন্যা পরিস্থিতি নিয়ে। তিনি লিখেছেন, 'যদি হেলিকপ্টার নিয়ে কোনও সাহায্য না আসে, তাহলে কেউ দয়া করে লাশ সংগ্রহ করতে আসবেন না। হেলিকপ্টার ছাড়া ফেনী, ফুলগাজী ও পরশুরামের মানুষদের আর কোনোভাবেই রক্ষা করা যাবে না।' সোশ্যাল মিডিয়ায় এই পোস্টেও অনেকেই সমর্থন জানিয়েছেন।
View this post on Instagram
অন্যদিকে, এই একই বিষয়ে পোস্ট করে কটাক্ষের শিকার হয়েছেন চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)। তিনি বেশ কিছু হেল্পলাইন নম্বর শেয়ার করে নিয়েছেন। সঙ্গে লিখেছেন সাহায্যের বার্তা। তবে সাধারণ মানুষ ভালভাবে নেয়নি এই পোস্ট। বাংলাদেশের কঠিন পরিস্থিতির সময় কার্যত নীরব ছিলেন চঞ্চল চৌধুরী। আর তাই বন্যা কবলিত পরিস্থিতি নিয়ে মুখ খুলতেই কটাক্ষের শিকার হয়েছেন অভিনেতা। অনেকে লিখেছেন, 'অভিনয়ের দরকার নেই, বাঙালি অভিনয় বোঝে।' অনেকে লিখেছেন, 'যখন ছাত্ররা মারা যাচ্ছিল তখন কোথায় ছিলেন?' বাংলাদেশের পরিস্থিতি নিয়ে চঞ্চল চৌধুরী মুখ না খোলাতেই এই কটাক্ষের শিকার হয়েছেন অভিনেতা।
View this post on Instagram
আরও পড়ুন: Sonakshi-Zaheer: নিউ ইয়র্কের রাস্তায় জাহিরের সঙ্গে সোনাক্ষী, রোদ মেখে আদুরে ছবি পোস্ট
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।