Chanchal Chowdhury: ছেলের সঙ্গে পাড়ার সেলুনে হাজির চঞ্চল চৌধুরী, অভিনেতার সরল জীবনযাত্রায় মুগ্ধ নেটপাড়া
Chanchal Chowdhury News: আজ চঞ্চল চৌধুরী তাঁর ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। ছবিটি বাংলাদেশে তোলা। ক্যাপশানে চোখ রাখলেই নজির পাওয়া যায় চঞ্চল চৌধুরীর সাধারণ জীবনযাত্রায়
কলকাতা: পেশা অভিনয় হলেও, একেবারে ঘরোয়া জীবনযাপন করেন তিনি। পরিবারের সঙ্গে সময় কাটানো, ছেলের সঙ্গে সহজ-সরল ছবি.. অভিনেতা চঞ্চল চৌধুরীর (Chanchal Chowdhury) সহজ সরল জীবনযাত্রায় মুগ্ধ নেটদুনিয়া। আজও, সোশ্যাল মিডিয়ায় ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। আর তাতেই, অভিনেতার ভাবনায় আবেগে ভাসল নেটদুনিয়া।
আজ চঞ্চল চৌধুরী তাঁর ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। ছবিটি বাংলাদেশে তোলা। ক্যাপশানে চোখ রাখলেই নজির পাওয়া যায় চঞ্চল চৌধুরীর সাধারণ জীবনযাত্রায়। কোনও দামি পার্লার নয়, ছেলেকে নিয়ে পাড়ার সেলুনে চুল কাটতে গিয়েছিলেন চঞ্চল। ফেরার সময়, প্রতিবেশীর বাড়ির সামনে সবুজে ঘেরা একটি জায়গা দেখে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে পড়েন চঞ্চল। এক জায়গায় এতটা সবুজ যেন চোখ জুড়িয়ে দেয়। গাছ দেখে চঞ্চল চৌধুরীর ছেলের সঙ্গে একটি ছবি তুলতে চান। এরপরেই তোলা ছেলে শুদ্ধর সঙ্গে নায়কের সেই ছবি। সোশ্যাল মিডিয়ায় এই গোটা ঘটনাটাই লিখেছেন চঞ্চল চৌধুরী। সঙ্গে প্রশংসা করেছেন তাঁদের সেলুনের নাপিতেরও।
সোশ্যাল মিডিয়ায় এই ছবি আর ক্যাপশানের প্রশংসা করেছেন সবাই। অনেকে লিখেছেন, 'কেন সব মানুষ আপনার মতো সহজ সুন্দর হয় না?' অনেকে আবার লিখেছেন, 'আহা কী সুন্দর'। অনেকে আবার মজা করে লিখেছেন, 'সেলুনে গিয়ে চঞ্চলের চুল আরও ঘন হয়ে গিয়েছে।'
কাজের ক্ষেত্রে, সদ্য 'হইচই' (Hoichoi) ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে চঞ্চল চৌধুরী অভিনীত 'রুমি' (Rumi)। থ্রিলার এই ওয়েব সিরিজে একজন অন্ধ গোয়েন্দার ভূমিকায় দেখা গিয়েছে চঞ্চল চৌধুরীকে। আগামীকে চঞ্চল চৌধুরীকে দেখা যাবে 'তুফান' (Toofan) ছবিতে। এই ছবিতে জুটি হিসেবে দেখা যাবে মিমি চক্রবর্তী ও শাকিব খানকে। এটাই মিমির প্রথম বাংলাদেশের কাজ। এই ছবিতেই নেতিবাচক চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। এছাড়াও ওয়েব সিরিজ ও ছবি মিলিয়ে একাধিক কাজ রয়েছে চঞ্চল চৌধুরীর হাতে।
View this post on Instagram
আরও পড়ুন: Mimi-Shakib: বাংলাদেশে মিমির প্রথম কাজ, কবে কলকাতায় মুক্তি পাচ্ছে শাকিবের 'তুফান'?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।