Chiranjeet Chakraborty: শেষ পর্যায়ে প্রস্তুতি, ভাদুড়িমশাইয়ের পরে, 'হেমামালিনী'-র চিকিৎসক চিরঞ্জিৎ
Chiranjeet Chakraborty New Film: একদিকে যেমন ওটিটিতে পা রেখে মনজয় করেছেন চিরঞ্জিৎ, তেমনই এই ছবিতে একেবারে অন্যভূমিকায় দেখা যাবে তাঁকে
কলকাতা: শেষ হল পরিচালক পারমিতা মুন্সীর নতুন ছবি 'হেমামালিনী' (Hema Malini)-র ডাবিং.. এবার মুক্তির অপেক্ষায় চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty) অভিনীত এই ছবি। এই ছবির খবর প্রথম প্রকাশ্যে এনেছিল এবিপি লাইভ (ABP Live)-ই। কমেডির মোড়কে এক জীবনবোধের গল্প বলবে নতুন ছবি 'হেমামালিনী'। চিরঞ্জিত ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন, পাপিয়া রাও, কাঞ্চনা মৈত্র, পিয়ালী মুন্সী, ভাস্বর চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা দে, সুজয় বিশ্বাস ও দেবলীনা দত্ত। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর ফেব্রুয়ারি বা মার্চ মাসে এই ছবি মুক্তি পাওয়ার কথা, এমনটাই জানিয়েছেন পরিচালক।
একদিকে যেমন ওটিটিতে পা রেখে মনজয় করেছেন চিরঞ্জিৎ, তেমনই এই ছবিতে একেবারে অন্যভূমিকায় দেখা যাবে তাঁকে। এই ছবিতে একজন হোমিওপ্যাথি চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছেন চিরঞ্জিৎ। নাম ধর্মেন্দ্র দত্ত। মধ্যবিত্ত ছাপোষা এই চিকিৎসকের হঠাৎ দেখা হয় হেমামালিনীর সঙ্গে। কে এই হেমামালিনী? গল্প বলছে, তার আসল নাম নাকি মালিনী। কোর্টে গিয়ে তিনি নিজেক নাম বদলে করেছেন হেমামালিনী। এহেন ধর্মেন্দ্র আর হেমামালিনীর দেখা হলে, কোন পথে এগোবে তাঁদের সম্পর্ক? কমেডি ছবির মোড়কে এক বার্তাবহ গল্প বলবে এই ছবি।
পারমিতা মুন্সি পরিচালিত এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে, পেসিনা ইন্ডিকা ও মাটির মেলা ও শিবানী মুন্সী প্রযোজনা সংস্থা। ছবির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক নিজেই। ছবির প্রোডাকশন ডিজাইন করেছেন সুদীপ ভট্টাচার্য্য। প্রধান সহকারী পরিচালক ধ্রুবজ্যোতি রক্ষিত। ছবির ক্রিয়েটিভ পরিচালক হিসেবে রয়েছেন সুভদ্র চৌধুরী। ছবির সম্পাদনায় অমিত রায়। ছবির শব্দ পরিকল্পনা করছেন সুজয় দাস। সাজসজ্জায় অদিতি ভট্টাচার্য্য, সঙ্গীত পরিচালনায় মেঘ বন্দ্যোপাধ্যায়। ছবির কো প্রোডিউসার অভিজিৎ আঢ্য। গল্পে কমেডির সঙ্গে সঙ্গে রয়েছে নানান টুইস্ট। আর তাতে ভর করেই এগিয়ে যাবে ছবি। এই ছবির বিষয়ে পরিচালক পারমিতা মুন্সী জানান, "ছবিটি একটি হাইপারলিংক ছবি। অনেক গল্পের ঘনঘটা, কমেডির মোড়কে আসলে এই মধ্যবিত্ত জীবনের গল্প, আশা করি সকলের এই ছবি খুব ভাল লাগবে।'
ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে দেবলীনাকে। একজন নৃত্যশিল্পীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। পরিচালকের দাবি, দেবলীনাকে এমন লাস্যময়ী ভূমিকায় আগে দেখা যায়নি কখনও। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন মেঘ বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতা তালুকদারের কণ্ঠে, পরিচালক পারমিতা মুন্সীর লেখা ও মেঘ বন্দ্যোপাধ্যায়ের সুরে এই গানেই ছবিতে নাচতে করতে দেখা যাবে অভিনেত্রী দেবলীনা দত্তকে। ছবিতে রয়েছে ২ টি গান, দুটি গানই লিখেছেন পারমিতা মুন্সী।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।