এক্সপ্লোর
সে কী নাক বিঁধিয়েছেন আমির, দেখুন নাকছাবি পরা তাঁর নয়া লুক!

মুম্বই: অভিনেতা থেকে আম আদমি, পুরুষদের কান বিঁধতে এর আগে বহুবার দেখা গিয়েছে। কিন্তু নাক বিঁধতে দেখেছেন কি কখনও কোনও নায়ককে? এবার এই নয়া লুকেই দেখা গেল আমির খানকে। মনে করা হচ্ছে হয়তো আমির তাঁর পরবর্তী ছবি 'থগস অফ হিন্দুস্তান'-এর জন্যেই এই নয়া লুক নিয়েছেন। হ্যাঁ, সম্প্রতি সুশান্ত সিংহ রাজপুত তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে মিস্টার পারফেকশনিস্টের সঙ্গে একটি ছবি শেয়ার করেন। সেখানেই নাক বিঁধিয়ে নাকছাবি পরা আমিরকে দেখা গেছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















